************* অন্বেষণ*************
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৩২:৫০ সকাল
মাথায় জটা, গেরুয়া বসন, গলায় ঝুলিয়ে ক্রুশ,
বিধাতার খোঁজে ক্ষয়িছ জীবন হারিয়ে ফেলেছ হুঁশ৷
পাষাণের আগে ঠেকিয়ে মাথা, তসবীর দানা গুনে,
হয়েছেকি কভু সাক্ষাৎ তব! সেই বিধাতার সনে?
হ্যামেলিনের বংশীবাদক বাঁশীতে তুলিয়া মহোণী সূর,
ভুল পথে টানিয়া এনেছে তোমায়, এসেছ অনেক দূর৷
আর দেরী নয় থমকে দাঁড়াও, সময় হয়েছে ফেরার,
শোন নি সে বাণী! নির্দেশিল ‘পড়’ দ্বারপ্রান্তে হেরার!
সূচণা হইল ঐশী বাণীর নবুয়ত হইল জাহির,
আমিনা তনয়, আখেরী রসুল হলেন গুহার বাহির৷
বক্ষে ধরিয়া সে বাণী, তারই নির্মল আলোক ছটায়,
আঁধার ঘুঁচালো, আলোক আনিলো পঙ্কীল এ ধরায়৷
কোথায় স্বর্গ, কোথায় নরক, কোথায় মালিক রয়,
শেখালেন তিনি, আরও দিলেন বিধাতার পরিচয়৷
বিশ্ব সৃজন করিয়া তিনি হলেন আরশে আসীন,
তাঁরই ইবাদত তরে বানালেন তিনি ইনসান ও জ্বীন৷
বন বনাণী তরুলতা বৃক্ষ নদী সাগর ও পাহাড়,
দিবা নীশি অনাদি অনন্ত বন্দনা করিছে তাহার৷
তিনিই প্রভু তিনিই মালিক মহীয়ান গরিয়ান,
তিনিই মোদের আল্লাহ তায়ালা, রহীম রহমান৷
পেতে যদি চাও দর্শণ তার কোরআনের পথ ধরো,
আখেরী নবীর অমিয় বচন হৃদয়ে ধারণ করো৷
বিষয়: বিবিধ
২২২১ বার পঠিত, ২৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জাযাকুমুল্লাহু খাইর জানাচ্ছি!!
নূজ্ব স্কন্ধ মোর ঝুঁকিয়া পড়েছে ভারে,
অ পাত্রে এত স্তুতি সহিব কেমন করে?
আপনার অতুলনীয় কবিতাটি অত্যন্ত হৃদয়গ্রাহী হয়েছে মাশাআল্লাহ।
যেখানে ইসলামের বিগত দিনের ইতিহাস ও দ্বীনমুখী চেতনা খুবিই চমৎকারভাবে প্রস্ফুটিত হয়েছে। যা অন্তরকে নাড়া দেয় বিশেষ এক অনুভূতিতে।
জাজাকাল্লাহু খাইর।
অসাধারণ! গভীর অনুভূতিবোধের পরিচয় ফুটে এসেছে কবিতায়!
শুকরিয়া!
আচ্ছা আল্লাহ কি "তিনি হলেন আরশে আসীন" না কি তিনি আরশের থেকে ওপরে সমুন্নত ? মানে "আসীন" বলতে তো অনেকটা আরশে "বসে থাকা" বোঝায়, তাই বলছিলাম। আরবি "ইস্তাওয়া" ক্রিয়াপদটির অর্থ [আয়াত ৭:৫৪] সহিহ ইনটারন্যাশনাল করেছে.."and then established Himself above the Throne" অ্যাবোভ শব্দটা অন (on)শব্দের মতো নয়। এটা দিয়ে "আরশে" নয় বরং "আরশ থেকে ওপরে" বোঝায়।
এমন হলে কেমন হয়ঃ
সৃজিয়া জগত ইস্তাওয়া তিনি করেন আরশ পরে
জ্বীন-ইনসান বানালেন তিনি তাঁরই ইবাদত তরে।
আমি দুঃখিত বেশি কথা বলার জন্য। আমি নিজেও জানার চেষ্টায় আছি, আমার ভুল হতে পারে।
আপনার কাব্য-প্রতিভা উঁচুমানের। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন