"কাফের ছাড়া আর কেউই আল্লাহর আয়াত নিয়ে বিতর্ক করে না"৷

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৩ অক্টোবর, ২০১৪, ০৮:৫২:৩১ সকাল



(৪০) সুরা আল মু’মিন (মক্কী)রুকু ৯টি আয়াত ৮৫টি

পঞ্চম গ্রুপেরর তেরটি মক্কী সুরার এটি সপ্তম সুরা ও হরফে মুকাত্তায়াত বিশিষ্ট সাতটির প্রথমটি সুরা মু’মিন৷ এ সুরায় নয়টি রুকু ও পঁচাশিটি আয়াত রয়েছে৷ সুরা ‘যুমারের’ সাথে এর বেশ মিল রয়েছে৷ এ সুরার মূল বিষয় তৌহীদ৷ ‘সুরা যুমারে’ তৌহীদে আমলীর ইবাদত অংশের বর্ণনা ছিল আর এতে আছে দোয়ার অংশ, দোওয়াকেও ইবাদত বলা হয়েছে৷ উভয় সুরাতেই ‘মুখলেসীনা লাহুদ্দ্বীন’ শর্ত জুড়ে দেওয়া হয়েছে৷ ইত্তেবা বা আনুগত্য গায়রুল্লার আর দোওয়া আল্লাহর কাছে, কোন সফল বয়ে আনবে না৷

সুরা মু’মিনুনে আল্লাহর কিছু ‘সিফাতে ইজাফী’ বা আমাদের জানা নামগুলি ছাড়া আরও কিছু নাম পাওয়া যাবে, সেগুলও গুন বাচক তবে অতিরিক্ত৷ একেই সিফাতে ইজাফী বলা হয়েছে৷৷ সুরা ‘বণী ইস্রাইলের’ যেমন অন্য নাম ‘ইসরা’ তেমন এ সুরাটিরও অন্য নাম ‘সুরা গাফির’৷

সুরা আল মু’মিন রুকু;-১ আয়াত;-১-৯

الرَّحِيمِ الرَّحْمـَنِ اللّهِ بِسْمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১/حم

অর্থ;-(হা মীম) হরুফে মুকাত্তায়াত৷

২/تَنزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْعَلِيمِ

অর্থ;-কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ৷

# সুরা যুমারেও এ আয়াতটি হুবহু এমনই এসেছে, শুধু শেষ শব্দটি ওখানে ‘হাকিম’ আর এখানে ‘আলীম’ হয়েছে৷

৩/غَافِرِ الذَّنبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ ذِي الطَّوْلِ لَا إِلَهَ إِلَّا هُوَ إِلَيْهِ الْمَصِيرُ

অর্থ;-পাপ ক্ষমাকারী, (গাফির) কঠোর শাস্তি দাতা ও ক্ষমতাধর৷ তিনি ব্যতীত কোন উপাস্য নাই৷ তারই দিকে হবে প্রত্যাবর্তন৷

# এ আয়াতে ‘গাফির’, ‘ক্বাবিল’ ও ‘শাদীদ’ ও ‘জিততাওলে’ শব্দগুলি ‘সিফাতে ইজাফী’ বা ভিন্ন গুবাচক নাম৷

৪/مَا يُجَادِلُ فِي آيَاتِ اللَّهِ إِلَّا الَّذِينَ كَفَرُوا فَلَا يَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِي الْبِلَادِ

অর্থ;-যারা কুফরী করেছে তারা ছাড়া কেউ আল্লাহর আয়াতে বিতর্ক করেনা৷ কাজেই নগরী সমুহে তাদের বিচরণ যেন আপনাকে বিভ্রান্তিতে না ফেলে দেয়৷

# কাফেররাই শুধু আল্লাহর আয়াতে বিতর্ক করে৷ তারা যতই শক্তশালী মর্যাদাবান হোকনা কেন আপনাকে বিভ্রান্তিতে না ফেলে, বিচলিত না করে৷

৫/كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَالْأَحْزَابُ مِن بَعْدِهِمْ وَهَمَّتْ كُلُّ أُمَّةٍ بِرَسُولِهِمْ لِيَأْخُذُوهُ وَجَادَلُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ فَأَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ

অর্থ;-তাদের পূর্বে নূহের কওম মিথ্যারোপ করেছিল, আর তাদের পরে অন্য দল ও প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ পয়গম্বরদেরকে পাকড়াও করে হত্যার অভিসন্ধি করেছিল৷ সত্যকে ব্যর্থ করার জন্য অনর্থক তর্কে লিপ্ত হয়েছিল৷ ফলে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম৷ কেমন ছিল আমার শাস্তি!

