@@ গৃহ পালিত চতুষ্পদ জন্তুর মধ্যে নিশ্চয় তোমাদের জন্য শিক্ষনীয় বিষয় রয়েছে৷ @@
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৯ জুন, ২০১৬, ০৮:৩৫:৩৬ সকাল
(উর্দু বয়ানুল কোরআনের বাংলা অনুবাদ)
সুরা আন নাহল রুকু;-৯ আয়াত;-৬৬-৭০
৬৬/وَإِنَّ لَكُمْ فِي الأَنْعَامِ لَعِبْرَةً نُّسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَّبَنًا خَالِصًا سَآئِغًا لِلشَّارِبِينَ
অর্থ;-গৃহ পালিত চতুষ্পদ জন্তুর মধ্যে নিশ্চয় তোমাদের জন্য শিক্ষনীয় বিষয় রয়েছে৷ তাদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্যস্থল হতে খাঁটি দুধ পান করাই যা পানকারীদের জন্য সুস্বাদু৷
# সৃষ্টিকে অবলোকন কর আর স্রষ্টাকে অনুধাবন কর৷ এ আয়াতটি তারই আবেদন জানায়৷ গৃহ পালিত চার পেয়ে জন্তু যেমন গরু, মহীশ, ছাগল, ভেঁড়া, উট প্রভৃতি পেটে গোবর ও রক্তই থাকে৷ কিন্তু মহান প্রভু এ দুয়েরই মধ্য থেকে মানুষের জন্য পরিষ্কার সুস্বাদু উপাদেয় দুধের সৃষ্টি করেন, অথচ ঐ জন্তুর পেট কাটলে গোবর ও রক্তই পাওয়া যায় দুধ পাওয়া যায়না৷ এই প্রসঙ্গে বলা যেতে পারে মানব সন্তান ভুমিষ্ট হওয়ার সাথেই মায়ের স্তনে তার উপাদেয় খাদ্যের যোগান দিয়ে দেন৷ এ সবের মাঝেই রয়েছে চিন্তাশীলদের জন্য নিদর্শন৷
৬৭/وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِّقَوْمٍ يَعْقِلُونَ
অর্থ;-আর খেজুর ফল ও আঙ্গুর থেকে তোমরা মাদক দ্রব্য ও উত্তম খাদ্য প্রস্তুত করে থাক৷ অবশ্যই এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে৷
৬৮/وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
অর্থ;-আপনার রব মৌমাছিকে আদেশ দিলেন; পর্বত গাত্রে, বৃক্ষে এবং মানুষের বাস গৃহে ঘর বানিয়ে নাও৷
৬৯/ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلاً يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاء لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
অর্থ;-তারপর প্রত্যেক ফল থেকে চুষে নাও (খাও) এবং আপন পালন কর্তার উন্মুক্ত পথ সমুহে চলা চল কর৷ তার পেট থেকে নির্গত হয় নানা রংঙের পানীয় যাতে মানুষের জন্য রোগের প্রতিকার রয়েছে৷ নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে৷
# এ আয়াতে ‘ওহী’ শব্দ এসেছে যার অর্থ আদেশ৷ মৌমাছিরা আল্লাহর নির্দেশ মত বিভিন্ন জায়গায় তাদের বাসা বা চাক বানায়৷ আল্লাহর উন্মুক্ত পথ বলতে ফাঁকা খোলা মেলা পথ, যেখানে কোন বাধানেই এবং তা শূণ্যে৷ বিভিন্ন ফল ও ফুল হতে এমন কিছু জিনিষ আহোরণ করে যা মধুরূপে তাদের চাকে সঞ্চিত হয়৷ তাদের আহোরিত উপাদানে রয়েছে ঐসব খাদ্যের গগুনাগুনের নির্যাস যা মানুষের বিভিন্ন রোগের প্রতিকার করে৷ অথচ কত কীট পতঙ্গই না ঐ সব ফুল ফলে বসে তারা এমন মধু বানাবার ক্ষমতা রাখেনা৷ অতএব মৌমাছির উদরে এমন এক জন্ত্র রয়েছে যা ফুল ও ফলের রস থেকে এমন উপকারী মধু বানাতে পারে৷ তাই অবশ্যই এতে গবেষকদের জন্য নিদর্শন রয়েছে৷
৭০/وَاللّهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفَّاكُمْ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْ لاَ يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْئًا إِنَّ اللّهَ عَلِيمٌ قَدِيرٌ
অর্থ;-আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তারপর তিনিই তোমাদের মৃত্যু দান করবেন এবং তোমাদের মধ্যে কতককে জরাগ্রস্থ অকর্মন্য বয়সে উপনিত করা হবে ফলে যা সে জানতো সে সম্পর্কে অজ্ঞ হয়ে যাবে৷ নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ সর্বশক্তিমান৷
# আল্লাহই মানুষকে সৃষ্টি করেন ও তাদের মৃত্যুও তিনিই নির্ধারণ করেন৷ অবশ্যই সকলে একই বয়সে বা একই উপায়ে মৃত্যুবরণ করে না৷ কাউকে বা এমন বয়সে নিয়ে যান যখন তার স্মৃতি ভ্রংশ ঘটে, অনেকে অবোধ শিশুর মত আচরণ করে, অতীত স্মৃতি মুছে যায়৷ অনেক বড় বড় জ্ঞানী ব্যাক্তি দেরও এমন হতে দেখা যায়৷ এ সমস্ত আল্লাহরই নিয়ন্ত্রনাধীন৷ তিনিই সর্বশক্তমান৷
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
া অনেক ভালো লাগলো ।
মন্তব্য করতে লগইন করুন