"জিয়ারার চেয়ে পিয়ারা যে, আল্লাহর নামে তাহারে দে৷"
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৩ অক্টোবর, ২০১৪, ০৬:২২:৫৭ সকাল
মনের পশুরে ক্বোরবানী কর,
বনের পশুরে নয়,
মনের গহীনে হায়েনার বাস,
কভুকি স্মরণ হয়?
ঘুষের টাকায় কিনেছ পশু,
নাকি সে সূদের টাকা?
বখশীষ বলে হাতিয়ে নিয়েছ,
গরীবেরে করেছ ফাঁকা৷
কদম রেখোনা ক্বাবার মাটিতে,
নবীর কদম পড়েছে যেথা!
সেথায় তোমার প্রবেশ নিষেধ,
নবীজী ঘুমায় যেথা৷
যদি বয়ে চলে হারামের রক্ত,
সদা শরীরে তোমার৷
কিংবা করে থাক যদি তসরূফ,
কভু জনতার কোষাগার৷
রক্ত কিংবা গোশ্ত যাবেনা,
কখনও দরবারে আল্লার৷
পরিমাপ হবে তাকওয়া যদি
থাকে কিছু অন্তরে তোমার৷
বিষয়: বিবিধ
১৪১১ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর বলেছেন- জাযাকাল্লাহ
অগ্রীম শুভেচ্ছে- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
বনের পশুরে নয়,
মনের গহীনে হায়েনার বাস,
কভুকি স্মরণ হয়?
চরম চরম সুন্দর লেখনি। ঝাক্কাস
ঈদ মোবারক চাচাজান!
চমৎকার কবিতার জন্য জাযাকাল্লাহু খাইরান।
পোষ্টার করার অনুমতি চাচ্ছি।
মন্তব্য করতে লগইন করুন