"গর্জে ওঠ আরেকবার"
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৪ মার্চ, ২০১৪, ১১:২৫:০৩ রাত
গর্জে ওঠ আরেকবার৷
রক্ত ঝরাতে চাইনা বন্ধু তাইতো ধরিনা অসি,
অশ্রু ঝরাব বলেই এ হাতে তুলিয়া নিয়েছি মসি৷
অসির দাপটে বিশ্ব বিজয়ী হয়েছে যারা এ ভবে,
ধিক্কার নিয়ে গিয়েছে তাহারা, ঘৃণ্য হয়েছে সবে৷
মসির বাহনে ভ্রমন করিয়া যারা বিশ্ব করিল জয়,
বিশ্ব ছেড়েছে তাহারা কিন্তু, স্মৃতীতে মলীন নয়৷
শুভ্র কাগজে মসির আঁচড়ে রচিয়াছে গ্রন্থ কত,
দুঃখ বেদনা, হাঁসি কান্না, জীবনালেখ্য শত শত৷
লক্ষকন্ঠ মসির আঁচড়ে বন্দী, কত শত গ্রন্থগারে,
হঠাৎ যদি তা সোচ্চার হয়, কি হবে কে বলিতে পারে!
অনন্ত অসীম মহান খোদার অমিয় যে ঐশী বাণী,
গ্রন্থীত হল মসির আখরে, মোদের এ কোরান খানি৷
ফেরেশ্তা আসিয়া কহিলেন পড়ো, তোমার সে রবের নামে,
যিনি শেখালেন আদমে না জানা জ্ঞান কলমের মাধ্যমে৷
এই সেই মসি, এইসে কলম, হাতে নাও ভেবে হাতিয়ার,
বল বীর বলে দুখু মিয়ার মত গর্জে ওঠ আরেকবার৷
বৃথা খুঁজে ফের ওমর, আলী, ওসমান, নজরুল, তীতুমীর,
জাগাও নিজের চেতনা এবার বল, আমি বিদ্রোহী মহাবীর৷
আমি ভেঙ্গে চলি নাস্তিক মুরতাদ, কাফেরের আস্তানা,
গরাদ ভাঙ্গিব, শিকল ছিঁড়িব, কোন বাধা মানিব না৷
আমি উন্মাদ, আমি দূর্বার, আমি কলেমার পতাকাবাহী,
নিঃশ্বাসে মোর আল্লাহ রসুল, আমি ফেরদৌসের রাহী৷
সাথে আছে মোর লক্ষ সেনানী, ইমানের বলে বলিয়ান,
বদর দেখেছে, ওহোদ দেখেছে, দেখেছে তাবুকের অভিযান৷
পরাজয় কখনও দেখেনি তাহারা, দেখেছে বিজয়ীর সম্মান,
ক্ষ্যান্ত শুধু সেদিন হবে যেদিন, প্রতিষ্ঠা হবে কোরআন৷
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিদ্রোহী
খুব ভালো লিখেছেন...
আল্লাহ আপনার ইচ্ছা কবুল করুন।
মসিতেও মন্দ নয়,
গায়ে পড়ে যুদ্ধ বাঁধানো
মুসলিমের কাজ নয়.
মুসলিম দূর্গে হানা দেয় যদি
কেহ গায়ে পড়ে,
মুসলিমরাও ছাড়েনা তাদের
(উমর, আলী, ওসমানের)
ইতিহাস এটাই মোদের বলে
মন্তব্য করতে লগইন করুন