কোন অজানায় চলছি মোরা৷

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:০২:০৩ রাত



এ কোন পথে চলছি মোরা, শেষ কেহ কি জানে!

বাড়াইনা কেউ কদম তবু, হাঁটছি কিসের টানে৷

সবাইতো চাই পরের ভাল, চাইনা আমার কিছু,

বলতে হয় তাই বলছি বটে, ছুটছি কারও পিছু৷

একের আঙ্গুল অন্য দিকে, আপনি তুলসী পাতা,

অন্যে বলে পারলে দেখাও, হঠিয়ে মাথার ছাতা৷

রং বেরঙের ছাতা খানি, যখন যাহার হয়,

ন্যায় অন্যায় বোধ হারিয়ে, তাহারই গায় জয়৷

আম জনতা হচ্ছে পেশাই, যাঁতার দুটি পাটে,

শাঁখের করাত দিবা নিশী, উভয় দিকেই কাটে৷

পুড়ছে মানুষ খাচ্ছে গুলি, নামছে শোকের ছায়া,

কেউ ছাড়েনা দাবী তাহার, এতই পদের মায়া৷

যন্ত্র, তন্ত্র, মন্ত্র হঠাও, মানুষ বাঁচাও আগে,

বাঁচলে মানুষ, বাঁচবে দেশ, খোদার দোহাই লাগে৷

বিষয়: সাহিত্য

১২৩৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305982
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দোষ আমাদের একটাই।
আল্লাহার সাহাজ্য না চেয়ে শয়তানের ভয় পাচ্ছি।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:০০
247644
শেখের পোলা লিখেছেন : আল্লাহর সাহায্য অবশ্যই লাগবে, তবে নিজেদের প্রচেষ্টা থাকতে হবে, তাই না৷ধন্যবাদ৷
306012
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৯
আব্দুল গাফফার লিখেছেন : একদম যথার্থ ,
যন্ত্র, তন্ত্র, মন্ত্র হঠাও, মানুষ বাঁচাও আগে,

বাঁচলে মানুষ, বাঁচবে দেশ, খোদার দোহাই লাগে৷ অনেক ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:০১
247645
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাাদ৷
306016
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৪৭
বাকপ্রবাস লিখেছেন : জোশ জোশ জোশ Thumbs UpThumbs Up Thumbs Up
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:০২
247646
শেখের পোলা লিখেছেন : খোশ খোশ খোশ রহো৷ ধন্যবাদ৷
306019
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৫৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! কবিতা সুন্দর হয়েছে।
যন্ত্র, তন্ত্র, মন্ত্র হঠাও, মানুষ বাঁচাও আগে,

বাঁচলে মানুষ, বাঁচবে দেশ, খোদার দোহাই লাগে৷
একমত Thumbs Up
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:০৩
247647
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ আপনাকে৷
306148
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৪৯
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : গদির নেশায় পেয়েছে মোরে বুঝি না তাই আর কিছু ॥
তখ্‌তটা আমার চাই-ই চাই ধ্বংস হয়ে যাক সব কিছু ॥
২৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:৪১
247783
শেখের পোলা লিখেছেন : মিয়া ভাই, অবস্থাতো তাই৷ ধন্যবাদ৷
306912
০২ মার্চ ২০১৫ রাত ১১:১৭
আফরা লিখেছেন : খুব,খুবই সুন্দর হয়েছে কবিতা চাচাজান ।
০৩ মার্চ ২০১৫ সকাল ০৭:২৬
248345
শেখের পোলা লিখেছেন : বেশ কয়দিন দেখিনা৷ কুশল তো? শুভেচ্ছা নিও৷
307780
০৮ মার্চ ২০১৫ সকাল ০৯:০৫
সোহেল মোল্লা লিখেছেন : অনেক ধন্যবাদ
307907
০৮ মার্চ ২০১৫ রাত ০৯:৩৫
শেখের পোলা লিখেছেন : আপনাকে আমার ব্লগে স্বাগতম ও ধন্যবাদ৷ আমার কোরআনের অনুবাদ গুলি পড়ার অনুরোধ রইল৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File