@@ গৃহ পালিত চতুষ্পদ জন্তুর মধ্যে নিশ্চয় তোমাদের জন্য শিক্ষনীয় বিষয় রয়েছে৷ @@

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৯ জুন, ২০১৬, ০৮:৩৫:৩৬ সকাল

(উর্দু বয়ানুল কোরআনের বাংলা অনুবাদ)

সুরা আন নাহল রুকু;-৯ আয়াত;-৬৬-৭০

৬৬/وَإِنَّ لَكُمْ فِي الأَنْعَامِ لَعِبْرَةً نُّسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَّبَنًا خَالِصًا سَآئِغًا لِلشَّارِبِينَ

অর্থ;-গৃহ পালিত চতুষ্পদ জন্তুর মধ্যে নিশ্চয় তোমাদের জন্য শিক্ষনীয় বিষয় রয়েছে৷ তাদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্যস্থল হতে খাঁটি দুধ পান করাই যা পানকারীদের জন্য সুস্বাদু৷

# সৃষ্টিকে অবলোকন কর আর স্রষ্টাকে অনুধাবন কর৷ এ আয়াতটি তারই আবেদন জানায়৷ গৃহ পালিত চার পেয়ে জন্তু যেমন গরু, মহীশ, ছাগল, ভেঁড়া, উট প্রভৃতি পেটে গোবর ও রক্তই থাকে৷ কিন্তু মহান প্রভু এ দুয়েরই মধ্য থেকে মানুষের জন্য পরিষ্কার সুস্বাদু উপাদেয় দুধের সৃষ্টি করেন, অথচ ঐ জন্তুর পেট কাটলে গোবর ও রক্তই পাওয়া যায় দুধ পাওয়া যায়না৷ এই প্রসঙ্গে বলা যেতে পারে মানব সন্তান ভুমিষ্ট হওয়ার সাথেই মায়ের স্তনে তার উপাদেয় খাদ্যের যোগান দিয়ে দেন৷ এ সবের মাঝেই রয়েছে চিন্তাশীলদের জন্য নিদর্শন৷

৬৭/وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِّقَوْمٍ يَعْقِلُونَ

অর্থ;-আর খেজুর ফল ও আঙ্গুর থেকে তোমরা মাদক দ্রব্য ও উত্তম খাদ্য প্রস্তুত করে থাক৷ অবশ্যই এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে৷

৬৮/وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ

অর্থ;-আপনার রব মৌমাছিকে আদেশ দিলেন; পর্বত গাত্রে, বৃক্ষে এবং মানুষের বাস গৃহে ঘর বানিয়ে নাও৷

৬৯/ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلاً يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاء لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

অর্থ;-তারপর প্রত্যেক ফল থেকে চুষে নাও (খাও) এবং আপন পালন কর্তার উন্মুক্ত পথ সমুহে চলা চল কর৷ তার পেট থেকে নির্গত হয় নানা রংঙের পানীয় যাতে মানুষের জন্য রোগের প্রতিকার রয়েছে৷ নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে৷

# এ আয়াতে ‘ওহী’ শব্দ এসেছে যার অর্থ আদেশ৷ মৌমাছিরা আল্লাহর নির্দেশ মত বিভিন্ন জায়গায় তাদের বাসা বা চাক বানায়৷ আল্লাহর উন্মুক্ত পথ বলতে ফাঁকা খোলা মেলা পথ, যেখানে কোন বাধানেই এবং তা শূণ্যে৷ বিভিন্ন ফল ও ফুল হতে এমন কিছু জিনিষ আহোরণ করে যা মধুরূপে তাদের চাকে সঞ্চিত হয়৷ তাদের আহোরিত উপাদানে রয়েছে ঐসব খাদ্যের গগুনাগুনের নির্যাস যা মানুষের বিভিন্ন রোগের প্রতিকার করে৷ অথচ কত কীট পতঙ্গই না ঐ সব ফুল ফলে বসে তারা এমন মধু বানাবার ক্ষমতা রাখেনা৷ অতএব মৌমাছির উদরে এমন এক জন্ত্র রয়েছে যা ফুল ও ফলের রস থেকে এমন উপকারী মধু বানাতে পারে৷ তাই অবশ্যই এতে গবেষকদের জন্য নিদর্শন রয়েছে৷

