@@ সু খবর-----সু খবর------সু খবর@@
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৭ এপ্রিল, ২০১৫, ০২:৫৭:২৩ রাত
ব্লগার ভাই,বোন, ভাতিজা ও ভাতিজী গন,আস্সালামু আলাইকুম অ রহমাতুল্লাহে অ বরকাতুহু!
মহান আল্লাহ তায়ালার হামদ ও শুকরিয়া আদায় করার পর আনন্দের সাথে জানাই যে, মরহুম জনাব ডাঃ ইসরার আহমাদ সাহেবের ‘বয়ানুল কোরআন’ এর উর্দু ডি ভি ডি টির প্রচার টরোন্টর টিভিতে শুনে আমার খুব ভাল লাগে৷ কারণ এটি সংক্ষিপ্ত সাবলীল ও সাধারণ কোন কোরআন পাঠকের জন্য অত্যন্ত উপযোগী৷ উর্দু থেকে বাংলা করার জন্য দেশে গিয়ে বেশ কয়েকটি দরজায় ধর্না দিয়েছি , এও বলেছি যে আমার উদ্দেশ্য কোরআন প্রচার, ব্যবসা নয়৷ এর জন্য আমি সাধ্য মত আর্থিক সহযোগীতাও করব৷ ব্যবসা আপনারা করলে আমার বা ডাঃ সাহেবের আপত্তি নাই৷ ঢাকায় যারা জাকির নায়েকের লেকচার ডাবিং করে বাংলা করেন তাদের কাছেও গেছি৷ অনেকেই অনিহা দেখিয়েছেন৷ আর একজন চার লক্ষ টাকা দাবী করে ছিলেন, যা আমার সাধ্যের বাইরে৷ আমার নিজ গ্রামের মসজিদে এটি চালাতে চেয়ে ছিলাম, ইমাম সাহেবের সাফ জবাব, উর্দু পাকিস্তানীদের ভাষা, ওরা আমাদের শত্রু৷ ওদের ভাষা গ্রহণযোগ্য নয়৷
এমত অবস্থায় আমার জিদ বেড়ে গেল৷ চিন্তা করলাম যে, আমি শিক্ষিতের দলে না পড়লেও কিছুতো পারি৷ আমি তাই চেষ্টা করিনা কেন? পোর্টেবল ডিভিডি প্লেয়ার চালিয়ে শুনি , বন্ধ করে তার বাংলা অনুবাদ করে খাতায় লিখি৷ কম্পিটরে লেখা ও ছাপানো সহজ জানি, কিন্তু চালাতে জানিনা৷ তবুও একটা ল্যাপটপ কিনলাম৷ আমার জামাই, আমার দুই ছেলে, বন্ধুর ছেলে আমাকে মোটামুটি ল্যপটপে লেখার ও ব্লগে পোষ্ট করা শিখিয়ে দেয়৷ সদালাপের রয়হান সাহেব আমাকে অনেক বিষয়ে সাহায্য করেছেন৷
এভাবেই আমি ২০১১ সালে অনুবাদটি শুরু করি৷ নিয়মিত সদালাপে পোষ্টও করেছি৷ এর পর সোনার বাংলায় তারও পরে বিডিতে পোস্ট করে চলেছি৷ দীর্ঘ চার বছর কাজের ফাঁকে যতটুকু সময় পেয়েছি এ কাজে তা ব্যয় করেছি৷ গত মাসে তা শেষ করেছি৷ আল হামদু লিল্লাহ৷ সন্দেহ ছিল হয়ত শেষ করার আগেই দুনিয়া ছাড়তে হয় নাকি৷ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন৷ আমি তাঁর কাছে চীর কৃতজ্ঞ৷ আমার ইচ্ছা একে গ্রন্থাকারে খরচ মূল্যে মানুষের হাতে পৌঁছে দেওয়া৷ তিনটি বেশ বড় বড় খণ্ডে শেষ হয়েছে৷ গত জুন মাসে(১৪) প্রথম খণ্ড মঞ্জীল এক এবং দুই, সুরা তওবার শেষ পর্যন্ত জনাব ইসহাক খান, আমাদের মাই নেম ইজ খান, ভাইয়ের খান প্রকাশনীতে খরচের অর্ধেক দিয়ে প্রিন্ট করতে দিয়েছি৷ জানিনা কবে তা প্রকাশ পাবে৷ বর্তমানে হাঁটুর ব্যথার জন্য কাজ ছাড়তে হয়েছে, অথচ ৬৫ বছর বয়স হতে কাগজে কলমে পাঁচ বছর বাকী তাই অবসরে যেতে না পেরে বেকার হয়ে পড়েছি৷ জানিনা পুরোটা প্রিন্ট করতে পারব কিনা৷ আপনারা আমার জন্য দোওয়া করবেন, যাতে আমি আবার কাজে যোগ দিতে পারি আর আমার এ লেখা প্রকাশ করতে পারি৷
