ফাঁসীর রশি
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১২ এপ্রিল, ২০১৫, ০৯:০৭:৩৬ সকাল
ফাঁসীর রশি ফুরিয়ে যাবে,
তৃষ্ণা তোদের মিটবে না৷
জান্নাত যাবে পূরণ হয়ে,
জাহান্নাম তো ভরবে না৷
মুমিন পাবে পোক্ত ইমান,
মুনাফেক তা বুঝবে না৷
ফাঁসীর রশি পরতে গলে,
হৃদয় তাদের কাঁপবে না৷
চক্ষু দুখান বন্ধ হলেই,
সামনে সুখের আসতানা৷
শিক্ষা যদি না পাস এতে,
আর কভু তা মিলবে না৷
সময় আছে তওবা করার,
তাও চিরদিন থাকবে না৷
পাপের বোঝা অধিক হলে,
বইতে যে তুই পারবি না৷
বিষয়: সাহিত্য
৯৬৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যুগে যুগে ঈমানের পরীক্ষায় বাতিলের মোকাবিলায় আল্লাহর মুজাহিদদের এরকম বহু ফাঁসির রশিতে ঝুলতে হয়েছে! ইসলামী আকিদায় বলীয়ান হয়ে ঈমানের জজবায় সিক্ত হয়ে মুসলিম এতে আরো সামনে এগিয়ে গিয়েছে! আর যালিমদের ফিরাউন, নমরুদদের মতো করুন পরিনতি হয়েছে ।
আপনার সব লিখাই খুব সুন্দর হয় আলহামদুলিল্লাহ! আরো সুপ্রসরিতো হোক এই শুভকামনা
মন্তব্য করতে লগইন করুন