-হে আমার রব, আপনিতো জানেন, যাকিছু আমরা গোপন করি আর যাকিছু আমরা প্রকাশ করি৷

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৬ মার্চ, ২০১৬, ০৮:১২:০৮ রাত

(উর্দু বয়ানুল কোরআনের ধারাবাহিক বাংলা অনুবাদ)

সুরা ইব্রাহীম রুকু;-৬ আয়াত;-৩৫-৪১

৩৫/وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَـذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الأَصْنَامَ

অর্থ;-আর যখন ইব্রাহীম বললেন, হে পালনকর্তা, এ শহর কে নিরাপত্তাময় করেদিন, এবং আমাকে ও আমার সন্তান সন্ততি কে মূর্তীপূঁজা থেকে দূরে রাখুন৷

৩৬/رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ فَمَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ

অর্থ;-হে পালনকর্তা, এরা অনেক মানুষকে বিপথগামী করেছে, অতএব যে আমার অনুসরণ করে সে আমার এবং যে আমাকে অমান্য করবে নিশ্চয় আপনি ক্ষমাশীল পরম দয়ালু৷

# সুরা বাক্বারার ১৫ রুকুতে ইব্রাহীম আঃ এর এমন প্রার্থনার কথা আমরা পড়ে এসেছি৷ হজরত ইব্রাহীম আঃ নরম অন্তরের মানুষ ছিলেন৷ নিজে শির্কমুক্ত হয়ে একনিষ্ঠ মুসলীম হয়েছিলেন৷ অন্যকেও তাঁরমত মুসলীম হওয়ার আহবান জানিয়েছিলেন, যারা তাঁর অনুসরণ করেছিলেন তাদের জন্য আল্লাহর কাছে দোওয়া চাইলেন আর যারা তাঁর অনুসরণ না করে মুশরিকই রয়ে গিয়েছিল তাদের মাগফেরাতের জন্য আল্লাহর মর্জীর উপর ছেড়ে দিলেন বরং মাগফেরাতের দিকেই জোর দিলেন৷ কেয়ামতের দিন হজরত ইশা আঃও ঠিক এমনই করবেন৷ কেউ শাস্তি পাক এটা তাঁদের কামনার বাইরে৷

৩৭/رَّبَّنَا إِنِّي أَسْكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِندَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُواْ الصَّلاَةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

অর্থ;-হে আমাদের রব, আমি আমার নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে, চাষ আবাদ হীন উপত্যাকায় আবাদ করেছি৷ হে আমার রব, যেন তারা নামাজ কায়েম করে৷ অতঃপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং ফলফলাদী দ্বারা তাদেরকে রুজি দান করুন, যাতে তারা শোকর করে৷

# এতক্ষন তিনি একাই আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন৷ এ আয়াতে ‘রব্বানা’ বলা হয়েছে, তাই এ প্রার্থনায় হজরত ইসমাঈলের অন্তরভূর্ভূক্তী ধারণা করা যেতে পারে৷ হজরত ইসমাঈলকেই তিনি পবিত্র ক্বাবার কাছেই যেখানে কোন চাষাবাদ হত না এমন উপত্যকায় প্রতিষ্ঠা করেছিলেন৷ এ সময় ক্বাবার বুনিয়াদ ছাড়া আর কিছুই ছিলনা যা হজরত আদম আঃ এর নির্মিত ক্বাবার অবশিষ্টাংশ৷

৩৮/رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء

অর্থ;-হে আমার রব, আপনিতো জানেন, যাকিছু আমরা গোপন করি আর যাকিছু আমরা প্রকাশ করি৷ আল্লাহর কাছে পৃথিবীর ও আকাশের কিছুই গোপন থাকেনা৷

৩৯/الْحَمْدُ لِلّهِ الَّذِي وَهَبَ لِي عَلَى الْكِبَرِ إِسْمَاعِيلَ وَإِسْحَقَ إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاء

অর্থ;-সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার বার্দ্ধক্য সত্বেও ইসমাঈল ও ইসহাক কে দান করেছেন৷ নিশ্চয় আমার রব প্রার্থনা শুনে থাকেন৷