হাঁ আর একটা কথা, আমার এ লেখাগুলো মাইক্রোসফট ওয়ার্ডে সেফ আছে৷ আমি এমন কোন যায়গায় কি রাখতে পারি যে, যে কেউ ইচ্ছা করলেই তা পড়তে পারবে৷ কোন সহৃদয় ভাই জানালে বা ব্যবস্থা করতে পারলে দয়া করে জানাবেন৷, সবিনয়ে অনুরোধ রইল৷ ধন্যবাদ৷
আব্দুস সামাদ (শেখেরপোলা)
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানবতার মুক্তি সনদ, আলোক বর্তিকা পবিত্র কোরআন কারীমের প্রতি মুহাব্বাতের বহিঃপ্রকাশ আপনার কল্যাণকর এই প্রচেষ্টা! যা, দুনিয়া-আখেরাতে চির সাফল্যের কারণ হবেই ইনশা আল্লাহ!
আপনার আন্তরিক এই কোরানী খেদমত কে আল্লাহ কবুল করে মুসলিম সমাজ কে উপকৃত করুন-এই দোয়া মহান রবের কাছে!
জাযাকুমুল্লাহু ওয়া ইয়্যানা খাইরাল কাযাই.....
আমাকে কি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি দেওইয়া যাবে প্রচারের জন্য? আমি একটা রিভিউ লিখে প্রচারে সাহায্য করতে পারি। আমার ইমেইল -
জাযাকাল্লাহ খাইর।
আমি প্রথমে প্রিন্ট এডিশন বের করে পরে পিডিএফ দেওয়ার পক্ষে। প্রিন্ট এডিশন বের হলে কোন ভুল থাকলে সহযেই চোখে পড়বে। ব্যাপক প্রচার এর জন্যও প্রিন্ট এডিশন জরুরি।
উনি কি ইসলাম এর সামান্যটুক বুঝেন!!
যেখানে পৃথিবির সকল মানুষ এক।
আলহামদুল্লিলাহ ! অনেক খুশী হলেম চাচাজান ।
আল্লাহ আপনার মেহনত কবুল করুন । দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন । আমীন ।
সকলের চিন্তা চেতনা ও বাসনাকে উজ্জ্বীবিত করার মত লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ!
বেঁচে থেকেই আপনি সাদাকায়ে জারিয়ার সর্বোকৃষ্ট একটি উপায় রেখে গেলেন আলহামদুলিল্লাহ!আল্লাহ আপনার প্রচেস্টা কবুল করে নিন!
সকল বাধা বিপত্তি অতিক্রম করে সফলতার চূড়ায় উঠতে পেরেছেন কারন প্রচন্ড ইচ্ছাশক্তি আর প্রচেস্টার মাঝে ইখলাস ছিলো! আপনাকে যারা সহায়তা করেছেন সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন!
জাযাকাল্লাহু খাইর!
আপনার ধৈর্য এবং পরিশ্রমের ব্যাপারে আপনার আগের লেখাগুলোর মাধ্যমে আগেই অবহিত হয়েছিলাম। আজকে সত্যি অভিভূত হলাম। সাদাকায়ে জারিয়ার এই বিশাল অবদানের জন্য আল্লাহ রাব্বুল আলামীন আপনার এবং আপনার পরিবারের যারা এই মহত কাজে সহযোগীতা করেছেন তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
প্রিন্টিংয়ে বা প্রচারে আমি যদি কোনো ভাবে কাজে আসতে পারি জানাবেন
মন্তব্য করতে লগইন করুন