অপরূপ প্রতিশোধ৷
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০২ মে, ২০১৫, ০৮:৩৭:০৩ রাত
অপরূপ প্রতিশোধ (লেখক অজ্ঞাত)
(স্মৃতি থেকে)
রোগ শয্যায় শুইয়া রসুল কহিলেন সবে ডাকি,
জীবন সন্ধ্যা ঘনায়ে আসিছে, নাহি আর বেশি বাকি।
হে আমার ভক্তবৃন্দ, হে আমার সহচর,
করে থাকি যদি কোন অবিচার কোন দিন কারও পর।
করে থাকি যদি অপরাধ কিছু, অন্যায় কিছু ক্রোধ,
সবার মাঝারে, ইহলোকে আজি লও তার প্রতিশোধ।
সমবেত জন সেই কথা তাঁর, তুলিলনা কেহ কানে,
কাহারও হৃদয়ে আঘাত লাগেনি, এ কথা সবাই জানে।
হেন কালে শাহ আক্কাস উঠি কহিলেন নবী বর,
মেরে ছিলে তুমি কোঁড়া একদিন, অধমের দেহ পর।
রসুল করিম যুবকে তখনই পৃষ্ঠ দিলেন পাতি,
মেরে ছিলে তুমি খালি দেহে মোরে, কহিল কপট মতি।
শুনি সে কথা হজরত হাঁসি’ সরল মধুর স্বরে,
তাই হোক বলি’ দেহের বসন ফেলিয়া দিলেন দূরে।
মরি মরি একি দিব্য মূর্তী নয়নে উদয় হল,
বেহেশতী চাঁদ রূপ ধরে যেন ধরায় নামিয়া এল।
সে রূপ নেহারী ’আক্কাস আজি পুলকে আত্মহারা,
পুরিল তাহার মনের বাসন, ঝরিল নয়ন ধারা।
ধীরে অতি ধীরে হজরত পানে হইয়া সে আগুয়ান,
প্রতিশোধ রূপে পৃষ্ঠে তাঁহার চুম্বন দিল দান।
বিপুল পুলকে সবারই তখন কণ্ঠ হইল রোধ,
হাঁসি মুখে নবী কহিলেন এ যে, অপরূপ প্রতিশোধ।
বিষয়: সাহিত্য
১২১২ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগলো! কিন্তু আপনি লিখেছেন?
চমৎকার শিক্ষা রয়েছে কবিতাটিতে! শুকরিয়া শেয়ার করার জন্য!
মন্তব্য করতে লগইন করুন