&&&&&&&&-[ স্মৃতিভ্রম ]-&&&&&&&&

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১১ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫৩:৫০ সন্ধ্যা



একি সেই জনপদ?

যেথা বুক পেতে দিত একে হলে অন্যের বিপদ আপদ!

যেথা ছিল সুজলা সুফলা ফষলে ভরা আঙ্গীনা ও প্রান্তর,

ছিল আনন্দ উল্লাসে মায়া মমতায় ভরা সবার অন্তর৷

ছিল ধর্ম কর্ম ছিল যথারীতি নীতি নির্ধারনী লড়াই,

ছিল স্বাচ্ছন্দ ছিল আনন্দ, ছিলনা পেশী শক্তীর বড়াই৷

ছিল মনুস্যত্ব তথ্য উপাত্ত জ্ঞানালয়ে জ্ঞানের আলোচণা,

ছিল জ্ঞানী গুণী বিজ্ঞজনের সর্বত্র যতার্থ সম্মাননা৷

মুয়াজ্জিন কন্ঠে ধ্বনিলে আজান কাঁপিয়া উঠিত পাড়া,

চারিদিক হতে যত নামাজীরা এসে নামাজে হইত খাড়া৷

একি সেই জনপদ!-

আজ হেরি সেথা নির্ভয়ে ঘোরে স্বর্প বিচ্ছু ও হিংস্র শ্বাপদ৷

সর্বত্র চোখে পড়ে সেথা শেয়াল আর হায়েনার আনাগোনা,

নামাজ গৌণ হয়েছে মুখ্য আজ পূঁজা পার্বণ শীব আরাধনা৷

চারিদিকে ওঠে কান্নার রোল হানাহানি ও আর্ত চিৎকার,

পেশী শক্তির সেথা মহড়া চলে নাহি আইনের কারবার৷

কোথা হতে কোন এল যাদুগর ছোঁয়াল যাদুর কঠি,

স্বর্ণগর্ভা জনপদ খানি জ্বলিয়াা পুড়িয়া হয়ে গেল মাটি৷

বিষয়: বিবিধ

১১২১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353532
১১ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৬
আফরা লিখেছেন : চাচাজান মাটি হলে তো ভালই ছিল মাটি তো খাঁটি ,হয়ে গেল ছাই ।বেশী বুঝলাম নাতো !!

ধন্যবাদ চাচাজান ।
১১ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩১
293518
শেখের পোলা লিখেছেন : এখানে মাটি বলতে ঐ ছাইয়ের মতই কিছু বোঝানো হয়েছে৷ মাটির চাইতে ঢাকায় ছাইয়ের দামও বেশী থাকে৷ শুভেচ্ছা নিও৷
353559
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৩৯
ফুটন্ত গোলাপ লিখেছেন : কোথা হতে কোন এল যাদুগর ছোঁয়াল যাদুর কঠি,
স্বর্ণগর্ভা জনপদ খানি জ্বলিয়াা পুড়িয়া হয়ে গেল মাটি৷
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৪৫
293531
শেখের পোলা লিখেছেন : বড় দুঃখেই বলতে হয়৷ যাদের অভিজ্ঞতা নেই, যারা আগের জীবন যাত্রা দেখেনি আর বর্তমানে মেরেকেটে খাচ্ছে তাদের খারাপ লাগবে আমার কথা৷ ধন্যবাদ পড়ার জন্য৷
353568
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০১:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব দেবতার সেরা সে দেবতা যাহারে কহিছ স্বদেশ ফের
বসন তাহার বনেছে কাফন আবরি বদন ইসলামের!
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৪৪
293541
শেখের পোলা লিখেছেন : কার কবিতার লাইন জানা নাই৷ স্বদেশের গুরুত্ব আছে তবে দেবতার তুল্য কখনও নয়৷ ধন্যবাদ৷
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৮
293584
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়্যাতানিয়াত(জাতিয়তাবাদ)-ইকবাল
353582
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০২:০৬
সন্ধাতারা লিখেছেন : Salam. Very valuable and beautifully presented writing Mashallah.
১২ ডিসেম্বর ২০১৫ সকাল ০৭:৩৬
293549
শেখের পোলা লিখেছেন : অআলায়কুমুস সালাম৷ আপনাকে অশেষ ধন্যবাদ৷
353589
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৪১
আব্দুল গাফফার লিখেছেন : একাল আর সেকালের ব্যবধান রাত-দিন ।ঈমান নিয়ে কবরে যাওয়া বেশ কঠিন । আল্লাহ আমাদের মাতৃভূমিকে সমস্ত মুসলমানদেরকে হেফাযত কর । আপনাকে অনেক ধন্যবাদ
১২ ডিসেম্বর ২০১৫ সকাল ০৭:৩৭
293550
শেখের পোলা লিখেছেন : আমিন৷৷ ইমানের পরীক্ষায় পাশ করতেই হবে৷ আপনাকে ধন্যবাদ৷
353598
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:১৪
হাফেজ আহমেদ লিখেছেন : ভালো লাগল
১২ ডিসেম্বর ২০১৫ সকাল ০৭:৩৮
293551
শেখের পোলা লিখেছেন : আপনাকে স্বাগতম ও ধন্যবাদ৷সাথে থাকবেন আশাকরি৷
353617
১২ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৩৮
দূর্বল ঈমানদার লিখেছেন : জনপদ ঠিকই আছে ।
ঠিক নেই জনপদের জনগণের
ঈমানের জোর ।
সুন্দর লিখেছেন ।
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৪
293673
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ৷
353704
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫৯
আবু জান্নাত লিখেছেন : প্রতলিত পচা রাজনীতিই সব আনন্দ উল্লাস ও সামাজিক বন্ধন কেড়ে নিয়েছে।
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৬
293674
শেখের পোলা লিখেছেন : নেতার প্রতারণা আর আমাদের নির্বুদ্ধিতাও দায়ী৷ আপনাকে ধন্যবাদ৷
353712
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : জসীম উদদীনের মতো গ্রামীণ সূরে বর্তমানের চিত্র। দারুণ লিখেছেন।
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪৬
293695
শেখের পোলা লিখেছেন : 'কোথায় লিয়াকত আলি আর কোথায় জুতার কালী'৷ কি যে বলেন! পড়ার জন্য ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File