" জরুরি ঘোষণা"
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১০ নভেম্বর, ২০১৪, ০৬:৪০:২৭ সকাল
ওগো মুসলীম মনদিয়ে শোন,
বলিনা নতুন কিছু,
ফরজ ওয়াজিব সুন্না নফল,
ছুটেছ সবার পিছু৷
তাহাজ্জুদ পড়েছ, তসবীহ জপেছ,
অনেক দিবস যামী,
কাফনের কাপড়ে আমামা বাঁধিয়া,
এস রাজপথে নামি৷
মুমিনের জান আল্লাহ নিয়েছে,
জান্নাত দিয়ে কিনে,
পাওনা তাহার কেমনে শুধিবে,
তসবীর দানা গুনে!
বায়াত বেচেছো, মুরিদ বেড়েছে,
বেড়েছে জমার খাত,
তাগুতের ছাতা মাথায় ধরিয়া,
ভুলেছ পুল সিরাত!
জেহাদ কাফেলা হয়েছে বাহির
লেখাও নিজের নাম,
যদি চাও কভু শোধ করিবার,
ফেরদাউসের দাম৷
টরোন্ট/৬/১১/’১৪
বিষয়: সাহিত্য
৯৯৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুমিন জীবনের অবশ্য পালনীয় দায়িত্ব-কর্তব্য ও বর্তমান সময়ের উদাসিনতা সুন্দর কাব্যিকতায় তুলে ধরেছেন শ্রদ্ধেয় শেখের পোলা! এ জন্যে অনেক ধন্যবাদ আপনাকে!
আপনার সত্য আহবানে সাড়া দিক সকল মুসলিম এই-ই চাওয়া........
জাজাকাল্লাহু খাইর।
কবিতা অনেক ভাল লেগেছে চাচাজান ।
লিখে যাই মনের খেয়ালে
এ যেন মাংস চাঁটা
মুরগী এঁকে দেয়ালে৷
ধন্যবাদ আপনাকে৷
মন্তব্য করতে লগইন করুন