&&&&&&&&-[ স্মৃতিভ্রম ]-&&&&&&&&
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১১ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫৩:৫০ সন্ধ্যা
একি সেই জনপদ?
যেথা বুক পেতে দিত একে হলে অন্যের বিপদ আপদ!
যেথা ছিল সুজলা সুফলা ফষলে ভরা আঙ্গীনা ও প্রান্তর,
ছিল আনন্দ উল্লাসে মায়া মমতায় ভরা সবার অন্তর৷
ছিল ধর্ম কর্ম ছিল যথারীতি নীতি নির্ধারনী লড়াই,
ছিল স্বাচ্ছন্দ ছিল আনন্দ, ছিলনা পেশী শক্তীর বড়াই৷
ছিল মনুস্যত্ব তথ্য উপাত্ত জ্ঞানালয়ে জ্ঞানের আলোচণা,
ছিল জ্ঞানী গুণী বিজ্ঞজনের সর্বত্র যতার্থ সম্মাননা৷
মুয়াজ্জিন কন্ঠে ধ্বনিলে আজান কাঁপিয়া উঠিত পাড়া,
চারিদিক হতে যত নামাজীরা এসে নামাজে হইত খাড়া৷
একি সেই জনপদ!-
আজ হেরি সেথা নির্ভয়ে ঘোরে স্বর্প বিচ্ছু ও হিংস্র শ্বাপদ৷
সর্বত্র চোখে পড়ে সেথা শেয়াল আর হায়েনার আনাগোনা,
নামাজ গৌণ হয়েছে মুখ্য আজ পূঁজা পার্বণ শীব আরাধনা৷
চারিদিকে ওঠে কান্নার রোল হানাহানি ও আর্ত চিৎকার,
পেশী শক্তির সেথা মহড়া চলে নাহি আইনের কারবার৷
কোথা হতে কোন এল যাদুগর ছোঁয়াল যাদুর কঠি,
স্বর্ণগর্ভা জনপদ খানি জ্বলিয়াা পুড়িয়া হয়ে গেল মাটি৷
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ চাচাজান ।
স্বর্ণগর্ভা জনপদ খানি জ্বলিয়াা পুড়িয়া হয়ে গেল মাটি৷
বসন তাহার বনেছে কাফন আবরি বদন ইসলামের!
ঠিক নেই জনপদের জনগণের
ঈমানের জোর ।
সুন্দর লিখেছেন ।
মন্তব্য করতে লগইন করুন