%%% মায়ের আকুতি%%% (পুনঃ প্রচার)

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১০ মে, ২০১৫, ০৭:৫৫:২৬ সকাল

ওরে আমার অবুঝ ছেলে, ওরে আমার খোকা,

মায়ের দরদ বুঝলিনা তুই, এতই হলি বোকা৷

যার শরীরের রষদ চুঁষে, যার সেকেমে ঝুলে,

দুনিয়াটারে দেখলি প্রথম, তারেই গেলি ভুলে!

শীতের রাতে পেসাব করে, ঘুম ভাঙ্গালে পরে,

বুকের ভিতর জড়িয়ে ধরে ওম দিয়েছি তোরে৷

শিয়রে বসে তোর অসুখে, রাত জেগেছি কত,

সে সব ছবি ভাঁসছে চোখে, বায়স্কোপের মত।

ঘুমকে আমার হারাম করে, তোর শিয়রে বসে,

রাত কে কত দিন করেছি, দেখিস হিসাব কষে৷

তোর বিষ্ঠায় গন্ধ ছিল, হয়নি আজও জানা,

আহার ঠেলেও সাফ করেছি, এড়িয়ে সবার মানা৷

প্রথম যেদিন ধরলি হাঁটা, তোরকি মনে পড়ে,

পা দুখানা বাড়িয়েছিলি, কার সে আঙ্গুল ধরে?

তোর মুখেরই শব্দটারে, কথার ছাঁচে ফেলে,

মাতৃভাষা দিয়েছিলাম, তোর মুখেতে তুলে৷

আশ্রমের দাওয়ায় বসে, অতীত কথা ভাবি,

বরের বেশে সামনে এলি, বিয়ে করতে যাবি৷

সেই সেদিনের ছোট্ট খোকা, বয়সই বা কত!

বিয়ের সাজে লাগছে যেন, রাজ পুত্রের মত৷

চোখে আমার আনন্দাশ্র্র, মুখে ছিল হাঁসি,

কানে বোধ হয় শুনেছিলাম, আনতে যাবি দাসী৷

কোথায় আমার দাস রইল, কোথায় আমার দাসী,

সঙ্গহীন এই জীবন নিয়ে, চোখের জলে ভাঁসি৷

কাউকে দূরে আসতে দেখে, ভাবী আমার খোকা,

খোকারা আজ চালাক সাজে, মায়েরা হয় বোকা৷

ওরে আমার অবুঝ ছেলে, নাড়ী ছেঁড়া ধন!

একটু খানি সময় করে আমার কথা শোন!

এই দুনিয়া ক্ষনস্থায়ী, বন্ধ হলে নাড়ী,

সবাই যাবে একে একে, এ দুনিয়া ছাড়ি৷

হিসাব নিকাশ সাঙ্গ করে, ছাড় পত্র নিয়ে,

একে একে উঠবে সবে, আপন ঘরে গিয়ে৷

চৌকিদারে চাইবে দলীল, দখল দেবে তবে,

দুনিয়া হতেই দলীল খানা নিয়ে যেতে হবে৷

সেই দলীলের একটি কপি আমার কাছে আছে,

সময় করে নিয়ে রাখিস, যাস না ভুলে পাছে৷

===============================

বিষয়: সাহিত্য

১০২৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319183
১০ মে ২০১৫ সকাল ১১:২২
আওণ রাহ'বার লিখেছেন : Day Dreaming Day Dreaming ভালো লাগলো অনেক ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
260385
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷
319214
১০ মে ২০১৫ দুপুর ০২:৩২
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : খুব ভাল লাগল।
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০০
260386
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷ যাইতুন এর উপযুক্ত হলে নিতে পারেন৷
319391
১১ মে ২০১৫ দুপুর ০২:৪৮
আফরা লিখেছেন : চমৎকার কবিতা ! মায়েরা অনেক কষ্ট করেন একজন সন্তানকে মানুষ করতে সন্তানেরা সেটা অনুধাবন করে না ।

অনেক ধন্যবাদ চাচাজান ।
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
260525
শেখের পোলা লিখেছেন : সন্তান মুমিন হলে অবশ্যই মায়ের মর্যাদা দেবে৷মুমিন সন্তানের মা হয়ো, দোওয়া রইল৷ শুভেচ্ছা নিও৷
319405
১১ মে ২০১৫ দুপুর ০৩:২৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : অনেক কষ্ট দিয়েছি মাগো, তবুও আমি তোমারি সন্তান,
রোজহাশরে কিভাবে হবো, মহান প্রভুর সামনে দন্ডায়মান।
অভিশাপ দিওনা মাগো, তুমিই আমার গর্ব,
রাসূল বলেছেন, তোমারি পদতলে আমার স্বর্গ।
শিখিয়েছিলে আদবকায়দা, দিয়েছিলে আমায় জ্ঞান,
জীবন দিয়ে রক্ষা করবো, মাগো তোমার সন্মান।
ধন্যবাদ আপনাকে।
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
260526
শেখের পোলা লিখেছেন : সন্তানেরে মা কভু দেয়না অভিশাপ,
সন্তাই বরং মা কে ভুলে করেথাকে পাপ৷
কবিতার মাধ্যমে অভিব্যাক্তি প্রকাশ সুন্দর হয়েছে৷ ধন্যবাদ৷
319443
১১ মে ২০১৫ রাত ০৮:১৯
আশা নিয়ে বেঁচে আছি লিখেছেন : খুব ভাল লাগল।
১২ মে ২০১৫ রাত ০১:৩৯
260591
শেখের পোলা লিখেছেন : শুধু নিজে বাঁচলে হবেনা, অন্যকেও বাঁচার সুযোগ দিতে হবে৷ধন্যবাদ৷
319685
১৩ মে ২০১৫ রাত ০১:২৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

অনেক যত্ন করে লিখেছেন বুঝা যাচ্ছে! শিশুর বড় হওয়ার ক্ষুদ্র কোন ঘটনাই বাদ পড়ে নি! খুব ভালো লাগলো! শুকরিয়া!
319690
১৩ মে ২০১৫ রাত ০১:৪৯
শেখের পোলা লিখেছেন : অ আলায়কুমুসস্সালাম৷ আপনাকেও শুকরিয়া জানাই আপা৷
329967
১৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২১
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সালাম,
আপনার নাম ঠিকানাটা আমার ইমেইলে দিবেন দয়া করে।
১৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
272231
শেখের পোলা লিখেছেন : পাঠিয়ে দিয়েছি৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File