??? মৌলানা বনাম ডাক্তার।???
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৮ জুলাই, ২০১৬, ০৯:৪৭:১০ রাত
বাংলার যত মৌলোভী মৌলানা, মুফতীরা সব শোনো!
বুকেতে তোমার কোরান হাদীশ সন্দেহ নাই কোন।
‘দরস’ দিয়েছ, চিল্লা গিয়েছ, করেছ দ্বীনের কাজ,
ইমাম কিংবা গাইড বল, তোমরাই তা হলে আজ।
একই কোরআন হৃদয়ে আছে, নবীর অমিয় বাণী,
তবে কেন ছোঁড় কাদা আর কেন কর হানাহানী!
এ নয় কোরানের বাণী, এ নহে রসুল দেখানো পথ,
ভেবেছো কি? হৃদয়ে তোমার রয়েছে ভীষণ ক্ষত!
অন্যেরে ভাবো নির্বোধ আর নিজেরে অনেক বড়,
পোষাকের মাঝে ইমানে খোঁজ মাজহাব নিয়ে লড়ো
সতর ঢাঁকার আদেশ হয়েছে, ব্রাণ্ড বলেনাই কোন,
তবে কেন বৃথা অন্যের প্যান্ট কোট টাই ধরে টানো?
বক্তার চেয়ে বাণীর গুরুত্ব অধিক বলিয়া মেনো,
মৌলানা মাদ্রাসা শুধু জ্ঞানের খণী ভুল বলে যেন।
মশাল পেয়েছ হাতে, পারনি বিলাতে আঁধারে আলো,
ক জনার হৃদে কোরান গেড়েছো তুমি তা জানো ভালো।
হয়ত আল্লাহ নারাজ, ভরসা নাই তোমাদের পরে,
দ্বীনকে তার এগিয়ে নিতে উঠালেন এক ডাক্তারে।
হিংসা বিদ্বেষ ছেড়ে চলো হাতে হাত রাখি আজ,
আল্লাহর দ্বীনে এগিয়ে নিতে এক সাথে করি কাজ।
বিষয়: সাহিত্য
১৮৬৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বরাবরের মত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাণবন্ত ছান্দিক উপস্থাপনা।
সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
তবে কেন ছোঁড় কাদা আর কেন কর হানাহানী!
মাশ আল্লাহ, অসাধারণ কবিতা। জাজাকাল্লাহ।
অন্যেরে ভাবো নির্বোধ আর
নিজেরে অনেক বড়,
পোষাকের মাঝে ইমানে খোঁজ
মাজহাব নিয়ে লড়ো
জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন