কাব্যানুবাদে সুরা 'আত-তাকাসুর'৷
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৬ মে, ২০১৫, ০৬:৩৮:৫৮ সন্ধ্যা
কাব্যানুবাদে সুরা আত্-তাকাসুর'৷
প্রাচুর্যের লালসা খানি গাফেল করেছে তোরে,
ছাড়িয়া যাবেনা কভু, যাবত না যাস গোরে৷
বড় গর্হিত কাজ, শিঘ্রই তুমি তা জানিতে পাবে,
পুনঃ বলি শোন, শিঘ্রই তোমাকে তা জানানো হবে৷
নিশ্চিত ঘটিতনা তাহা যদি জানিতে অবশ্যম্ভাবি কালাম,
অচিরেই সাক্ষাতে দেখিতে পাবে নিশ্চিত সে জাহান্নাম৷
সততঃ প্রত্যয় হবে আপন নয়নে তাহা প্রত্যক্ষ করিবে যবে,
অবশেষে নিশ্চিত জেনো, তুমি নেয়ামত নিয়ে জিজ্ঞাসিত হবে৷
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথাযথ কাব্যানুবাদ। খুব ভালো লাগলো।
যদি মনে কিছু না করেন ‘শ’ এর চেয়ে ‘স’ ‘ث’এর অধিক কাছাকাছি। সুতরাং সে হিসেবে ‘আত্তাকাসুর’ লিখলেই ভালো হয়। মাফ করবেন।
শুরুতে বিসমিল্লাহর কাব্যানুবাদ থাকলে আরো পরিপূর্ণ হতো।
তারপরও সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ।
যেমন-
শুরু করছি নিয়ে প্রভু আল্লাহর নাম
যিনি অসীম করুণাময়, দয়ার নিধান।
দোয়া রাখবেন।
ধন্যবাদ৷
আমরা শুধু ক্বোরআন তেলাওয়াত কেই প্রাধান্য দেই সাধারণতঃ, অর্থ বুঝার প্রয়োজনীয়তা বুঝতে চাই না!
কল্যাণময়ী উপস্হাপনা এই সুরার অর্থ জানাল সুন্দর ভাবে! শিখাও হয়ে গেল আমার!
অন্তর থেকে ;জাযাকাল্লাহু খাইরান' হে শ্রদ্ধেয় শেখের পোলা ভাই!!
আনাকে অসংখ্য ধন্যবাদ৷
জনাব সাল সাবিল কাকে স্বাগতম জানালেন বুঝলাম না৷ তবুও ধন্যবাদ৷
এই গাফিলতি থেকে বেরহতে পারছিনা আমরা।
যেদিন খেজুর, গাছের ছায়া, ঠান্ডা পানির মতোন নিয়ামত গুলোর জবাবদিহী করা হবে সেদিন আল্লাহ আমাদের ছোট বড় সকল নিয়মতের সঠিক উত্তর দানের তোওফিক দান করুন! আমিন!
জাযাকাল্লাহ খাইর!
মন্তব্য করতে লগইন করুন