@@ সু খবর-----সু খবর------সু খবর@@

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৭ এপ্রিল, ২০১৫, ০২:৫৭:২৩ রাত

ব্লগার ভাই,বোন, ভাতিজা ও ভাতিজী গন,আস্সালামু আলাইকুম অ রহমাতুল্লাহে অ বরকাতুহু!

মহান আল্লাহ তায়ালার হামদ ও শুকরিয়া আদায় করার পর আনন্দের সাথে জানাই যে, মরহুম জনাব ডাঃ ইসরার আহমাদ সাহেবের ‘বয়ানুল কোরআন’ এর উর্দু ডি ভি ডি টির প্রচার টরোন্টর টিভিতে শুনে আমার খুব ভাল লাগে৷ কারণ এটি সংক্ষিপ্ত সাবলীল ও সাধারণ কোন কোরআন পাঠকের জন্য অত্যন্ত উপযোগী৷ উর্দু থেকে বাংলা করার জন্য দেশে গিয়ে বেশ কয়েকটি দরজায় ধর্না দিয়েছি , এও বলেছি যে আমার উদ্দেশ্য কোরআন প্রচার, ব্যবসা নয়৷ এর জন্য আমি সাধ্য মত আর্থিক সহযোগীতাও করব৷ ব্যবসা আপনারা করলে আমার বা ডাঃ সাহেবের আপত্তি নাই৷ ঢাকায় যারা জাকির নায়েকের লেকচার ডাবিং করে বাংলা করেন তাদের কাছেও গেছি৷ অনেকেই অনিহা দেখিয়েছেন৷ আর একজন চার লক্ষ টাকা দাবী করে ছিলেন, যা আমার সাধ্যের বাইরে৷ আমার নিজ গ্রামের মসজিদে এটি চালাতে চেয়ে ছিলাম, ইমাম সাহেবের সাফ জবাব, উর্দু পাকিস্তানীদের ভাষা, ওরা আমাদের শত্রু৷ ওদের ভাষা গ্রহণযোগ্য নয়৷

এমত অবস্থায় আমার জিদ বেড়ে গেল৷ চিন্তা করলাম যে, আমি শিক্ষিতের দলে না পড়লেও কিছুতো পারি৷ আমি তাই চেষ্টা করিনা কেন? পোর্টেবল ডিভিডি প্লেয়ার চালিয়ে শুনি , বন্ধ করে তার বাংলা অনুবাদ করে খাতায় লিখি৷ কম্পিটরে লেখা ও ছাপানো সহজ জানি, কিন্তু চালাতে জানিনা৷ তবুও একটা ল্যাপটপ কিনলাম৷ আমার জামাই, আমার দুই ছেলে, বন্ধুর ছেলে আমাকে মোটামুটি ল্যপটপে লেখার ও ব্লগে পোষ্ট করা শিখিয়ে দেয়৷ সদালাপের রয়হান সাহেব আমাকে অনেক বিষয়ে সাহায্য করেছেন৷

এভাবেই আমি ২০১১ সালে অনুবাদটি শুরু করি৷ নিয়মিত সদালাপে পোষ্টও করেছি৷ এর পর সোনার বাংলায় তারও পরে বিডিতে পোস্ট করে চলেছি৷ দীর্ঘ চার বছর কাজের ফাঁকে যতটুকু সময় পেয়েছি এ কাজে তা ব্যয় করেছি৷ গত মাসে তা শেষ করেছি৷ আল হামদু লিল্লাহ৷ সন্দেহ ছিল হয়ত শেষ করার আগেই দুনিয়া ছাড়তে হয় নাকি৷ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন৷ আমি তাঁর কাছে চীর কৃতজ্ঞ৷ আমার ইচ্ছা একে গ্রন্থাকারে খরচ মূল্যে মানুষের হাতে পৌঁছে দেওয়া৷ তিনটি বেশ বড় বড় খণ্ডে শেষ হয়েছে৷ গত জুন মাসে(১৪) প্রথম খণ্ড মঞ্জীল এক এবং দুই, সুরা তওবার শেষ পর্যন্ত জনাব ইসহাক খান, আমাদের মাই নেম ইজ খান, ভাইয়ের খান প্রকাশনীতে খরচের অর্ধেক দিয়ে প্রিন্ট করতে দিয়েছি৷ জানিনা কবে তা প্রকাশ পাবে৷ বর্তমানে হাঁটুর ব্যথার জন্য কাজ ছাড়তে হয়েছে, অথচ ৬৫ বছর বয়স হতে কাগজে কলমে পাঁচ বছর বাকী তাই অবসরে যেতে না পেরে বেকার হয়ে পড়েছি৷ জানিনা পুরোটা প্রিন্ট করতে পারব কিনা৷ আপনারা আমার জন্য দোওয়া করবেন, যাতে আমি আবার কাজে যোগ দিতে পারি আর আমার এ লেখা প্রকাশ করতে পারি৷

