><>< গোপাল ভাঁড়ের গল্প৷><><
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৯ এপ্রিল, ২০১৬, ০৫:২৮:৩৪ সকাল
গোপাল ভাঁড়কে আপনারা অনেকেই চেনেন৷ সেই যে, লম্বায় কিছুটা খাট, মাথায় টাক, ভূঁড়িটা দারুন বড়৷ নবদ্বীপের মানে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের দরবারী ভাড় ছিল৷ হঠাৎ বুদ্ধি দিয়ে হাঁসির কাজ করে নয়ত মানুষ ঠকিয়ে মজা পেত৷ এখন আশা করি চিনেছেন৷ তা ভাল৷ তার স্ত্রীকে কেউ চেনেন কি? চেনেন না৷ তা বেশ৷ শুনুন তা হলে,-
একদিন গোপাল গিন্নী তার ৫/৬ বছরের ছেলেকে নিয়ে নদীতে স্নান করতে গেছে৷ সেখানে অন্যান্ন আরও কিছু অ পরিচিত মহীলারাও স্নান করতে এসেছে৷ এমনই এক মহীলা গোপালের ছেলেকে দেখিয়ে তার জা কে অনুচ্চস্বরে বলল, ‘দিদি দেখ দেখ, ঐ ছেলেটা ঠিক যেন আমাদের ননীর মত’৷ কথাটা গোপালের স্ত্রীর কানে গেল৷ আর যায় কোথা, গোপাল গিন্নী ঠাস করে ছেলের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগল, ‘তোর বাপ যে বড় সতীপনা করে বলে সে পরস্ত্রীর মুখ দেখেনা, তবে তোর মত ছেলে ওদের ঘরে হল কেমন করে?’ মহীলা দু জন থ হয়ে গেল৷ লজ্জ্বায় তাদের মুখ লাল হয়ে গেল৷
কি বুঝলেন? গোপালের স্ত্রীকে এবার চিনলেন তো!
বিষয়: বিবিধ
১২৪৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাথার উপ্রে দিয়া গেলো
এক রকম দেখার মানে যদি এই হয়, তাইলে তো সারে সর্বনাশ
ঐধরনের ভাঁড় বর্তমানেও আছে, তবে ভাঁড়ামিতে নয়, চামচামি আর দূর্নীতিতে।
মন্তব্য করতে লগইন করুন