%% মানিক রতন।%%
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৬ এপ্রিল, ২০১৬, ০৩:৩২:২৯ রাত
আঁধার কুঠুরী ছেড়ে আলোর ঘরে,
ছোট্ট শিশুটি এল কোল আলো করে৷
মায়ের বেদনা যত নিমেষেই গেল,
ননীর পুতুল যবে বুকে ঠাঁই পেল৷
মিটিমিটি চোখে চায় হাত দুটি নাড়ে,
একবার তাকালেই দৃষ্টিটা কাড়ে৷
বড়বড় চোখ দুটি নাক যেন বাঁশী,
সাথে যেন নিয়ে এল আলো রাশি রাশি৷
টুকটুকে ঠোঁট দুটি, তুলতুলে গাল,
চিকন চিবুক খানি, চওড়া কপাল৷
মায়ের কোলেতে সেতো মানিক রতন,
বাবা দিল তার হাতে নামের কাঁকন৷
(নাতনীর জম্ম দিনের উপহার)
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়ছিলাম আর ভাবছিলাম,
নাতি পুতি হলো মনে হয়,
শেষে দেখলাম ধারনা মিথ্যা নয়, ;
মহান আল্লাহ আপনার নাতনী কে
ইহকাল ও পরকালে কল্যাণ দিক,
আমিন
দোয়া করি...
আপনি এত্তো সুন্দর লিখেন!!!"
আমার পোস্ট এ কমেন্ট করার জন্য ধন্যবাদ |
মন্তব্য করতে লগইন করুন