শুভেচ্ছা ও কৃতঞ্জতা৷

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৫ জুলাই, ২০১৪, ০৮:৩২:১৯ রাত

শ্রদ্ধেয়/স্নেহের সহ ব্লগার ভাই, বোন, ভাতিজা, ভাতিজী গন, আসসালামু আলাইকুম৷

ছয় সপ্তাহ অসহ্য গরম,অস্বাভাবিক যানজট আর ফরমালীনের লীলাভূমী বাংলাদেশে কাটিয়ে প্রবাসের সেই বাবলা তলায় আবার ফিরে এলাম৷ এ সময়টা ব্লগে বড়ই অনিয়মিত ছিলাম তাই জমে থাকা অনেক পড়ার আমন্ত্রনে সাড়াদিতে না পারার অপরাধে অপরাধী হয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি৷ সেই সঙ্গে রমজানের ও ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি৷

দুই দিনের ঢাকা বাসে বেশ কয়েকজন প্রীয় ব্লগার ভাইদের উষ্ণ আতিথেয়তা ভোলার নয়৷ইসহাক খান ভাইয়ের অতীব আগ্রহ, আমাকে আমার ডেরা হতে তার অফিসে নিয়ে যাওয়া ও মেহমানদারীর কাছে আমি চীরকৃতজ্ঞ৷তাদের সঙ্গ ও মহানুভবতা ভোলার নয়৷

এই সঙ্গে সমমনা সকল ব্লগার ও ভিজিটরদের একটা সুখবর জানাতে ইচ্ছা করি, তা হল, আমার উর্দু হতে বাংলায় অনুবাদ করা বয়ানুল কোরআন গ্রন্থাকারে প্রকাশ করার জন্য তার পাণ্ডলীপি জনাব খান ভাই সাদরে গ্রহণ করেছেন৷ অচিরেই তা প্রকাশ হয়ে আপনাদের হাতে আসবে আর আমার ক্ষুদ্র প্রচেষ্টা ও শ্রম সার্থক হবে বলে আশা রাখি৷

সকলের সহযোগিতা ও দোওয়া কামনা করে শেষ করছি৷ ধন্যবাদ৷ আঃ সামাদ/ শেখের পোলা৷

বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242035
০৫ জুলাই ২০১৪ রাত ০৮:৩৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশে ছিলেন তাই ব্লগে ছিলেন না আমি মনে করেছিলাম শেখ নাম থাকে একটু ভাবে আছেন Tongue Tongue
ভাইয়া আপনি আবার ব্লগে নিয়মিত থাকেন সেই প্রত্তাসা। Love Struck Love Struck
০৬ জুলাই ২০১৪ রাত ০৩:১২
187981
শেখের পোলা লিখেছেন : ইন শা আল্লাহ৷
242041
০৫ জুলাই ২০১৪ রাত ০৮:৪৭
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ আপনাকে উত্তম যাযা দান করুন।
০৬ জুলাই ২০১৪ রাত ০৩:১৩
187982
শেখের পোলা লিখেছেন : কি জন্য বুঝলামনা?
০৬ জুলাই ২০১৪ রাত ০৪:৫৮
188010
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনি যে কাজ করেছেন।
242051
০৫ জুলাই ২০১৪ রাত ০৯:২১
সন্ধাতারা লিখেছেন : May almighty accept your hard work and gives you nicest returned for it. Ramjanul Mubarak.
০৬ জুলাই ২০১৪ রাত ০৩:১৪
187983
শেখের পোলা লিখেছেন : Thank you.
242059
০৫ জুলাই ২০১৪ রাত ০৯:২৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কৃতজ্ঞতা
০৬ জুলাই ২০১৪ রাত ০৩:১৬
187984
শেখের পোলা লিখেছেন : অপ্রত্যাশিত আতিথেয়তার জন্যই
242077
০৫ জুলাই ২০১৪ রাত ০৯:৫৯
দ্য স্লেভ লিখেছেন : না জানিয়ে একা গেলেন,খেলেন,পিকচারও দিলেন না। এতকিছু জাতি সহ্য করবে না,তা বলে দিলাম। আর খান ভাইয়ের ডেরায় আমি একবার গিয়েছিলাম। ভদ্রলোক লোক ভাল। আমাকে অনেক কিছু খাওয়ালো Happyতা আপনি কুশলে আছেন তো ? নাকি ফরমালিনে লীন হয়েছেন...??
০৬ জুলাই ২০১৪ রাত ০৩:২১
187985
শেখের পোলা লিখেছেন : আমি ছবি দেওয়ার কৌশল জানি না৷ ওহিদুল ভাই, নেহায়েত ভাই ছবি তুলেছিলেন৷ওনারা দিতে পারেন৷ হাঁ, আলহামদু লিল্লাহ কুশলে আছি৷ গ্রামে ফরমালীন নাই বললেই চলে৷ধন্যবাদ৷
242090
০৫ জুলাই ২০১৪ রাত ১০:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চট্টগ্রামে তো আসলেন না। দেখা হতো।
০৬ জুলাই ২০১৪ রাত ০৩:২৩
187986
শেখের পোলা লিখেছেন : সময়ের স্বল্পতার জন্য আর অসম্ভব গরমও বটে৷ পরের বার ইনশা আল্লাহ৷
242142
০৬ জুলাই ২০১৪ রাত ০৪:৩০
আফরা লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম ।শুনে অনেক খুশী হলাম আপনার অনুবাদ করা বয়ানুল কোরআন গ্রন্থাকারে প্রকাশ হবে ।আপনার লেখাগুলো আপমি পড়েছি আমার অনেক ভাল লেগেছে আমি অবশ্যই কিনব ইনশা আল্লাহ ।আমার জন্য দুয়া করবেন চাচাজান ।
০৬ জুলাই ২০১৪ সকাল ০৭:৪৫
188037
শেখের পোলা লিখেছেন : আফরা মামনি, তোমার দোওয়া কবুল হোক৷ শুভ কামনা রইল৷
258189
২৫ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৮
মাই নেম ইজ খান লিখেছেন : তেমন কিছুই করতে পারিনি বলে ক্ষমা প্রার্থী।

বই প্রকাশের ব্যাপারে ইনশাআল্লাহ শীঘ্রই সুসংবাদ আসবে।
২৫ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৬
201860
শেখের পোলা লিখেছেন : আমি আপনাকে বিরক্ত করবনা, তবে যত শিঘ্র হয় ভাল৷ অনেকেই আমাকে বিরক্ত করছে৷(আমার আত্মীয় বন্ধুরা) ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File