************* অন্বেষণ*************

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৩২:৫০ সকাল



মাথায় জটা, গেরুয়া বসন, গলায় ঝুলিয়ে ক্রুশ,

বিধাতার খোঁজে ক্ষয়িছ জীবন হারিয়ে ফেলেছ হুঁশ৷

পাষাণের আগে ঠেকিয়ে মাথা, তসবীর দানা গুনে,

হয়েছেকি কভু সাক্ষাৎ তব! সেই বিধাতার সনে?

হ্যামেলিনের বংশীবাদক বাঁশীতে তুলিয়া মহোণী সূর,

ভুল পথে টানিয়া এনেছে তোমায়, এসেছ অনেক দূর৷

আর দেরী নয় থমকে দাঁড়াও, সময় হয়েছে ফেরার,

শোন নি সে বাণী! নির্দেশিল ‘পড়’ দ্বারপ্রান্তে হেরার!

সূচণা হইল ঐশী বাণীর নবুয়ত হইল জাহির,

আমিনা তনয়, আখেরী রসুল হলেন গুহার বাহির৷

বক্ষে ধরিয়া সে বাণী, তারই নির্মল আলোক ছটায়,

আঁধার ঘুঁচালো, আলোক আনিলো পঙ্কীল এ ধরায়৷

কোথায় স্বর্গ, কোথায় নরক, কোথায় মালিক রয়,

শেখালেন তিনি, আরও দিলেন বিধাতার পরিচয়৷

বিশ্ব সৃজন করিয়া তিনি হলেন আরশে আসীন,

তাঁরই ইবাদত তরে বানালেন তিনি ইনসান ও জ্বীন৷

বন বনাণী তরুলতা বৃক্ষ নদী সাগর ও পাহাড়,

দিবা নীশি অনাদি অনন্ত বন্দনা করিছে তাহার৷

তিনিই প্রভু তিনিই মালিক মহীয়ান গরিয়ান,

তিনিই মোদের আল্লাহ তায়ালা, রহীম রহমান৷

পেতে যদি চাও দর্শণ তার কোরআনের পথ ধরো,

আখেরী নবীর অমিয় বচন হৃদয়ে ধারণ করো৷

বিষয়: বিবিধ

২১৭৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360003
২০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৩৯
কাহাফ লিখেছেন : অন্ত্যন্ত কাব্যিক ছন্দময়তায় ইসলাম পুর্ব জীবন,নবী সা: আগমন,মহান রবের পরিচয় এবং ইসলামের যথার্থতা সুন্দর ভাবে ফুটিয়ে তুললেন মুহতারাম!
জাযাকুমুল্লাহু খাইর জানাচ্ছি!!
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:০৩
298413
শেখের পোলা লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ আমার কোন কৃতৃত্ব নেই ভাই৷ আমি কলম ধরেছি উপর ওয়ালা লিখিয়েছেন৷
নূজ্ব স্কন্ধ মোর ঝুঁকিয়া পড়েছে ভারে,
অ পাত্রে এত স্তুতি সহিব কেমন করে?

360008
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫৪
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ....চাচা দেখী ব্যটিং বোলিং দুটোই দারুন করে Happy চালিয়ে যান Happy
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:০৪
298414
শেখের পোলা লিখেছেন : ময়দানে গিয়ে কিছুই পারেনা৷ ধন্যবাদ ভাতিজা৷
360010
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৩৯
আফরা লিখেছেন : খুব সুন্দর হয়েছে কবিতা চাচাজান । ছন্দের মিলের কারনে পড়তে আমার অনেক ভাল লেগেছে । অনেক ধন্যবাদ চাচাজান ।
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:০৭
298415
শেখের পোলা লিখেছেন : কবিতায় ছন্দ ছাড়া আমারও পছন্দ না৷ আমিতো কবি নই যে, যাই লিখব তা কবিতা হয়ে যাবে৷জোর দিয়েছি অমুসলীম ও মাজার পুঁজারীদের দাওয়াতে৷ শুভেচ্ছা নিও৷
360011
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৪০
বাকপ্রবাস লিখেছেন : দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ....চাচা দেখী ব্যটিং বোলিং দুটোই দারুন করে Happy চালিয়ে যান Happy
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:০৯
298416
শেখের পোলা লিখেছেন : ভাতিজা পারসিয়াল্টি করেছে৷ মাঠে নেমে চাচা কিছুই পারেনা৷ আপনাকে ধন্যবাদ৷
360018
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পড়ার সময় কই??? পির ধরাই সহজ! বাকি সময় নিশ্চিন্তে দুই নাম্বারি করা যাবে।
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১২
298417
শেখের পোলা লিখেছেন : এই পীর,পাদ্রী,বামনদেরই বাঁশী ওয়ালা বলেছি৷ যাতে সম্মোহণী ক্ষমতা আছে৷ সাধারণের জন্য এর মাঝেও রয়েছে পরীক্ষা৷ ধন্যবাদ৷
360023
২০ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ বড় ভাইয়া।

