////%%// তারা বলল, যদি তোমরা মিথ্যাবাদী হও তবে তার কি শাস্তি হবে! //%%//
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪৭:৫১ সকাল
(উর্দু বয়ানুল কোরআনের ধারা বাহিক বাংলা অনুবাদ)
সুরা ইউসুফ রুকু;-৯ আয়াত;-৬৯-৭৯
পিতার নির্দেশ অনুযায়ী এগারো ভাই রসদ সংগ্রহের জন্য দ্বিতীয় বারের মত রাজ ভাণ্ডারে প্রবেশ করল৷
৬৯/وَلَمَّا دَخَلُواْ عَلَى يُوسُفَ آوَى إِلَيْهِ أَخَاهُ قَالَ إِنِّي أَنَاْ أَخُوكَ فَلاَ تَبْتَئِسْ بِمَا كَانُواْ يَعْمَلُونَ
অর্থ;-আর তারা যখন ইউসুফের কাছে পৌঁছল তখন সে আপন ভ্রাতাকে নিজের কাছে রাখল৷ বলল; নিশ্চয় আমি তোমার সহদর৷ অতএব তাদের কৃত কর্মের জন্য দুঃখ করোনা৷
# আপন ভাই বেনইয়ামিনকে চিনতে ইউসুফ আঃ এর কোন অসুবিধাই হয়নি৷ ভাইকে পেয়ে তিনি তাকে কাছে ডাকলেন ও পরিচয় দিয়ে বৈমাত্রেয় ভাইদের ব্যবহাররে দুঃখ নাকরা সহ প্রয়োজনীয় উপদেশও দিলেন৷
৭০/فَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَايَةَ فِي رَحْلِ أَخِيهِ ثُمَّ أَذَّنَ مُؤَذِّنٌ أَيَّتُهَا الْعِيرُ إِنَّكُمْ لَسَارِقُونَ
অর্থ;-তার পর ইউসুফ যখন তাদের রসদ প্রস্তুত করে দিল তখন পান পাত্র তার ভাইয়ের রসদের মধ্যে রেখে দিল৷ অতঃপর একজন ঘোষক ঘোষণা করল; ‘হে কাফেলার লোকজন, তোমরা অবশ্যই চোর’৷
৭১/قَالُواْ وَأَقْبَلُواْ عَلَيْهِم مَّاذَا تَفْقِدُونَ
অর্থ;-তারা তাদের দিকে ফিরে বলল; ‘তোমরা কি হারিয়েছ’৷
৭২/قَالُواْ نَفْقِدُ صُوَاعَ الْمَلِكِ وَلِمَن جَاء بِهِ حِمْلُ بَعِيرٍ وَأَنَاْ بِهِ زَعِيمٌ
অর্থ;-তারা বলল; ‘আমরা বাদশাহের পানপাত্র হারিয়েছি, আর যে কেউ তা এনে দেবে সে এক উটের পরিমান মাল পাবে এবং আমি এর জামিন’৷
৭৩/قَالُواْ تَاللّهِ لَقَدْ عَلِمْتُم مَّا جِئْنَا لِنُفْسِدَ فِي الأَرْضِ وَمَا كُنَّا سَارِقِينَ
অর্থ;-তারা বলল; ‘আল্লাহর কসম! তোমরা জান আমরা এ দেশে ফাসাদদ সৃষ্টি করতে আসিনি, আর আমরা চোরও নই’৷
৭৪/قَالُواْ فَمَا جَزَآؤُهُ إِن كُنتُمْ كَاذِبِينَ
অর্থ;- তারা বলল; যদি তোমরা মিথ্যাবাদী হও তবে তার কি শাস্তি হবে’!
