ইসলাম মুক্তি পাক
লিখেছেন লিখেছেন শেখের পোলা ৩০ এপ্রিল, ২০১৪, ০৮:২৫:০৪ সকাল
ইসলাম মুক্তি পাক
বন্ধু ওগো, সবিনয়ে বলি দুটি কথা, মনদিয়ে যদি শোন,
মনের গভীরে ধারণ করিলে, লোকসান হবেনা কোন৷
মূর্খ নবীর জ্ঞানের সাগরে যারা, ডোবালো আপন জাম,
মনে কি পড়ে তাহাদের কথা, কিবা ছিল তাহাদের কাম!
কোরানের রং দেখেছিল তাঁরা, চিনেছিল সবে নবীরে,
অন্তর ছিল অমলীন আর, ইবলীশে ফেলেছিল বাহিরে৷
‘হাজারাল মওত’ হতে ইয়ামন’ যেতে, ছিলনা তাদের শংকা,
বাতিলের গনেশ উল্টিয়ে দিয়ে, বাজালো দ্বীনের ডংকা৷
আমরা তাদের উত্তর সূরী ভাবি,মাঁথা উঁচু করে বলি বটে,
তাদের মত সহ্য, সাহস ও সততা, আছেকি আমাদের ঘটে!
কষ্ট সয়েছে, জীবন দিয়েছে, আপোষ করেনি কাফেরের সাথে,
তোমরা কেমনে বুঝিয়া শুনিয়া, হাত রাখ কাফেরের হাতে!
মুখে মোরা মারি রাজা ও উজীর, শয়তানে পুষি গভীরে,
তাহাদের সনে হতে পারি সম, সে সাহস মোর নাহিরে৷
হুজুর, ইমাম, দরবেশ ও পীর, চেনায় তসবী দানা,
ইসলাম কি বা, জিহাদ কারে বলে, কখনও হয়নি জানা৷
এস মোর ভাই, কোরআন শেখাই, জেহাদের দিই ডাক,
ভেঙ্গে ফেলি যত শির্কের আস্তানা, ইসলাম মুক্তি পাক৷
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভেঙ্গে ফেলি যত শির্কের আস্তানা, ইসলাম মুক্তি পাক৷
হুজুর, ইমাম, দরবেশ ও পীর, চেনায় তসবী দানা,
ইসলাম কি বা, জিহাদ কারে বলে, কখনও হয়নি জানা৷ চমৎকার বলেছেন।
ইসলাম কি বা, জিহাদ কারে বলে, কখনও হয়নি জানা৷
এস মোর ভাই, কোরআন শেখাই, জেহাদের দিই ডাক,
ভেঙ্গে ফেলি যত শির্কের আস্তানা, ইসলাম মুক্তি পাক৷
ধন্যবাদ সুন্দর ও আহব্বানের কবিতার জন্য। ভাল লাগার কবিতা।
ইসলাম বন্দী নয় ইসলামের ধারক ও বাহকরা বন্দী।
ধন্যবাদ।
কোন সেই কবিতা-গান ?
যে কবিতা-গান নষ্ট করে মানুষের ঈমান।
কবিতা-গান লেখা ভালো কথা
কোন সে কবিতা-গান ?
যে কবিতা-গান দীপ্ত করে মুসলিমের ঈমান
মন্তব্য করতে লগইন করুন