ঃঃঃঃ// নাও ছেড়ে দাও//ঃঃঃঃ

লিখেছেন লিখেছেন শেখের পোলা ৩০ জুন, ২০১৫, ০৯:৪৭:২০ সকাল

রাতের আঁধার পালিয়ে গেছে, দিনের আলো আসল ফিরে,

কিন্তু তারে যায়না দেখা, কালো মেঘে রয়েছে ঘিরে৷

ভয় করোনা মাল্লা মাঝি, নাও ছেড়ে দাও আল্লাহ নামে,

হাল ধরিও শক্ত হাতে, রাখবে নজর ডাইনে বামে৷

বাইয়া উজান ধরিও পাড়ি, বায়ুর গতি লইও চিনে,

করেছ শপথ বইবে এ ভার, বেহেশ্ত নিয়েছ বদলে কিনে৷

উথাল সাগর শান্ত পাবে, স্মরণ রেখো আল্লাহ পাকে৷

ভুল হবেনা পথটি যদি, নবীর ম্যাপটি সঙ্গে থাকে৷

দক্ষ নায়ের মাল্লা মাঝি, দীপ্ত যাদের আল ইমান,

সফলতা চুমবে কদম, জি,পি,এস যার আল কোরআন৷

বিষয়: বিবিধ

১৩৩২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328003
৩০ জুন ২০১৫ সকাল ১০:১১
টাংসু ফকীর লিখেছেন : মাশাল্লাহ
৩০ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২০
270362
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ৷৷
328035
৩০ জুন ২০১৫ বিকাল ০৫:১৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মাশাআল্লাহ বেশ সুন্দর।
৩০ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২০
270363
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷
328084
০১ জুলাই ২০১৫ রাত ১২:০৭
এ,এস,ওসমান লিখেছেন : ভয় করোনা মাল্লা মাঝি, নাও ছেড়ে দাও আল্লাহ নামে,

হাল ধরিও শক্ত হাতে, রাখবে নজর ডাইনে বামে


আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
০১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
270497
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য৷
328165
০১ জুলাই ২০১৫ দুপুর ০৩:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : সুবহানাল্লাহ।
০১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
270498
শেখের পোলা লিখেছেন : জাজাকাল্লাহ,ধন্যবাদ৷
328183
০১ জুলাই ২০১৫ বিকাল ০৪:৫৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার উদ্দীপনামূলক কাব্য।
০১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১০
270499
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ আপু৷
328443
০৩ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৯
মাজহারুল ইসলাম লিখেছেন : [b]দক্ষ নায়ের মাল্লা মাঝি, দীপ্ত যাদের আল ইমান,
সফলতা চুমবে কদম, জি,পি,এস যার আল কোরআন৷
[/b

ভালো লাগলো, জাজাকাল্লাহু খাইরান।
০৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০১
270716
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷
328506
০৪ জুলাই ২০১৫ রাত ০২:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লেগেছে আপনার কাব্যটি। আশাকরি আরো লিখবেন। ধন্যবাদ..
০৪ জুলাই ২০১৫ সকাল ০৯:০১
270775
শেখের পোলা লিখেছেন : মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File