"জাহান্নামের রক্ষীরা জিজ্ঞেস করবে যে, কাফেরদের কাছে কোন রসুল, যিনি আল্লাহ আয়াত আবৃত্তি করতে ও আজকের দিন সম্পর্কে সাবধান করার জন্য এসেছিলেন কি না৷"

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৯ অক্টোবর, ২০১৪, ০৫:২০:৩২ সকাল



সুরা আল যুমার রুকু;-৮ আয়াত;-৭১-৭৫ (শেষ)

কেয়ামতের দিন বিচার পরবর্তী অবস্থার কিছু বর্ণনা নিয়ে আসছে সুরার শেষ রুকুটি;-

৭১/وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاؤُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاء يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ

অর্থ;-কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে৷ তারা যখন সেখানে পৌঁছবে তখন দরজা খুলে দেওয়া হবে এবং (জাহান্নামের) রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রসুল আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াত সমুহ আবৃত্তি করত ও আজকের দিনের ব্যাপারে সতর্ক রত! তারা বলবে, হাঁ, কিন্তু কাফেরদের উপর শাস্তির হুকুম সাব্যস্ত হয়েই গেছে৷

# বিচারে যারা কাফের বা অপরাধী সাব্যস্ত হবে তাদের পরিনতির কথা এ আয়াতে বলা হয়েছে৷ তাদেরকে দলে দলে সর্দারের পিছে জাহান্নামের দিকে নেওয়া হবে৷ সুরা ইউনুসে বলা হয়েছে যে, ফেরাউন তার বাহিনী পিছনে নিয়ে জাহান্নামে প্রবেশ কবে৷ তারা যখন সেখানে উপস্থিত হবে, তখন জাহান্নামের দরজা খোলা হবে, যেমন জেল গেটে আসামী আসলেই তবে দরজা খোলা হয়ে থাকে৷ রক্ষী ফেরেশ্তারা কাফেরদের কাছে জানতে চাইবেন যে, তাদের মধ্য থেকে কোন রসুল যিনি আল্লাহর আয়াত শোনাতেন ও আজকের এই পরিনতীর ব্যাপারে সতর্ক করতেন, এমন কেউ এসেছিল কিনা৷ তা বলবে যে, এসে ছিল তবে শয়তান আমাদের কাফের করেই রেখেছিল৷

৭২/قِيلَ ادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ

অর্থ;-বলা হবে জাহান্নামের দরজা দিয়ে চিরকাল বসবাসের জন্য প্রবেশ কর৷ অহংকারীদের আবাস স্থল কতই না নিকৃষ্ট৷

৭৩/وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاؤُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ

অর্থ;-রবের তাকওয়া কারীদেরকে দলে দলে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে৷ যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে, জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতঃপর সদা বসবাসের জন্য জান্নাতে প্রবেশ কর৷

# প্রথমে জাহান্নামীদের ও পরে জান্নাতীদেরও দলে দলে জান্নাতে নেওয়া হবে, তাদেরকে স্বাগত জানাতে, দরজা খোলা রাখা হবে৷ রক্ষী ফেরেশ্তারা তাদের সালাম দিয়ে বরণ করে চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাতে প্রবেশ করতে বলবেন৷

৭৪/وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَنَا وَعْدَهُ وَأَوْرَثَنَا الْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ الْجَنَّةِ حَيْثُ نَشَاء فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ

অর্থ;-তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমীর উত্তরাধীকারী করেছেন৷ আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব৷ আমল কারীদের পুরষ্কার কতই না চমৎকার৷

৭৫/وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

অর্থ;-আপনি (রসুল সঃ) ফেরেশ্তাগণকে দেখবেন, তারা আরশের চারপাশ ঘিরে, তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছে৷ তাদের সবার মাঝে ন্যায় বিচার করাহবে৷ বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্ব পালক আল্লাহর৷

# আল্লাহর আদালতের এটি শেষ দৃশ্য ও তাঁরই প্রশংসার সাথে যবনিকা পাত৷ জাহান্নামী ও জান্নাতীরা আপন আপন ঠিকানায় যাওয়ার পর দেখা যাবে ফেরেশ্তাগণ আল্লাহর আরশের চতুর্পার্শে তাঁরই বন্দনা গাইতে ব্যস্ত৷ আল্লাহর প্রশাশনিক কাজে মর্যাদা অনুযায়ী ফেরেশ্তা বহাল আছেন৷ বিভিন্ন বিষয়ে তাদের মাঝেও কখনও মত বিরোধ হয়ে থাকবে, অবশেষে আল্লাহ তাদের মাঝেও ন্যায় বিচার-মিমাংসা করেদেবেন৷ আলহামদু লিল্লাহের সাথে বিচারিক কার্যক্রম শেষ হবে৷

(সুরা যুমার শেষ হল)

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275904
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:০২
ফাতিমা মারিয়াম লিখেছেন : যাজাকাল্লাহু খাইর।
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
220000
শেখের পোলা লিখেছেন : আমিন৷ ভাল থাকেন৷ আবার আসবেন৷
275913
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:২৭
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. Beautiful writing. Jajakallahu khair.
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
220002
শেখের পোলা লিখেছেন : অ আলায়কুমুস সালাম৷ আমিন৷ আবার আসবেন৷ ধন্যবাদ৷
275938
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৮
আফরা লিখেছেন : হে আল্লাহ শেষ বিচারে যারা কাফের বা অপরাধী সাব্যস্ত আমাকে আপনি এদের দলে সামিল করিও না ।হে আল্লাহ শেষ বিচারের দিনে যারা রবের তাকওয়া কারী হবে আমি যেন তাদের দলে আপনি সামিল হতে পারি সেই তৌফিক আমাকে দিন।আমীন ।

জাজাকাল্লাহ খায়ের ।
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
220004
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আল্লাহ তোমার বাসনা পূর্ণ করুক৷ ভাল থাক৷
276410
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

দলে দলে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে৷
এই ব্যাপারটা আমাকে খুব আলোড়িত করে!

আধুনিকতা মানুষকে অসামাজিক ও বিচ্ছিন্ন করে তুলছে
আবার মন্দের বেলায় ঐক্যবদ্ধ করছে খুব দ্রুত

বিপরীতে তাক্বওয়াধারীদের অবস্থা ক্রমশঃই অধোগামী I Don't Want To See At Wits' End Thinking

সাথে আছি, জাযাকাল্লাহ Praying
২১ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৬
220827
শেখের পোলা লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ৷
276433
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
শেখের পোলা লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ৷
276841
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
ক্ষনিকের যাত্রী লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান। Good Luck Good Luckখুব ভালো লাগলো Happy Happy Happy
২১ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৭
220828
শেখের পোলা লিখেছেন : আমার আঙ্গিনায় আপনাকে স্বাগতম৷ আবার আসবেন৷ ধন্যবাদ৷
২১ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৯
220829
শেখের পোলা লিখেছেন : আমার আঙ্গিনায় আপনাকে স্বাগতম৷ আবার আসবেন, ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File