' এস হে বৈশাখ' ('প্যারিস থেকে আমি' ভাইয়ের জন্য)
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৬ এপ্রিল, ২০১৪, ০৮:৩১:১০ সকাল
"এস হে বৈশাখ"
হে বৈশাখ, তুমি বার বার এস,
করিব তোয়ায় বরণ৷
কিন্তু মানিবনা তোমার ডিজিটাল-
রূপ আধুনিকী করণ৷
উল্কি নয়, নয় মুখোসে ঢাঁকা মুখ,
ঢলাঢলি নর নারী মিলে,
তুমিতো ছিলেনা কূৎসীত কভূ! দেখিব,
মঙ্গল প্রদীপ জ্বেলে৷
পান্তা ইলিশ ছিলনা তোমার প্রসাদ,
ওটা গরীবের চির সাথী,
কূপীর বাতি বড় বে মানান সেথা,
যেথা জ্বলে সোডিয়াম বাতি৷
কত জনে জান জোটেনা পোষাক,
ঢাঁকিতে আপন সতর,
কত শত অপচয় বল করাও তুমি,
যাপিতে একটি প্রহর!
রাজপথ ছেড়ে দিয়ে নেমে এস দেখি
গ্রাম বাংলার ঘরে ঘরে,
গনেশ পূঁজার সাথে যেথা মহাজন,
হাল খাতা শুরু করে৷
যেথা মিলাদের শেষে মোনাজাত হয়,
শিরণী মিঠাই বাঁটে,
যেথা গ্রাম্য মেলার আয়জন হয়,
হাটে মাঠে ঘাটে৷
টরোন্ট/১৪/৪/’১৪
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
..এসো এসো....মুখে মারব কষে
এসো হে চেতনা ব্যবসায়ী বৈশাখ...এসো..
আবারও জুতোয় গু মাখিয়ে....
মন্তব্য করতে লগইন করুন