হাঁ আর একটা কথা, আমার এ লেখাগুলো মাইক্রোসফট ওয়ার্ডে সেফ আছে৷ আমি এমন কোন যায়গায় কি রাখতে পারি যে, যে কেউ ইচ্ছা করলেই তা পড়তে পারবে৷ কোন সহৃদয় ভাই জানালে বা ব্যবস্থা করতে পারলে দয়া করে জানাবেন৷, সবিনয়ে অনুরোধ রইল৷ ধন্যবাদ৷

আব্দুস সামাদ (শেখেরপোলা)

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317064
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৩৪
কাহাফ লিখেছেন :
মানবতার মুক্তি সনদ, আলোক বর্তিকা পবিত্র কোরআন কারীমের প্রতি মুহাব্বাতের বহিঃপ্রকাশ আপনার কল্যাণকর এই প্রচেষ্টা! যা, দুনিয়া-আখেরাতে চির সাফল্যের কারণ হবেই ইনশা আল্লাহ!
আপনার আন্তরিক এই কোরানী খেদমত কে আল্লাহ কবুল করে মুসলিম সমাজ কে উপকৃত করুন-এই দোয়া মহান রবের কাছে!
জাযাকুমুল্লাহু ওয়া ইয়্যানা খাইরাল কাযাই.....
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:২০
258216
শেখের পোলা লিখেছেন : আমিন! আল্লাহ আমাদের সকলের জন্য আপনার দোওয়া কবুল করুন৷ ধন্যবাদ৷
317067
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৫৪
আহমাদ আল সাবা লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। জেনে অত্যন্ত খুশি হলাম এই বষসেও কোরআনের প্রেমিক এত বড় কাজ করেছেন! সুবহানাল্লাহ! আল্লাহ আপনাকে অনেক অনেক সাওয়াব ও সাদাকায়ে জারিয়াহর সুযোগ দিন।

আমাকে কি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি দেওইয়া যাবে প্রচারের জন্য? আমি একটা রিভিউ লিখে প্রচারে সাহায্য করতে পারি। আমার ইমেইল -
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:২৭
258217
শেখের পোলা লিখেছেন : আপনার দোওয়া আল্লাহ আমাদের সবার জন্য কবুল করুন৷ আপনার ইমেইলে যোগাযোগ করব৷ কিন্তু কি ভাবে দেব বা দেওয়া যায় তা আমার জানা নেই৷ এর প্রতি খণ্ড ৬/৭ শো পৃষ্ঠার উপরে৷ তাকি ই মেইলে পাানো যায়? জানাবেন৷ আপনার আগ্রহে ুশী হলাম৷ ধন্যবাদ৷
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪৬
258222
আহমাদ আল সাবা লিখেছেন : জাযাকাল্লাহ। পৃষ্টার ওপর মেইল নির্ভর করে না । কত মেগাবাইট এবং স্পিড কেমন সেটার ওপর নির্ভর করে। সাইজ বেশ হলে গুগুল ড্রাইভে আপ্লোড করে লিংক শেয়ার করলেই ভালো হয়-এতে প্রত্যেকবার কাউকে ইমেইলে দেওয়ার ঝামেলা থাকবে না, লিংক্টি শেয়ার করে দিলেই হবে।
Happy
317068
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৫৮
আহমাদ আল সাবা লিখেছেন : আপনি চাইলে জিমেইলে ঢুকে ওপরেদিকে ড্রাইভ দেখতে পাবেন-সেখানে আপলোড করে শেয়ার অপশন দিয়ে পাবলিক শেয়ার দিয়ে লিংকটি যাদেরকে দিবেন তারা যেকোন সময় দেখতে পাবে। অথবা ড্রপবক্স এ একটা আইডি খুলে সেখানেও আপ্লোড করে শেয়ার করতে পারেন লিঙ্কটি।

জাযাকাল্লাহ খাইর।
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:২৯
258218
শেখের পোলা লিখেছেন : কারও সাহায্য নিয়ে করার চেষ্টা করব ইনশা আল্লাহ৷ ধন্যবাদ৷
317086
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪১
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার এই সুন্দর খেদমতকে আল্লাহ কবুল করুন। http://islamhouse.com/ এই ওয়েব সাইটে দিতে পারেন।
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
258338
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷ সমস্যা হচ্ছে কি ভাবে দেব৷ তিন খণ্ড মিলিয়ে দুই হাজার পৃষ্ঠার উপরে৷ তবুও চেষ্টা করব ইন শাআল্লাহ৷ আমিন৷
317091
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৩
আওণ রাহ'বার লিখেছেন : শুনে বেশ ভালো লাগলো জাজাকাল্লাহু খাইরান।
Good Luck Good Luck Good Luck Happy
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
258339
শেখের পোলা লিখেছেন : আমিন৷ ধন্যবাদ সাথে থাকার জন্য৷
317092
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৯
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ আপনার খেদমত কবুল করুক। এটি যত প্রচারিত হবে ততই আপনার নেকী বাড়বে। আর যারা সহযোগীতা করবে তাদেরও বাড়বে। আমি আপনার ব্যাপারে একটা পোস্ট দেব ব্লগে ইনশাআল্লাহ
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
258340
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷ আপনার পোষ্ট অনেক উপকারে আসছে৷ আমি আগেই তা দেখে এলাম৷ ধন্যবাদ আবারও৷
317111
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাই এই জরুরি কাজটি আঞ্জাম দেওয়ার জন্য অনেক অভিনন্দন।
আমি প্রথমে প্রিন্ট এডিশন বের করে পরে পিডিএফ দেওয়ার পক্ষে। প্রিন্ট এডিশন বের হলে কোন ভুল থাকলে সহযেই চোখে পড়বে। ব্যাপক প্রচার এর জন্যও প্রিন্ট এডিশন জরুরি।
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
258341
শেখের পোলা লিখেছেন : প্রীন্ট এডিশন আমিও চাই, কিন্তু তা খরচের ব্যপার,ও সময় সাপেক্ষ৷ আমার উদ্দেশ্য বহুল প্রচার৷ প্রীন্টে অল্প কিছু ফেরত আসলে পরের খণ্ডটি প্রীন্টে দেবার ইচ্ছে৷ ততদিন হায়াত নাও থাকতে পারে৷ তাই তার আগেই মানুষের হাতে পৌঁছে গেলে ভাল নয়কি? আপনার পরামর্শও গ্রহণ যোগ্য সন্দেহ নাই৷ ধন্যবাদ৷
317112
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গ্রামের মসজিদ এর ইমাম সাহেবে কথায় অবাক হলাম!
উনি কি ইসলাম এর সামান্যটুক বুঝেন!!
যেখানে পৃথিবির সকল মানুষ এক।
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
258342
শেখের পোলা লিখেছেন : আজ এমন মুসলীম বা আলেম,ইমামের সংখ্যাই বেশী৷ যার কারণে আমাদের এ দুরাবস্থা৷ ধন্যবাদ৷
317119
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০৬
আফরা লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ চাচাজান ।

আলহামদুল্লিলাহ ! অনেক খুশী হলেম চাচাজান ।
আল্লাহ আপনার মেহনত কবুল করুন । দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন । আমীন ।
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
258343
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আল্লাহ সকলের জন্য তোমার দোওয়া কবুল করুন৷শুভেচ্ছা নিও৷
১০
317165
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪২
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। পবিত্র গ্রন্থ আল কোরআনের প্রতি আপনার মহব্বত, কঠিন ত্যাগ ও মেহনত ভীষণভাবে মুগ্ধ করলো আব্দুস সামাদ ভাই। সেইসাথে কষ্ট পেলাম যারা আপনার আন্তরিক প্রচেষ্টায় সাড়া দেননি বিষয়টি জেনে। নিশ্চয়ই আল্লাক পাক আপনার এই মহৎ আকাঙ্ক্ষা ও কাজকে সহজ ও সফল করবেন ইনশআল্লাহ্‌ প্রাণভরে এই দোয়া করি।

