@@@@@ ???/ আর্তনাদ \???@@@@@

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৫ মার্চ, ২০১৬, ০৭:১৯:৪০ সকাল

চোখের আড়ালে কত না তনু দিচ্ছে নিত্য বলীদান,

রাখেনা হিসাব কেউ, না হয় তার কোন পরিসংখ্যান৷

মনুষত্বহীন মানুষ কি অহরহ সর্বত্র করে বিচরণ?

কে দেবে জবাব তার যদি কভু জিজ্ঞাসে জনগণ৷

কোথায় আমার স্বদেশপ্রেমিক লড়াকু সেনারা যত,

তোদের মা-বোনেরে হায়েনা শকুন করে ক্ষতবিক্ষত৷

রক্তে তোদেরকি জ্বলেনা আগুন, চোখেকি রয়েছে ঠুলি?

দোহাই তোদের ঘুমাসনা আর, চেয়ে দ্যাখ দু চক্ষুমেলি৷

রক্ষক আজ ভক্ষক বটে, বিচারের বাণী নীরবে কাঁদে,

বত্রিশ কোটি ছানি পড়া চোখ বন্দী গোলকধাঁধার ফাঁদে৷

নাই প্রতিকার, চাই প্রতিরোধ, 'রোকো' জালেমের হাত খানি,

ঐতিহ্যবাহী এ জাতির ললাটে যারা দিতেছে কালীমা টানি৷

টরোণ্ট/২৪/০৩/’১৬

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363544
২৫ মার্চ ২০১৬ সকাল ০৭:৩৯
তট রেখা লিখেছেন : খুব ভালো লাগলো। ধন্যবাদ।
২৫ মার্চ ২০১৬ সকাল ০৯:২২
301401
শেখের পোলা লিখেছেন : ভাল লাগায় প্রীত হলাম, ধন্যবাদ৷
363557
২৫ মার্চ ২০১৬ সকাল ১১:৫৪
আফরা লিখেছেন : অনেক ভাল লাগল ধন্যবাদ চাচাজান ।
২৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
301419
শেখের পোলা লিখেছেন : শুভেচ্ছা নিও৷ ভাল থাকো৷
363560
২৫ মার্চ ২০১৬ দুপুর ১২:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দেশের সুশীল,কুশীল সবাই অনুুভূতিহীন যেন জড় পদার্থ।
আপনার তীব্র প্রতিবাদের সাথে কন্ঠ মিলিয়ে বিচারের বায়বীয় দাবি জানাচ্ছি।
২৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
301420
শেখের পোলা লিখেছেন : '-মনের আগুন দ্বিগুন হইল জ্বলিয়া পুড়িয়া কি হবে নালিশ করিয়া?'
ধন্যবাদ আপনাকে৷
363562
২৫ মার্চ ২০১৬ দুপুর ১২:২৮
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ চাচা ভাই
২৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
301421
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাতিজা৷
363598
২৫ মার্চ ২০১৬ রাত ০৯:০৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমরা জাগিনা, জাগিয়াও প্রতিকার পাইনা। তবে কেউ কেউ জাগে, সেখানেও নিজের স্বার্থ থাকে।

ধন্যবাদ, কবিতাটি দারুণ মেসেজ বহন করছে
২৬ মার্চ ২০১৬ রাত ১২:৪০
301454
শেখের পোলা লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ৷
363634
২৬ মার্চ ২০১৬ সকাল ০৮:৩৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : [q] সম্মানিত ব্লগার শেখের পোলা (তিনি সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য লিখবেন)[/q
লেখাটা আজ দুপুরের আগেই পোস্ট করুন প্লিজ!!!!!
২৬ মার্চ ২০১৬ সকাল ০৯:০০
301456
শেখের পোলা লিখেছেন : গাজী ভাই, আপনার অনুরোধে তা পোষ্ট করে দিলাম৷ ইচ্ছা ছিল উদ্বোধনী লেখা পোষ্ট হলেই প্রথমে পোষ্ট করব৷ এখনতো আগেই দিলাম৷ জানিনা কি ভাবে সেট করবেন৷ ধন্যবাদ৷
২৬ মার্চ ২০১৬ সকাল ০৯:০৯
301457
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিও আপনার টা যোগ করে পোস্ট করে দিয়েছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File