# হজরত ইব্রাহীম আঃ এর বয়স যখন সাতাশী বৎসর, সেই বৃদ্ধ বয়সে আল্লাহ তাঁর মনের আশা পূরণ করে হজরত ইসমাঈল আঃ কে পুত্ররূপে দান করেন, তারও কয়েক বৎসর পর দ্বতীয় পুত্র হজরত ইসহাক আঃ এর জন্ম হয়৷

৪০/رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء

অর্থ;-হে পরওয়ার দিগার, আমাকে নামাজ কায়েমকারী করুন, আমার বংশধরদের মধ্য থেকেও৷ হে আমাদের রব, আমাদের দোওয়া কবুল করুন৷



৪১/رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

অর্থ;-হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতা এবং সকল মুমিনদিগকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে৷

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362682
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:২০
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম। মহান আল্লাহ আমাদের কে সকল প্রকাশ্য এবং গোপন পাপ থেকে রক্ষা করুন। আমিন
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:৪৩
300562
শেখের পোলা লিখেছেন : আমিন৷ সাথে থাকার জন্য ধন্যবাদ৷
362685
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:৩০
আফরা লিখেছেন : হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতা এবং সকল মুমিনদিগকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে৷ আমীন ।

জাজাকাল্লাহ খায়ের চাচাজান ।
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:৪৪
300563
শেখের পোলা লিখেছেন : মামনীর জন্য প্রাণভরা শুভেচ্ছা রইল৷
362690
১৬ মার্চ ২০১৬ রাত ০৯:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। প্রথম খন্ড প্রকাশনার কি অবস্থা?
১৭ মার্চ ২০১৬ রাত ০৪:০৭
300595
শেখের পোলা লিখেছেন : খান প্রকাশনীতে দু বছর ধরে অপেক্ষা করছে৷ আশাকরি খান সাহেব এবার হাত লাগাবেন৷ ধন্যবাদ৷
362695
১৬ মার্চ ২০১৬ রাত ১০:১৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য
১৭ মার্চ ২০১৬ রাত ০৪:০৮
300596
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
362701
১৭ মার্চ ২০১৬ রাত ০১:৪৬
দ্য স্লেভ লিখেছেন : হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতা এবং সকল মুমিনদিগকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে৷ আমীন ।
১৭ মার্চ ২০১৬ রাত ০৪:০৯
300597
শেখের পোলা লিখেছেন : আমিন সুম্মা আমিন৷ধন্যবাদ৷
362705
১৭ মার্চ ২০১৬ রাত ০৩:৪৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ বড় ভাইয়া। মহান রব আমাদের সর্বপ্রকার বড় ও ছোট গুনাহসমূহ ক্ষমা করুণ আমীন।

গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
১৭ মার্চ ২০১৬ রাত ০৪:১০
300598
শেখের পোলা লিখেছেন : অ আলাইকুমুস সালাম অরহমাতুল্লাহ৷ আমিন৷ আল্লাহ আমাদের ক্ষমা করুন৷ ধন্যবাদ
362712
১৭ মার্চ ২০১৬ সকাল ১০:০৮
এ,এস,ওসমান লিখেছেন : হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতা এবং সকল মুমিনদিগকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে৷
আমিন।
জাজাকাল্লাহু খাইরন।
১৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
300682
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আপনাকে অনেক ধন্যবাদ৷
362742
১৭ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : বন্ধা নারী, যারা সন্তান হয়না দেখে দরবাজ, ফকীরদের দরবারে দৌড়াতে দৌড়াতে হয়রান, তাদের জন্য হজরত ইবরাহীম এবং জাকারিয়া (আHappy এর বৃদ্ধ বয়সে সন্তান লাভের ঘটনাতে রয়েছে উত্তম শিক্ষা, হতাশার মাঝে আশা।

জাযাকাল্লাহু খাইর।
১৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
300684
শেখের পোলা লিখেছেন : আল্লাহ উপর আস্থা না থাকলেই মানুষ অন্যের কাছে হাত পেতে শির্কে জড়িয়ে পড়ে৷ আর ঐ দরবেশ বা পীররা জানা মানা করে না৷ ধন্যবাদ আপনাকে৷
363215
২১ মার্চ ২০১৬ রাত ১১:৩৪
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ মার্চ ২০১৬ রাত ১১:৪০
301105
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File