@ আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না৷ তিনি তোমাদেরকে চক্ষু কর্ণ ও জ্ঞান(ব্রেণ) দিয়েছেন৷যাতে তোমরা অনুগ্রহ স্বীকার কর৷@

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১০ জুলাই, ২০১৬, ০৮:৫১:১৩ রাত

(বয়ানুল কোরআনের ধারাবাহিক বাংলা অনুবাদ)

সুরা আন নাহল রুকু;-১১ আয়াত;-৭৭-৮৩

৭৭/وَلِلّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَا أَمْرُ السَّاعَةِ إِلاَّ كَلَمْحِ الْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ إِنَّ اللّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

অর্থ;-নভো মণ্ডল ও ভূ মণ্ডলের গোপন রহস্য আল্লাহর কাছেই রয়েছে৷ কেয়ামতের ব্যাপারটিও এমন যেমন চোখের পলক অথবা তার চাইতেও নিকটবর্তী৷ নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর শক্তিমান৷

# অদৃশ্য জগতের খবর একমাত্র আল্লাহই জানেন৷ আর কেয়ামতের বিষয়টিও একমাত্র তারই জানা৷ যেটি হঠাৎ করেই ঘটবে৷ কখন কি ভাবে ঘটবে তাও মাত্র তিনিই জানেন৷

৭৮/وَاللّهُ أَخْرَجَكُم مِّن بُطُونِ أُمَّهَاتِكُمْ لاَ تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ الْسَّمْعَ وَالأَبْصَارَ وَالأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

অর্থ;-আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না৷ তিনি তোমাদেরকে চক্ষু কর্ণ ও জ্ঞান(ব্রেণ) দিয়েছেন ৷যাতে তোমরা অনুগ্রহ স্বীকার কর৷

# প্রাণী জগতে সদ্যজাত মানব শিশুর মত আর কোন শিশু বা শাবক এত অসহায় হয়ে জন্মে না৷ অন্য প্রাণীর সদ্যজাত বাচ্চা অল্প সময় বা অল্প কদিন পরেই প্রকৃতির সাথে খাপ খাওয়াতে পারে অথচ সৃষ্টির সেরা মানুষের বাচ্চার দীর্ঘ সময় লাগে৷ আল্লাহ তায়ালা চোখ, কান, নাক, অনুভুতি ও সেই সাথে জ্ঞান দিয়েছেন, যাতে তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়৷

‘আফয়েদা’ বা ‘ফুয়াদ’ শব্দের অর্থ অনেকেই অন্তর করেছেন৷ কিন্তু ফুয়াদ হল; ইন্দ্রীয় লব্ধ ডাটা যেখানে গিয়ে ফলাফলে পরিনত হয় তাই৷ আর তা হল ব্রেন বা জ্ঞান৷ আগামী সুরা ‘বণী ইস্রাইলে’ ফুয়াদের বিষয়ে অধিক আলোচনা হবে ইনশা আল্লাহ৷

৭৯/أَلَمْ يَرَوْاْ إِلَى الطَّيْرِ مُسَخَّرَاتٍ فِي جَوِّ السَّمَاء مَا يُمْسِكُهُنَّ إِلاَّ اللّهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

অর্থ;-তারাকি উড়ন্ত পাখীকে দেখেনা? এ গুলো অন্তরীক্ষে অধীন রয়েছে৷ আল্লাহ ছাড়া সেখানে কেউ এদেরকে ধরে রাখে না৷ নিশচয় এতে মুমীন লোকদের জন্য নিদর্শন রয়েছে৷

# আকাশের পাখী, ছোট হোক আর বড় তারা আপন ডানায় ভর করে শূন্যে ভেসে বেড়ায়৷ সেরা জীব মানুষ তা পারেনা৷ এদের অস্তিস্ব নিয়ে গবেষনার অনেক বিষয় রয়েছে৷ এদের কাছে মুমীনদের শিক্ষার বিষয়ও রয়েছে৷ হজরত ঈশা আঃ বলেছেন, ‘আকাশের পাখীদের দেখ, তারা বোনেওনা কাটেও না৷ সকালে খালি পেটে বার হয় আর সন্ধায় ভরা পেটে ঘরে ফেরে৷’ কে এদের শূন্যে ধরে রাখে, জীবন ধারনের জন্য এরা কার উপর ভরসা করে৷

৮০/أَلَمْ يَرَوْاْ إِلَى الطَّيْرِ مُسَخَّرَاتٍ فِي جَوِّ السَّمَاء مَا يُمْسِكُهُنَّ إِلاَّ اللّهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

অর্থ;-আল্লাহ তোমাদের গৃহকে অবস্থানের জায়গা করে দিয়েছেন এবং চতুষ্পদ জন্তুর চামড়া দ্বারা তোমাদের জন্য তাঁবুর ব্যবস্থা করেছেন৷ তোমরা সেগুলোকে সফর কালে ও অবস্থান কালে পাও৷ ভেঁড়ার পশম, উটের বাবরী আর ছাগলের লোম দ্বারা কত আসবাবপত্র ও ব্যবহারের সামগ্রী তৈরী করেছেন৷ এক নির্দিষ্ট সময় পর্যন্ত৷

