?????// নিজে গেলে ঘোল পায়না চাকর পাঠায় ঘি এর জন্য //?????
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৪ নভেম্বর, ২০১৫, ০৩:৩২:০৬ রাত
ভিক্ষা তিনিই দেন আছে যার কিছু,
আমির ছোটেনা কভু ফকীরের পিছু৷
ভিক্ষা চাহিতে যদি হয় কারও কাছে,
চাও দাতার কাছে যার সম্পদ আছে৷
লেংটা কেমনে দেবে কাপড় তোমায়!
অন্ধ পারেকি কভু রাসতা দেখায়?
জান-মাল-সম্পদ যার অধিকারে,
আঁচল বিছাও গিয়ে তার দরবারে৷
দেবার মালিক তিনি স্রষ্টা সবার৷
সৃষ্টীর কাছে নত হইওনা আর৷
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেবার মালিক তিনি স্রষ্টা সবার৷
সৃষ্টীর কাছে নত হইওনা আর৷
ধন্যবাদ সাথে থাকার জন্য৷
-অনেক ধন্যবাদ।
সৃষ্টীর কাছে নত হইওনা আর৷
সত্যি চাচাজান কবিতা খুব বেশী সুন্দর হয়েছে ভাল ও লেগেছে । অনেক ধন্যবাদ চাচাজান ।
মন্তব্য করতে লগইন করুন