' কাব্যানুবাদে সুরা যীল যাল'
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৫ মে, ২০১৫, ০৭:৩৫:১৪ সন্ধ্যা
"সজোরে যখন এ পৃথিবী কাঁপানো হবে,
বার করে দেবে উদরে তার যা কিছু রবে ৷
পুছিবে মানুষ, কি হল, কিহল, কেন দূর্ভোগ?
ব্যক্ত করিবে পৃথিবী তার যত অভিযোগ ৷
এছিল তার প্রভুর আদেশ, দলে দলে মানুষ হবে সমাবেশ ৷
দেখানো হবে আমলের খতিয়ান ৷
অনু পরিমান নেকী যার রবে, তাহাকে সেটুকই দেখানো হবে,
বদীও দেখিবে সঠিক সঞ্চয় সমান ৷"
-----'সুরা যীল যাল'
বিষয়: সাহিত্য
১২৩৪ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর হয়েছে চাচাজান জাজাকাল্লাহ খাইরান ।
সুন্দর হয়েছে।
ধন্যবাদ।
সূরাটির গভীর মর্মবোধ কবিতার ছন্দে চমৎকার ভাবে প্রকাশ করেছেন! জাযাকাল্লাহু খাইর!
কাব্যানুবাদ হৃদয় ছুঁয়ে গেল। কিয়ামতের ভয়াবহতা স্মরণে লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
বাহবা শেখের পোলা, তোমায় ধন্যবাদ!
মন্তব্য করতে লগইন করুন