# আল্লাহ তায়ালা যার যার গৃহকে তার জন্য অবস্থান ও প্রশান্তির জায়গা করে দিয়েছেন৷ যে যেখানেই যাকনা কেন নিজ বাড়ির একটা টান তার মধ্যে থেকেই যায়৷ চতুষ্পদ জন্তুর চামড়া দিয়ে আজ কাল অনেক কিছুই তৈরী করার জ্ঞান মানুষ লাভ করেছে৷ এক সময় মানুষ এই চামড়া দিয়ে তাঁবু বানিয়ে তাতে বসবাস করত৷ এক জায়গা থেকে তা সহজেই বয়ে নিয়ে অন্য জায়গায় খাটিয়ে বাস করত৷ আজও যাযাবর শ্রেনী তা করে থাকে৷ বুনন শিল্পের প্রথম উপাদানও ছিল মানুষের জন্য এই পশুর পশম৷ এ গুলো চিরস্থায়ী নয়, এক নির্দিষ্ট সময় পর্যন্তই থাকে এগুলোর স্থায়িত্ব৷

৮১/وَاللّهُ جَعَلَ لَكُم مِّمَّا خَلَقَ ظِلاَلاً وَجَعَلَ لَكُم مِّنَ الْجِبَالِ أَكْنَانًا وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمُ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُم بَأْسَكُمْ كَذَلِكَ يُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ

অর্থ;-আল্লাহ সৃজিত বস্তু দ্বারা ছায়া করে দিয়েছেন৷ এবং পাহাড় সমুহে তোমাদের জন্য আত্মগোপনের জায়গা করে দিয়েছেন৷ আর তোমাদের জন্য পোষাক তৈরী করে দিয়েছেন, যা তোমাদেরকে উত্তাপ ও বিপদে রক্ষা করে৷ এমনই ভাবেই তিনি তোমাদের প্রতি স্বীয় অনুগ্রহের পূর্ণতা দান করেন, যাতে তোমরা আত্ম সমর্পণ করো৷

# রৌদ্রে ছায়ার ব্যবস্থা করেছেন৷ যখন মানুষ ঘর বানাতে জানত না তখন মানুষ পাহাড়ের গুহায় বাস করত বা পদব্রজে ভিন দেশে যেতেও পথে পাহাড়ের গুহায় আশ্রয় নিত৷ আসহাবে কাহাফও এই পাহাড়ের গুহায় অবস্থান করে ছিলেন৷ শীত গৃষ্মের হাত থেকে বাঁচার উপযুক্ত পোষাক তৈরীও তিনি শিখিয়েছেন৷ যাতে করে মানুষ তার প্রতি কৃতজ্ঞ হয়৷ আর এই কৃতজ্ঞতাই মুসলীমের বৈশিষ্ট৷ এই ‘তুসলীমুন’ শব্দটি হতেই ‘মুসলীমুন’ শব্দটি এসেছে৷ মুসলীমুন কারক আর ‘তুসলীমুন’ ক্রীয়া৷

৮২/فَإِن تَوَلَّوْاْ فَإِنَّمَا عَلَيْكَ الْبَلاَغُ الْمُبِينُ

অর্থ;-যদি তারা পৃষ্ঠ প্রদর্শণ করে তবে আপনার কাজ হল সুস্পষ্ট ভাবে তা পৌঁছে দেওয়া মাত্র৷

৮৩/يَعْرِفُونَ نِعْمَتَ اللّهِ ثُمَّ يُنكِرُونَهَا وَأَكْثَرُهُمُ الْكَافِرُونَ

অর্থ;-তারা আল্লাহর অনুগ্রহ চিনে, এর পর অস্বীকার করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ (কাফের) ৷

# আল্লাহর অনুগ্রহ সকলেই বোঝে কিন্তু স্বীকার করেনা অনেকে৷ যারা স্বীকার করে, আরও বুঝতে চায় তাদেরকে বুঝিয়ে দেবার দায়িত্ব আল্লাহর রসুলের৷ কিন্তু যারা বুঝেও বোঝেনা অস্বীকার করে তাদের কাছে আল্লাহর বাণী সুষ্ঠ ভাবে পৌঁছে দেওয়া মাত্র৷

বিষয়: বিবিধ

১৩৮৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374331
১০ জুলাই ২০১৬ রাত ১১:০০
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। কিয়ামতের আলামত শুরু হয়েছে বেশ পূর্বেই। জালিমরা বুঝেনা
১০ জুলাই ২০১৬ রাত ১১:৫৩
310570
শেখের পোলা লিখেছেন : ঠিকই বলেছেন। আমিন। আপনাকে ধন্যবাদ।
374337
১০ জুলাই ২০১৬ রাত ১১:৩৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। কিয়ামতের আলামত শুরু হয়েছে বেশ পূর্বেই। জালিমরা বুঝেনা
১০ জুলাই ২০১৬ রাত ১১:৫৩
310571
শেখের পোলা লিখেছেন : আমার বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ।
374342
১১ জুলাই ২০১৬ রাত ০১:২১
কুয়েত থেকে লিখেছেন : السلام عليكم ورحمة الله وبركاته. جزاك الله خيرا وشكرا ভালো লাগলো ধন্যবাদ
১১ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
310594
শেখের পোলা লিখেছেন : অ আলাইকুমুস সালাম অ রহমাতুল্লাহে অ বরকাতুহু। আপনাকে ধন্যবাদ।
১১ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৫৯
311922
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদGood Luck Good Luck
374405
১১ জুলাই ২০১৬ রাত ০৯:২০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

লিখাগুলো পড়লে হৃদয় কেঁপে উঠে বার বার। আল্লাহ তা’ আলা আমাদেরকে কোরআনের আলোকে চলার তৌফিক নসীব ক্রুন। আমিন।
১২ জুলাই ২০১৬ রাত ০৩:১৪
310629
শেখের পোলা লিখেছেন : অআলায়কুমুস সালাম অ রহমাতুল্লহে অ বা রাকাতুহু। আমিন। আপা মনিকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File