৬/وَكَذَلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ أَصْحَابُ النَّارِ

অর্থ;-এ ভাবেই কাফেরদের বেলায় আপনার বরের বাণী সত্য হল যে, তারা জাহান্নামী৷

৭/الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ

অর্থ;-আর যারা আরশ বহন করে এবং তার চারপাশে রয়েছে, তারা তাদের রবের সপ্রশংস পবিত্রতা-মহীমা ঘোষণা করে এবং তার প্রতি ইমান রাখে আর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের রব, আপনার রহমত ও জ্ঞান সর্বকিছুতে পরিব্যপ্ত, অতএব যারা তওবা করে ও আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন৷

# সুরা যুমারের ৭৫ আয়াতে বিচারের শেষে আল্লাহর আরশ বহনকারী ও তার চারপাশে তার বন্দনকারী ফেরেশ্তাদের বিষয়ে বলা হয়েছে৷ এখানে তাদের কথাই বলা হচ্ছে৷ মুমিন বান্দা যারা তওবা করেছে ও আল্লাহর পথে চলেছে, তাদের জন্য আল্লাহর কাছে অতি বিনয়ের সাথে নাজাতের জন্য সুপারিশ করবে৷

৮/رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدتَّهُم وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ

অর্থ;-হে আমাদের রব, আর তাদেরকে দাখেল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ দাদা, পতি পত্নি ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরকেও৷ নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়৷৷

# যারা উন্নত জান্নাতের অধিকারী হয়েছে অথচ তাদের বাপ দাদা, পতি পত্নি বা সন্তানগন সাধারণ জান্নাতের অধিকারী হয়ে থাকবে, ঐ ফেরেশ্তাগন তাদের সকলকে একত্রে উন্নত জান্নাত দেবার জন্যও আল্লাহর কাছে সুপারিশ করবে৷

৯/وَقِهِمُ السَّيِّئَاتِ وَمَن تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

অর্থ;-এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন। আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন, তার প্রতি অনুগ্রহই করবেন৷ এটাই মহা সাফল্য৷

বিষয়: বিবিধ

১৩৪৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277291
২৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৬
প্রেসিডেন্ট লিখেছেন : জাযাকাল্লাহ!
মিথ্যাবাদী কাফেররা বলে, কুরআন মুহাম্মদের(সা) বাণী। এজন্য আল্লাহ তায়ালা তাদেরকে কুরআনের অনুরূপ একটি সূরা পেশ করার চ্যালেঞ্জ দিয়েছিলেন।
২৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
221445
শেখের পোলা লিখেছেন : আজও তা চ্যালেঞ্জ হয়েই আছে৷ আপনাকে ধন্যবাদ৷
277294
২৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
সব কিছু যেনেও আজ আমরা দুনিয়ার লোভে এই আয়াতগুলি ভুলে যেতে চাই।
২৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
221446
শেখের পোলা লিখেছেন : ঐ যে শয়তানের সাথে দড়া টানাটানিতে হেরে যাই৷ তাই এ অবস্থা৷ ধন্যবাদ৷
277308
২৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:১২
অনেক পথ বাকি লিখেছেন : কুরআন তো শাশ্বত সত্য এটা অস্বীকার করার কোনো উপায় নেই।
২৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
221447
শেখের পোলা লিখেছেন : তা জেনেও আমরাও মনে সন্দেহ পোষণ করি আর ঠোঁকর খাই৷ ধন্যবাদ৷
277390
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৬
আফরা লিখেছেন : আল্লাহর আটিরিক্ত গুনবাচক নামকে সিফাতে ইজাফী বলা হয়েছে৷৷

সুরা আল মু’মিন এর আরেকটা নাম সুরা গাফির’৷

জাজাকাল্লাহ খায়ের চাচাজান ।
২৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
221448
শেখের পোলা লিখেছেন : আমরা যে নামগুলি জানি ৯৯টি তার বাইরের গুলিকে সিফাতে ইজাফী বলে৷ ঠিকই বুঝেছ৷ ভাল থাক৷
278233
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : জাযাকাল্লাহু খাইর Praying
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
222197
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷
278400
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷
278464
২৬ অক্টোবর ২০১৪ রাত ১০:৩১
ধ্রুব নীল লিখেছেন : অসংখ্য ধন্যবাদ।
২৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
222448
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File