টোকাই এর ঈদ আনন্দ

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৭ অক্টোবর, ২০১৪, ০৭:৩৮:৩৬ সকাল



যেথা হতে এলে ঈদ সেথা ফিরে যাও!

বারে বারে এসে কেন মোদেরে কাঁদাও!

চাল চুলো নেই মোর সবই গেছে বানে,

শহরে উঠেছি এসে জীবনের টানে৷

বাড়ি গেছে নদী ভেঙ্গে, বাবা গেছে জেলে,

কারা যেন মা’রে নিছে, যায়নিকো বলে৷

বুজি গেছে প্লাজা ধ্বসে, ফেরেনিকো আর,

মা ছিল পাগল পারা সন্ধানে তার৷

কোথা আছে ছোটবোন, নাই মোর জানা,

আত্মীয় কেউ নেই জানা কি অজানা৷

ফুটপাতে পড়ে থাকি, দিন কিবা রাত৷

পেলে খাই, নইলে উপাস, এমনই বরাত৷

শুনেছি রিজিক আসে জীবনের আগে,

মোর গুলো জমা হল কোথা কার ভাগে!

কোথা মোর ঈদ জামা, কোথা কুরবানী,

কোথা মোর গোশ্ত রুটি, কোথা বিরিয়ানী!

কে দেবে জবাব তার, জানতে যা চাই,

দেবেনা জবাব কেউ, আমিযে ‘টোকাই’৷

৬/১০/’১৪/ টরোন্ট৷

বিষয়: সাহিত্য

১২১৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272078
০৭ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৩
বিন হারুন লিখেছেন : হৃদয়ের অজান্তে চোখে জল এসে গেল.
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
216332
শেখের পোলা লিখেছেন : সমব্যাথি হবার জন্য ধন্যবাদ৷
272080
০৭ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : খুব সুন্দর কবিতা লিখেছেন
ধন্যবাদ
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
216333
শেখের পোলা লিখেছেন : আপনার মন্তব্যে ধন্য হলাম৷ ধন্যবাদ৷
272087
০৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:২২
ফেরারী মন লিখেছেন : জাজাকআল্লাহ... অনেক ভালো লাগলো পড়ে
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
216334
শেখের পোলা লিখেছেন : ভাল যদি লাগে ভবে/আবার আসিও তবে৷
ধন্যবাদ
272107
০৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৬
আফরা লিখেছেন : কবিতা পড়ে মনে ব্যাথা পেলাম । আলহামদুল্লিলাহ ! আল্লাহ আমাদের কত ভাল রেখেছেন ।
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
216336
শেখের পোলা লিখেছেন : অবশ্যই আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ৷ যথা সাধ্য এদের পাশে থাকা আমাদের কর্তব্য৷ ধন্যবাদ৷
272109
০৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৬
দিশারি লিখেছেন : খুবই মর্মস্পর্শী...
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
216339
শেখের পোলা লিখেছেন : মর্মে পশিল যদি নেমে এস ভাই,
আশ পাশে খোঁজনিই যার কিছু নাই৷
ধন্যবাদ৷
272246
০৮ অক্টোবর ২০১৪ রাত ০২:২৬
প্যারিস থেকে আমি লিখেছেন : উফ কি চমৎকার কথার বাহার মন ছুয়ে গেলো।
০৮ অক্টোবর ২০১৪ রাত ০৪:২১
216419
শেখের পোলা লিখেছেন : সত্যই নাকি? ঈদ কেমন গেল?ধন্যবাদ৷
272350
০৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : হৃদয়বিদারক!!! Sad
০৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২০
216587
শেখের পোলা লিখেছেন : ঈদ মুবারক৷
272430
০৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২০
শেখের পোলা লিখেছেন : ঈদ মুবারক৷
272577
০৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
216740
শেখের পোলা লিখেছেন : অ আলায়কুমুস সালাম অরহমাতুল্লাহে অবরকাতুহু৷ আমিন৷ধন্যবাদ৷
১০
274740
১৫ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪৩
পবিত্র লিখেছেন : এটা আগেই পড়েছিলাম চাচাজান, কিন্তু কমেন্ট করতে ভুলে গেছি বোধহয়! Sad
আসলে এদের কথা ভাবলে ভীষণ কষ্ট হয়, ইচ্ছে করে সব টোকাইকে খুঁজে খুঁজে এনে এদের জন্য ঘর, খাবার ও সুন্দর এক জীবনের ব্যবস্থা করি। Day Dreaming Day Dreaming
১৬ অক্টোবর ২০১৪ রাত ০১:৫৫
218775
শেখের পোলা লিখেছেন : যার যার আশে পাশের কটা যদি আমরা সাধ্যমত খোঁজ নিই, কিছু করি তাতেই অনেক৷ এটা আল্লাহর পরীক্ষা৷ ভাল থাক৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File