%%%% কানামামা %%%%
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৭ মার্চ, ২০১৬, ১২:৫৬:২০ রাত
গহীন সাগরে ভাঁসিয়েছিলাম নাও অধিক সুখের তরে,
কিনারা কোথায় পেলামনা খুঁজে সারাটি জীবন ভরে৷
সুখের ঘাটতি পড়েনি কভু তবুও না জানি কিসের টানে,
হাল হারা নাও চলিয়াছে ভেঁসে জীওন কাঠির সন্ধানে৷
ছেঁড়া পাল ওড়ে পৎপৎ করে, বাতাস তো বাধেনা তায়,
স্রোতের টানে ভাঁসিয়া চলেছি, গন্তব্য কোথায় জানিনা হায়৷
যোগ্যতা মোদের তলানীতে ছিল, ছিল লাভ ও লোভের আশা,
অথৈ সাগরে ধরেছিনু পাড়ি পাথেয় মাত্র গাল ভরা ভাষা৷
ভাষার তফাতে ভায়েরে মেরেছি মোরা, কাঁপেনি মোদের হাত,
এক বুক পানি কচুড়ি পানার তলে কেটেছে কতনা রাত৷
কত মা বাবার জীবন গিয়েছে, কত বোনের গিয়েছে হায়া,
ভিটে বাড়ি পুড়ে বিরাণ হয়েছে, ছেড়েছি মাতৃভূমীর মায়া৷
কত ভাই মোর লড়াই করেছে, কতনা জীবন দিয়েছে রণে,
কত ভাই মোর পঙ্গু হয়েছে লড়ে যেতে সেই হায়েনার সনে৷
অবশেষে এল বিজয়ের দিন, উল্লাসে মাতিয়া উঠিল দেশ,
মুখে এল ভাষা অন্তরে আশা, অপশাসনের হল বুঝি শেষ৷
বিরোহীরা জাগে বিনিদ্র রজনী, এল বুঝি রঙিন প্রভাত,
শেষ হয়ে যাবে যত হানাহানি, শেষ হবে যত সংঘাত৷
কিন্তু একি! স্বপ্ন-প্রাসাদ চুরমার করে নতুন প্রভাত এল,
মানবতা আর শত প্রতিজ্ঞার জীবন্ত সমাধী রচিত হল৷
জমাট বাঁধা লাখো শহীদের রক্ত যা সবুজ জমিনে পড়ে,
কানামামা, অর্জন খানি পতাকা হয়ে মৃত শ্মশানে ওড়ে৷
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাগর সেঁচে মুক্তো আনার মতোই অমূল্য প্রতিটি শব্দের গাঁথুনিতে কবিতার প্রকাশ!
মন ছুঁয়ে গেলো আলহামদুলিল্লাহ!
শেখ ভাই, যা বললেন না, পড়ে ইর্ষায় গা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। শেখের পোলা শেখ, বাপকা বেটা।
কত বঞ্চনার মিথ্যে খতিয়ান দেখিয়ে হাজারও প্রতিজ্ঞার প্রলোভন আর প্রাপ্তি এক খানা লাল সবুজ কাপড়, যা কাফনেরও অযোগ্য৷ ধন্যবাদ৷ ভাল থাকেন৷
মন্তব্য করতে লগইন করুন