সকলের চিন্তা চেতনা ও বাসনাকে উজ্জ্বীবিত করার মত লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২০
258344
শেখের পোলা লিখেছেন : আপনাদের নেক দোওয়া ও আন্তরীকতা আমার পাথেয় হয়ে থাকবে ইন শা আল্লাহ৷অন্ততঃ কিছু ভাল মনের সৎ মানুষের সাহচর্য পেয়েছি এটাও আখেরাতে বলতে পারব৷ ইনশা আল্লাহ৷ আল্লাহ আমাদের সবার জন্য আপনার দোওয়া কবুল করুন৷ আমিন৷
১১
317189
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঈমানী প্রেরণার সকল কাজ আল্লাহ কবুল করুন ,,আমীন
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:১৪
258413
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আল্লাহ আমাদের সবার দোওয়া কবুল করুন৷ ধন্যবাদ৷
১২
317205
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!

সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ!

বেঁচে থেকেই আপনি সাদাকায়ে জারিয়ার সর্বোকৃষ্ট একটি উপায় রেখে গেলেন আলহামদুলিল্লাহ!আল্লাহ আপনার প্রচেস্টা কবুল করে নিন!

সকল বাধা বিপত্তি অতিক্রম করে সফলতার চূড়ায় উঠতে পেরেছেন কারন প্রচন্ড ইচ্ছাশক্তি আর প্রচেস্টার মাঝে ইখলাস ছিলো! আপনাকে যারা সহায়তা করেছেন সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন!

জাযাকাল্লাহু খাইর!
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:১৬
258414
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আল্লাহ সকলের সৎ ইচ্ছাকে কবুল করুন৷ আপনাকে অনেক ধন্যবাদ৷
১৩
317206
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৬
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাকা, আপনার অসাধারণ প্রচেষ্টা আল্লাহ তায়ালা কবুল করুক। আমীন।
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:১৭
258416
শেখের পোলা লিখেছেন : আল্লাহ আমাদের সবার সকল গোনাহ মাফ করুন৷ আমিন৷ধন্যবাদ৷
১৪
317267
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:৩৫
বৃত্তের বাইরে লিখেছেন : আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!
আপনার ধৈর্য এবং পরিশ্রমের ব্যাপারে আপনার আগের লেখাগুলোর মাধ্যমে আগেই অবহিত হয়েছিলাম। আজকে সত্যি অভিভূত হলাম। সাদাকায়ে জারিয়ার এই বিশাল অবদানের জন্য আল্লাহ রাব্বুল আলামীন আপনার এবং আপনার পরিবারের যারা এই মহত কাজে সহযোগীতা করেছেন তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
প্রিন্টিংয়ে বা প্রচারে আমি যদি কোনো ভাবে কাজে আসতে পারি জানাবেন
২৮ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৮
258428
শেখের পোলা লিখেছেন : আপনার অফার মনে থাকবে৷ সাথে থাকার জন্য আপাততঃ ধন্যবাদ নিন৷ এটাকে এমন জায়গায় রাখতে চাচ্ছি যা যে কেউ যখন ও যেখানে খুশী পড়তে পারে৷ খান ভাই প্রথম খণ্ড বাস্তবে আনলে দ্বিতীয় খণ্ড প্রকাশ করার চেষ্টা করব৷ প্রয়োজনে যোগাযোগ হবে৷ইন শাআল্লাহ৷
২৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৬
258467
সাদিয়া মুকিম লিখেছেন : বৃত্তাপুর সাথে আমার কথাও মনে রাখবেন ভাইয়া!Happy
১৫
317452
২৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২০
প্রেসিডেন্ট লিখেছেন : আল্লাহপাক আপনাকে এই মহৎ কাজের উত্তম প্রতিদান দিন। আপনার শ্রম সার্থক হোক এই শুভকামনা রইলো।
২৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৩
258604
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আল্লাহ আমাদের সকলকে তার নির্দেশিত পথে চলার তৌফিক দিন৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File