আপনার অতুলনীয় কবিতাটি অত্যন্ত হৃদয়গ্রাহী হয়েছে মাশাআল্লাহ।

যেখানে ইসলামের বিগত দিনের ইতিহাস ও দ্বীনমুখী চেতনা খুবিই চমৎকারভাবে প্রস্ফুটিত হয়েছে। যা অন্তরকে নাড়া দেয় বিশেষ এক অনুভূতিতে।

জাজাকাল্লাহু খাইর।
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১৫
298418
শেখের পোলা লিখেছেন : অ আলায়কুমুসসালাম৷ যা কিছুই হয়য়েছে তার জন্য এ গোলাম তার প্রভুর কাছেই কৃতজ্ঞ৷ দোওয়া করবেন৷ আজীবন যেন মানুষকে হেদায়েতের পথেই ডাকতে পারি৷ আমিন৷ ধন্যবাদ৷
360036
২০ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩৫
আবু জান্নাত লিখেছেন : মাশা আল্লাহ চমৎকার কবিতা লিখেছেন। জাযাকাল্লাহ খাইর
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১৬
298419
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আপনাদের মত বিজ্ঞজনদের ভাল লাগায় প্রীত হলাম৷ দোওয়া প্রার্থী৷ ধন্যবাদ৷
২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:০৯
298460
আবু জান্নাত লিখেছেন : বিজ্ঞজন বলে লজ্জা দিলেন নাতো!
360038
২০ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

অসাধারণ! গভীর অনুভূতিবোধের পরিচয় ফুটে এসেছে কবিতায়!

শুকরিয়া!
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১৮
298420
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আপনাদের ভাল লাগা অবশ্যই উৎসাহ ব্যাঞ্জক৷ দোওয়া করবেন৷ ধন্যবাদ৷
360308
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:৫৪
যুমার৫৩ লিখেছেন : ভালো লাগলো যে আপনি "হ্যামেলিন" লিখেছেন। বাংলাদেশে অনেকে ভুল করে বলে "হ্যামিলন"। Happy

আচ্ছা আল্লাহ কি "তিনি হলেন আরশে আসীন" না কি তিনি আরশের থেকে ওপরে সমুন্নত ? মানে "আসীন" বলতে তো অনেকটা আরশে "বসে থাকা" বোঝায়, তাই বলছিলাম। আরবি "ইস্তাওয়া" ক্রিয়াপদটির অর্থ [আয়াত ৭:৫৪] সহিহ ইনটারন্যাশনাল করেছে.."and then established Himself above the Throne" অ্যাবোভ শব্দটা অন (on)শব্দের মতো নয়। এটা দিয়ে "আরশে" নয় বরং "আরশ থেকে ওপরে" বোঝায়।

এমন হলে কেমন হয়ঃ
সৃজিয়া জগত ইস্তাওয়া তিনি করেন আরশ পরে
জ্বীন-ইনসান বানালেন তিনি তাঁরই ইবাদত তরে।

আমি দুঃখিত বেশি কথা বলার জন্য। আমি নিজেও জানার চেষ্টায় আছি, আমার ভুল হতে পারে।

আপনার কাব্য-প্রতিভা উঁচুমানের। ধন্যবাদ।
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:০১
298594
যুমার৫৩ লিখেছেন : * সৃজিয়া জগত ইস্তাওয়া তিনি করেন আরশ-'পরে
২৪ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:৩১
298595
শেখের পোলা লিখেছেন : প্রথমেই পরামর্শের জন্য ধন্যবাদ৷ মন্তব্য এমনই হওয়া উচিৎ৷আমি আসীন বা ইস্তাওয়া যাই বলেন তাকে উপবিষ্ট বা বসাকেই মিন করেছি৷ তিনি তার আসনে বসেই আছেন৷ যেমন যদি বলাহয় বইটি টেবিলের উপর রাখ৷ তাহলে টেবিলের ছাউনি বা পাটাতনের পরেই বোঝায়, নয়কি? টেবিলের উপরের শূন্যের ধারণা আসেনা৷ তেমনই কূরসী বা চেয়ারে বা সিংহাসনে উপবিষ্ট বলতে শূন্যের ধারণা না আসাই স্বাভাবিক৷আপনার লাইন দুটাও বে মানান হয়না৷ আর অযথাই বাড়িয়ে বলেছেন৷ আমি কবি বা লেখক নই৷ মনের খেয়ালে মাঝে মাঝে লেখার চেষ্টা করি৷ ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:০৯
298598
যুমার৫৩ লিখেছেন : ধন্যবাদ ভাই। আসলে আকীদা নিয়ে বিভিন্ন দল-উপদলের মধ্যে এতোরকম বিবাদ শুনি যে, আমার মতো অজ্ঞ লোকেরা খুব সমস্যায় পড়ে যাই। কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলে তিনি আরশে সমাসীন, কেউ বলে তিনি আরশ থেকেও ওপরে সমুন্নত। যাই হোক দোয়া করি আল্লাহ যেন ঠিকটা জানার তৌফিক দেন সবাইকে।
১০
360565
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:০৪
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দারুন কবিতা লিখেছেন অনেক ধন্যবাদ
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩৮
298851
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File