??????// TO WHOM IT MAY CONCERN\\?????
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৭ মে, ২০১৬, ০৮:২৫:৪৯ রাত
শ্রদ্ধেয়, স্নেহাস্পদ ব্লগার গণ, বিনয়ের সাথে জানাই যে, বেশ কদিন যাবৎ আমার ল্যাপটপে নোটিফিকেশণ কলামটি আসছে না। তাই পড়ার আহ্বান, মন্তব্য, প্রতি মন্তব্য কিছুই জানতে পারছি না। ফলে আমি করও আহবানে সাড়াদিতে অপারগ। আমার লেখায় আপনাদের মন্তব্যগুলি আমার পাতায় গিয়ে আবিষ্কার করছি।
সাথে বিজ্ঞাপনের ছবিগুলিও ভিষণ অ সুবিধা ঘটাচ্ছে। প্রতিকার জানা থাকলে জানিয়ে বাধিত করবেন। আর যদি মডু মামুদের কাছে সমাধান থাকে তাদেরও অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।
বিষয়: বিবিধ
৯৪০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই এড্রেসে চেষ্টা করুন।
তাতেও যদি না হয়, যেকোনো একটা ওপেন করে হাতের বাম পাশে হোমে ক্লিক করুন, আশা করি নোটিফিকেশন পাবেন।
যতবার ব্লগে ঢুকবেন, ততবারই যেকোনো পোস্ট ওপেন করে হোমে ক্লিক করবেন।
কতটুকু অগ্রগতি হলো, নিশ্চয় জানাবেন
অতঃপর নিছের দেখানো আইকনে ক্লিক করুন,
সব ধরনের এ্যড বন্ধ হয়ে যাবে।
এই সমস্যা গুলোতে আমি ও পড়ে আছি,
আমি ভেবেছিলাম, আমি নতুন বলে হয় তো শুধু আমার সাথে ই এমন করে,
কিন্তু এখন দেখতেছি, অনেকে ই ভূক্তভুগি
মন্তব্য করতে লগইন করুন