"আছে অধিকার, ভোগ করিবার৷"
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৪ অক্টোবর, ২০১৪, ০৪:৫২:৩৭ রাত
বড়ব্যাথা লাগে প্রাণে,
তারা কি কখনও জানে,
আরাম আয়েশে দিন কাটে যার,
নদীর ভাঙ্গনে ভাসা,
ফুটপাতে যার বাসা,
জীবনে তাহার কত হাহাকার!
সম মনা রয়েছ যারা
কিছুকি যায়না করা,
এস খোঁজ নিই প্রতিবেশীটার,
যা কিছু আমার আছে,
কিছু নিয়ে তার কাছে,
যদি পারি তার হাঁসি ফোটাবার৷
যদি খুশী হন তিনি,
উপরে রয়েছেন যিনি,
জনম হবে যে সফল তোমার৷
ধরার মালিক যিনি,
সকলি দিলেন তিনি,
আছে অধিকার কাড়িয়া নেবার৷
ধন ঐশ্বর্য্য যাকিছু,
পড়িয়া রহিবে পিছু,
খালি হাতে চলে যাবে পরপার৷
কখন কে বলিতে পারে,
ফেরেশ্তা আসিবে দ্বারে,
সময় পাবেনা শুধরে নেবার
বিষয়: সাহিত্য
১১৪৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো ...
দুরহতে তাই ঈদের শুভেচ্ছা দিলাম৷
ধন্যবাদ৷
দুরহতে তাই ঈদের শুভেচ্ছা দিলাম৷
ধন্যবাদ৷
জীবনকে উপভোগ করার
সেই পায় বেশি সুযোগ
যার আছে ক্ষমতা বাহুর m/ m/ m/
যদি খুশী হন তিনি,
উপরে রয়েছেন যিনি,
জনম হবে যে সফল তোমার৷
যথার্থ বলেছেন, সহমত
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
খুবই সুন্দর - ভালো লাগলো অনেক যাজাকাল্লাহু খাইর
মন্তব্য করতে লগইন করুন