??? মৌলানা বনাম ডাক্তার।???

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৮ জুলাই, ২০১৬, ০৯:৪৭:১০ রাত

বাংলার যত মৌলোভী মৌলানা, মুফতীরা সব শোনো!

বুকেতে তোমার কোরান হাদীশ সন্দেহ নাই কোন।

‘দরস’ দিয়েছ, চিল্লা গিয়েছ, করেছ দ্বীনের কাজ,

ইমাম কিংবা গাইড বল, তোমরাই তা হলে আজ।

একই কোরআন হৃদয়ে আছে, নবীর অমিয় বাণী,

তবে কেন ছোঁড় কাদা আর কেন কর হানাহানী!

এ নয় কোরানের বাণী, এ নহে রসুল দেখানো পথ,

ভেবেছো কি? হৃদয়ে তোমার রয়েছে ভীষণ ক্ষত!

অন্যেরে ভাবো নির্বোধ আর নিজেরে অনেক বড়,

পোষাকের মাঝে ইমানে খোঁজ মাজহাব নিয়ে লড়ো

সতর ঢাঁকার আদেশ হয়েছে, ব্রাণ্ড বলেনাই কোন,

তবে কেন বৃথা অন্যের প্যান্ট কোট টাই ধরে টানো?

বক্তার চেয়ে বাণীর গুরুত্ব অধিক বলিয়া মেনো,

মৌলানা মাদ্রাসা শুধু জ্ঞানের খণী ভুল বলে যেন।

মশাল পেয়েছ হাতে, পারনি বিলাতে আঁধারে আলো,

ক জনার হৃদে কোরান গেড়েছো তুমি তা জানো ভালো।

হয়ত আল্লাহ নারাজ, ভরসা নাই তোমাদের পরে,

দ্বীনকে তার এগিয়ে নিতে উঠালেন এক ডাক্তারে।

হিংসা বিদ্বেষ ছেড়ে চলো হাতে হাত রাখি আজ,

আল্লাহর দ্বীনে এগিয়ে নিতে এক সাথে করি কাজ।

বিষয়: সাহিত্য

১৮৬৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374897
১৮ জুলাই ২০১৬ রাত ১০:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুফি ও মোল্লা দুই ই যে আজ ক্ষমতার কাছে নোয়ায় শির!!
১৯ জুলাই ২০১৬ রাত ০৩:৪১
310960
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
374917
১৯ জুলাই ২০১৬ রাত ০৩:৩৬
কুয়েত থেকে লিখেছেন : جزاك الله خيرا وشكرا لك يا لك يا أخي الكريم بارك الله فيك একই কোরআন হৃদয়ে আছে, নবীর অমিয় বাণী,তবে কেন ছোঁড় কাদা আর কেন কর হানাহানী ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
১৯ জুলাই ২০১৬ রাত ০৩:৪২
310961
শেখের পোলা লিখেছেন : হৃদয়ে ক্ষত থাকলে যা হয়। এদের তাই হয়েছে। ধন্যবাদ।
374966
১৯ জুলাই ২০১৬ রাত ০৯:০৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

বরাবরের মত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাণবন্ত ছান্দিক উপস্থাপনা।

সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।

১৯ জুলাই ২০১৬ রাত ১১:১৯
311004
শেখের পোলা লিখেছেন : অআলায় কুমুস সালাম অ রহমাতুল্লাহে অবারাকাতুহু। আমিন। আপনাকে ধন্যবাদ।
374988
২০ জুলাই ২০১৬ দুপুর ১২:৫০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : একই কোরআন হৃদয়ে আছে, নবীর অমিয় বাণী,
তবে কেন ছোঁড় কাদা আর কেন কর হানাহানী!

মাশ আল্লাহ, অসাধারণ কবিতা। জাজাকাল্লাহ।
২০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
311046
শেখের পোলা লিখেছেন : আলহামদু লিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ।
375718
০১ আগস্ট ২০১৬ বিকাল ০৫:৫৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

অন্যেরে ভাবো নির্বোধ আর
নিজেরে অনেক বড়,
পোষাকের মাঝে ইমানে খোঁজ
মাজহাব নিয়ে লড়ো
Thumbs Up Thumbs Up

জাযাকাল্লাহ Praying Praying
০২ আগস্ট ২০১৬ বিকাল ০৫:৫৭
311561
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ। হাঁ ভাই আমরা নিজেরে সবজান্তা ভাবি আর অন্যেরে নির্বোধ।
375770
০২ আগস্ট ২০১৬ বিকাল ০৫:৫৭
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ। হাঁ ভাই আমরা নিজেরে সবজান্তা ভাবি আর অন্যেরে নির্বোধ।
377297
০৭ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:২৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:০৬
313014
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File