প্রাপ্তি
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৫ নভেম্বর, ২০১৪, ০৫:০৫:৫৫ সকাল
সাধ ছিল স্বাধীনতা একটাই লক্ষ্য,
অকাতরে জনতা পেতেদিল বক্ষ৷
অবশেষে পাওয়া গেল অশ্ব-ডিম্ব,
আয়নায় দেখা গেল কার প্রতিবিম্ব!
এই যদি স্বাধীনতা, প্রয়োজন নাই তার,
কেড়ে যদি নেয় সে জনতার অধিকার৷
যার হাত তার পাত প্রশাসন যন্ত্র,
শোষন পেষনে মারে, মুখে গনতন্ত্র৷
এম পি মন্ত্রীরা সেবা নিয়ে যাচ্ছে,
টক-ঝাল তলানীও চেঁটে পুঁটে খাচ্ছে৷
গুম খুন রাহাজানি নিত্য বাড়ছে,
সংসদে সভ্যরা হুঙ্কার ছাড়ছে৷
পুলিশতো নয় আজ জনতার বন্ধু,
গলে তার বেষ্টনী, সেতো এক জন্তু৷
রাজনীতি ক্যানসারে ধুঁকে ধুঁকে মরছে,
হায়না শকুনেরা আশে পাশে ঘুরছে৷
গলাকাটা ডাক্তার শান দেয় ছুরিতে,
আমলারা পোক্ত ডাকাতী আর চুরিতে৷
মৌলভী মৌলানা তাকওয়া ভুলছে,
তাগুতের পতাকা আসমানে তুলছে৷
শিক্ষার নামচা নাইবা খুললাম,
ঘরে বসে মুখ বুজে নীরবেই সইলাম৷
টরোন্ট/২৪/১০/’১৪
বিষয়: সাহিত্য
১০০৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অকাতরে জনতা পেতেদিল বক্ষ৷
অবশেষে পাওয়া গেল অশ্ব-ডিম্ব,
আয়নায় দেখা গেল কার প্রতিবিম্ব! - ভালো লাগলো।
প্রতি দু'লাইনের অন্ত্যমিলগুলো চমৎকার লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
জনতার অধিকার প্রতিষ্ঠার জন্যে অনেক ত্যাগ-সাধের স্বাধীনতা আজ অশ্ব ডিম্ব হয়ে ধরা দিয়েছে! কিছু স্বার্থপর-ধোকাবাজ-কুলাংগার-ক্ষমতালোভী কিছু অমানুষই এর জন্যে দায়ী!
আবার নতুন করে জেগে উঠা ছাড়া কোন পথ নেই!
কবিতা ভাল লেগেছে অনেক ধন্যবাদ চাচাজান ।
দারুন লিখেছেন কবিতা ও প্রতিটি বাক্য
যা একেবারেই বাস্তবসম্মত।
মন্তব্য করতে লগইন করুন