৭৫/قَالُواْ جَزَآؤُهُ مَن وُجِدَ فِي رَحْلِهِ فَهُوَ جَزَاؤُهُ كَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ
অর্থ;-তারা বলল; ‘এর শাস্তি এই যে, যার রসদ পত্র থেকে তা পাওয়া যাবে সেই তার দণ্ড হবে৷ এ ভাবেই আমরা জালীমদের শাস্তি দিয়ে থাকি’৷
৭৬/فَبَدَأَ بِأَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَاء أَخِيهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِن وِعَاء أَخِيهِ كَذَلِكَ كِدْنَا لِيُوسُفَ مَا كَانَ لِيَأْخُذَ أَخَاهُ فِي دِينِ الْمَلِكِ إِلاَّ أَن يَشَاء اللّهُ نَرْفَعُ دَرَجَاتٍ مِّن نَّشَاء وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٌ
অর্থ;-অতঃপর ইউসুফ আপন ভাইয়ের থলের পূর্বে তাদের তল্লাশী শুরু করল৷ অবশেষে সেই পাত্র আপন ভাইয়ের থলে থেকে বার করল৷ এমনই ভাবেই আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম৷ দেশের বাদশার আইনে সে তার ভাইকে রাখতে পারত না যদি না আল্লাহ ইচ্ছা করতেন৷ আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নিত করি এবং অনেক জ্ঞানীর উপর আছে এক মহা জ্ঞানী৷
# তিনি জানতেন পানপাত্রটি (জাম) কোথায় দেওয়া হয়েছে বা আছে৷ যাতে কেউ জেনে না ফেলে তাই অন্যের বস্তা আগে তল্লাশী নিয়ে শেষে আসল বস্তা হতে মাল উদ্ধার করলেন৷
আপন ভাইকে দীর্ঘদিন পর কাছে পেয়ে বৈমাত্রেয় ভাইদের সাথে ফেরত দিতে মন চাইলনা৷ কিন্তু তিনিতো আর বাদশার আইন অমান্য করে কাউকে অভিবাসন দিতে পারেন না, তাই আল্লাহর নির্দেশ মত তাকে আসামী বানিয়ে কৌশলে কাছে রাখার ব্যবস্থা করলেন৷ আর আটক রাখার উপায়টিও তার অপর ভাইদের দ্বারায় পাশ করে নিলেন৷
৭৭/قَالُواْ إِن يَسْرِقْ فَقَدْ سَرَقَ أَخٌ لَّهُ مِن قَبْلُ فَأَسَرَّهَا يُوسُفُ فِي نَفْسِهِ وَلَمْ يُبْدِهَا لَهُمْ قَالَ أَنتُمْ شَرٌّ مَّكَانًا وَاللّهُ أَعْلَمْ بِمَا تَصِفُونَ
অর্থ;-তারা বলল; সে যদি চুরি করে থাকে তবে তার এক ভাইওতো ইতি পূর্বে চুরি করে ছিল৷ তখন ইউসুফ প্রকৃত ব্যাপার মনে গোপন রাখল এবং তাদের জানাল না৷ সে মনে মনে বলল; তোমরা লোক হিসাবে নিতান্ত মন্দ, তোরা যা বর্ণনা করছ আল্লাহ তা জ্ঞাত রয়েছেন৷
৭৮/قَالُواْ يَا أَيُّهَا الْعَزِيزُ إِنَّ لَهُ أَبًا شَيْخًا كَبِيرًا فَخُذْ أَحَدَنَا مَكَانَهُ إِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِينَ
অর্থ;-তারা বলল; হে মহাত্মন, তার পিতা আছেন৷ অতিশয় বৃদ্ধ৷ সুতরাং আপনি তার বদলে আমাদের একজনকে রেখে দিন৷ আমরাতো আপনাকে নেককারদের একজন দেখতে পাচ্ছি৷
৭৯/قَالَ مَعَاذَ اللّهِ أَن نَّأْخُذَ إِلاَّ مَن وَجَدْنَا مَتَاعَنَا عِندَهُ إِنَّـآ إِذًا لَّظَالِمُونَ
অর্থ;-সে (ইউসুফ আঃ) বলল; এমন কাজ থেকে আল্লাহ রক্ষা করুন যে, যার কাছ থেকে আমরা দ্রব্য পেয়েছি তাকে ছাড়া অন্য একজনকে গ্রেফতার করি৷ এতে অবশ্যই আমরা অন্যায়কারী হব৷
# অবস্থাদৃষ্টে তারা বেনইয়ামিনের বদলে নিজেরা কেউ থেকে যেতে চাইলে ইউসুফ আঃ বললেন; এটা আইনের পরিপন্থি৷ এমন কাজ করলে আল্লাহও ছাড়বেননা৷ অতএব এ প্রস্তাব মানা গেলনা৷
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
I checked the delivery status for the book online using the tracking system, it says they tried on 07/12/15 before 12.08
I used Royal Mail. Tracking number RN214219145GB. If you contact them they will try to deliver it again.
If you do not contact them they will return it to UK.
Thank you.
তোমাকেও আন্তরীক শুভেচ্ছা৷
মন্তব্য করতে লগইন করুন