৭০/وَاللّهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفَّاكُمْ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْ لاَ يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْئًا إِنَّ اللّهَ عَلِيمٌ قَدِيرٌ

অর্থ;-আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তারপর তিনিই তোমাদের মৃত্যু দান করবেন এবং তোমাদের মধ্যে কতককে জরাগ্রস্থ অকর্মন্য বয়সে উপনিত করা হবে ফলে যা সে জানতো সে সম্পর্কে অজ্ঞ হয়ে যাবে৷ নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ সর্বশক্তিমান৷

# আল্লাহই মানুষকে সৃষ্টি করেন ও তাদের মৃত্যুও তিনিই নির্ধারণ করেন৷ অবশ্যই সকলে একই বয়সে বা একই উপায়ে মৃত্যুবরণ করে না৷ কাউকে বা এমন বয়সে নিয়ে যান যখন তার স্মৃতি ভ্রংশ ঘটে, অনেকে অবোধ শিশুর মত আচরণ করে, অতীত স্মৃতি মুছে যায়৷ অনেক বড় বড় জ্ঞানী ব্যাক্তি দেরও এমন হতে দেখা যায়৷ এ সমস্ত আল্লাহরই নিয়ন্ত্রনাধীন৷ তিনিই সর্বশক্তমান৷

বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373480
২৯ জুন ২০১৬ সকাল ০৮:৪২
নাবিক লিখেছেন : ভালো লাগলো Rose
২৯ জুন ২০১৬ সকাল ০৯:২৩
310002
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ আপনাকে।Good Luck Good Luck Good Luck
373482
২৯ জুন ২০১৬ সকাল ০৯:১২
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : মুসলমানরা এখন এসবে আল্লাহর মাহাত্ব্য খুজেঁনা ! তারা খুজে কোথায় কোন গাছে একটু হেলান আছে, কোথায় মোচাক দেখতে আল্লাহ লিখার মত ইত্যাদি ।
া অনেক ভালো লাগলো ।
২৯ জুন ২০১৬ সকাল ০৯:২৪
310003
শেখের পোলা লিখেছেন : আপনাকে আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ।Good Luck Good Luck Good Luck
373501
২৯ জুন ২০১৬ দুপুর ০১:৪১
কুয়েত থেকে লিখেছেন : السلام عليكم ورحمةالله وبركاته ماشاءالله جزاك الله خيرا লেখাটি অনেক ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ
২৯ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
310017
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১৫ আগস্ট ২০১৬ সকাল ১০:১২
312006
কুয়েত থেকে লিখেছেন : مرحبا بكم بارك الله فيك وجزاك الله خيرا وشكرا لك يا أخي الكريم Good Luck Good Luck
373543
২৯ জুন ২০১৬ রাত ১১:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। তবুও কেন আমরা গাফিল!
৩০ জুন ২০১৬ রাত ০৩:৪৪
310025
শেখের পোলা লিখেছেন : এখানেই আমাদের ব্যর্থতা আর শয়তানের বিজয়। ধনবাদ।
373633
৩০ জুন ২০১৬ দুপুর ০৩:৫৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কুরআন যে বিজ্ঞানময় তা আমাদের কী সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে! এ আয়াতগুলোতে প্রাণিবিদ্যা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সপ্তাহে ১ টি করে পোস্ট করবেন, অন্তত:। জাযাকাল্লাহ!
৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
310121
শেখের পোলা লিখেছেন : দৈনিক এক রুকুর পোষ্ট দিতে পারি ইনশাআল্লাহ। পাঠকদের উপস্থিতি নিয়মিত নয় তাই অনুরোধের বোঝা বাড়লে আল্লাহর কালাম এড়িয়ে যাবার ভয়ে দেরী করে পোষ্ট দেই। ধন্যবাদ।
377640
১৭ সেপ্টেম্বর ২০১৬ রাত ১১:৫১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অনেক ধন্যবাদ
১৮ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
313005
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। সামনের মাসে দেখা করতে চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File