ফাঁসীর রশি

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১২ এপ্রিল, ২০১৫, ০৯:০৭:৩৬ সকাল



ফাঁসীর রশি ফুরিয়ে যাবে,

তৃষ্ণা তোদের মিটবে না৷

জান্নাত যাবে পূরণ হয়ে,

জাহান্নাম তো ভরবে না৷

মুমিন পাবে পোক্ত ইমান,

মুনাফেক তা বুঝবে না৷

ফাঁসীর রশি পরতে গলে,

হৃদয় তাদের কাঁপবে না৷

চক্ষু দুখান বন্ধ হলেই,

সামনে সুখের আসতানা৷

শিক্ষা যদি না পাস এতে,

আর কভু তা মিলবে না৷

সময় আছে তওবা করার,

তাও চিরদিন থাকবে না৷

পাপের বোঝা অধিক হলে,

বইতে যে তুই পারবি না৷

বিষয়: সাহিত্য

৯৬৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314400
১২ এপ্রিল ২০১৫ সকাল ০৯:১০
নূর আল আমিন লিখেছেন : মাশ আল্লাহ। অসাধারণ জবাব দিয়েছেন বাতিলদের
১২ এপ্রিল ২০১৫ সকাল ১০:০৩
255336
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷
১২ এপ্রিল ২০১৫ সকাল ১০:০৩
255337
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷
314402
১২ এপ্রিল ২০১৫ সকাল ০৯:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফাঁসিতে ঝুলিয়ে মানুষকে হত্যা করা যায়। সত্যকে নয়।
১২ এপ্রিল ২০১৫ সকাল ১০:০৪
255338
শেখের পোলা লিখেছেন : ঠিক বলেছেন৷ ধন্যবাদ৷
314418
১২ এপ্রিল ২০১৫ সকাল ১০:০৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! যুগে যুগেই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্যে রক্ত বিলাতে হয়েছে, আমরা তো সেই উত্তরসূরী! ভয় নেই, এই রক্তের বিনিময়ে, এই কোরবানির বিনিময়ে জান্নাতের ওয়াদা আছে.....আল্লাহ কবুল করুন এই রক্ত এই কোরবানি! আর আল্লাহর ওয়াদা মত জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুন! আমিন ছুম্মা আমিন! সবকিছুর পরে এটাই শান্তনা যে তিনি এখন আল্লাহর নৈকট্য পেয়ে ধন্য হয়েছেন.....।
১২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
255416
শেখের পোলা লিখেছেন : তারাই হবে সফলকাম৷ ধন্যবাদ৷
314420
১২ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪০
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ, ঠিক বলেছেন
১২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২০
255417
শেখের পোলা লিখেছেন : আমিন৷ ধনবাদ৷
314714
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৪
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ চাচাজান খুব সুন্দর বলেছেন ।
১৪ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৩৮
255697
শেখের পোলা লিখেছেন : তোমার জন্য দোওয়া রইল৷
314763
১৪ এপ্রিল ২০১৫ রাত ০২:২৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।

যুগে যুগে ঈমানের পরীক্ষায় বাতিলের মোকাবিলায় আল্লাহর মুজাহিদদের এরকম বহু ফাঁসির রশিতে ঝুলতে হয়েছে! ইসলামী আকিদায় বলীয়ান হয়ে ঈমানের জজবায় সিক্ত হয়ে মুসলিম এতে আরো সামনে এগিয়ে গিয়েছে! আর যালিমদের ফিরাউন, নমরুদদের মতো করুন পরিনতি হয়েছে ।

আপনার সব লিখাই খুব সুন্দর হয় আলহামদুলিল্লাহ! আরো সুপ্রসরিতো হোক এই শুভকামনা Praying Good Luck
১৪ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৩৯
255698
শেখের পোলা লিখেছেন : উপলব্ধি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও অআলাইকুমুস সালাম৷
314767
১৪ এপ্রিল ২০১৫ রাত ০২:৫২
গন্ধসুধা লিখেছেন : এই বুদ্ধিহীনেরা যদি বুঝতো ' চক্ষু দুখান বন্ধ হলেই,সামনে সুখের আসতানা৷' তবে সারাজীবন ফাসির রশি থেকে দুরে রাখার চেস্টা করত।

১৪ এপ্রিল ২০১৫ রাত ০৩:৫২
255695
সাদিয়া মুকিম লিখেছেন : আপুনি, কোন বাগান থেকে গন্ধসুধা নিয়ে হাজির হলে????
Love Struck
১৪ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৪২
255699
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷ যদি বুঝতো তবে মুমিনদের কাজ ফুরিয়ে যেত৷ আর দোজখগুলো ভরতো কি দিয়ে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File