@@@ আঁধারে আলো৷@@@

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১০ এপ্রিল, ২০১৬, ০৫:১৩:৪৪ সকাল

মৃদু পায়ে ধীরে ধীরে, আঁধার আসিছে ঘিরে,

দিগন্তে বিলীন হল আলোর রেখা৷

রজনী গভীর হল, ধরনী নিকশ কালো,

কে জানে হবেকি ফের আলোর দেখা৷

লক্ষ তারার মেলা, আঁধারে করিছে খেলা৷

রাত জাগা পাখিরা করে আনাগোনা৷

দিগন্ত উজালা হল, আঁধার কিছুটা গেল,

পুবাকাশে উঁকি দিল চাঁদের কণা৷

চাঁদের সারথী হয়ে, পরীরে সঙ্গে লয়ে,

স্বপ্নের খোকারা ঘোরে অচীন দেশে৷

জ্যোসনা গিয়েছে ঝরে, ভ্রমন সাংগ করে,

ধরণী কিনারে রথ থামিল এসে৷

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365165
১০ এপ্রিল ২০১৬ সকাল ০৭:২৩
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

সকাল তো হয়ে গেল
এখন ঘুম থেকে উঠে যান Thinking Thinking Rolling on the Floor Rolling on the Floor
১০ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৪৮
302976
শেখের পোলা লিখেছেন : চলেন আমিও আসছি৷ ধন্যবাদ৷
365175
১০ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৪৯
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : চমৎকার
১০ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
303010
শেখের পোলা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ৷Good Luck
365253
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:১৯
হাফেজ আহমেদ লিখেছেন : চমৎকার।।
খুব ভলো লিখেছেন।
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৮
303015
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷
365271
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৬
আফরা লিখেছেন : চাচাজান আপনি তো দিনে দিনে পাকা কবি হয়ে যাচ্ছেন । খুব ভাল হয়েছে খুব ভাল ও লেগেছে । অনেক ধন্যবাদ চাচাজান ।
১১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
303125
শেখের পোলা লিখেছেন : এখানে অনেক কবিদের কবিতা পড়ে নিজেও চেষ্টা করি যদিবা পারি৷ তবে কবি হবার ইচ্ছে নেই, পাকাতো পরের কথা৷ শুভেচ্ছা নিও৷৷
365429
১২ এপ্রিল ২০১৬ রাত ০৩:১৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ বড় ভাই।

মাশাআল্লাহ! আপনার ভাবনা ও ছন্দ দুটোই অসাধারণ। ভীষণ ভালো লাগলো।

জাজাকাল্লাহু খাইর।
১২ এপ্রিল ২০১৬ রাত ০৩:৫৭
303158
শেখের পোলা লিখেছেন : অ আআলাইকুমুস সালাম অ রহমাতুল্লাহে অবরকাতুহু৷ শ্রদ্ধেয়া আপুু,আপনার আন্তরিক মন্তব্যে আমি চির কৃতজ্ঞ৷ ভাল থাকেন৷
365519
১২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি কিছু বুঝিনাই। মনে প্রবেশ করেছে কিন্তু মরমে প্রবেশ করতে পারেনাই। এ যে কবি ভক্তের ব্যর্থতা, কবির নয়।
১৩ এপ্রিল ২০১৬ রাত ০১:১২
303272
শেখের পোলা লিখেছেন : বুঝাতে না পারা ও লেখকের ব্যর্থতা বৈ কি! ধন্যবাদ আপনাকে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File