"গর্জে ওঠ আরেকবার"

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৪ মার্চ, ২০১৪, ১১:২৫:০৩ রাত



গর্জে ওঠ আরেকবার৷

রক্ত ঝরাতে চাইনা বন্ধু তাইতো ধরিনা অসি,

অশ্রু ঝরাব বলেই এ হাতে তুলিয়া নিয়েছি মসি৷

অসির দাপটে বিশ্ব বিজয়ী হয়েছে যারা এ ভবে,

ধিক্কার নিয়ে গিয়েছে তাহারা, ঘৃণ্য হয়েছে সবে৷

মসির বাহনে ভ্রমন করিয়া যারা বিশ্ব করিল জয়,

বিশ্ব ছেড়েছে তাহারা কিন্তু, স্মৃতীতে মলীন নয়৷

শুভ্র কাগজে মসির আঁচড়ে রচিয়াছে গ্রন্থ কত,

দুঃখ বেদনা, হাঁসি কান্না, জীবনালেখ্য শত শত৷

লক্ষকন্ঠ মসির আঁচড়ে বন্দী, কত শত গ্রন্থগারে,

হঠাৎ যদি তা সোচ্চার হয়, কি হবে কে বলিতে পারে!

অনন্ত অসীম মহান খোদার অমিয় যে ঐশী বাণী,

গ্রন্থীত হল মসির আখরে, মোদের এ কোরান খানি৷

ফেরেশ্তা আসিয়া কহিলেন পড়ো, তোমার সে রবের নামে,

যিনি শেখালেন আদমে না জানা জ্ঞান কলমের মাধ্যমে৷

এই সেই মসি, এইসে কলম, হাতে নাও ভেবে হাতিয়ার,

বল বীর বলে দুখু মিয়ার মত গর্জে ওঠ আরেকবার৷

বৃথা খুঁজে ফের ওমর, আলী, ওসমান, নজরুল, তীতুমীর,

জাগাও নিজের চেতনা এবার বল, আমি বিদ্রোহী মহাবীর৷

আমি ভেঙ্গে চলি নাস্তিক মুরতাদ, কাফেরের আস্তানা,

গরাদ ভাঙ্গিব, শিকল ছিঁড়িব, কোন বাধা মানিব না৷

আমি উন্মাদ, আমি দূর্বার, আমি কলেমার পতাকাবাহী,

নিঃশ্বাসে মোর আল্লাহ রসুল, আমি ফেরদৌসের রাহী৷

সাথে আছে মোর লক্ষ সেনানী, ইমানের বলে বলিয়ান,

বদর দেখেছে, ওহোদ দেখেছে, দেখেছে তাবুকের অভিযান৷

পরাজয় কখনও দেখেনি তাহারা, দেখেছে বিজয়ীর সম্মান,

ক্ষ্যান্ত শুধু সেদিন হবে যেদিন, প্রতিষ্ঠা হবে কোরআন৷

বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197384
২৫ মার্চ ২০১৪ রাত ১২:৪৯
চেয়ারম্যান লিখেছেন : ভালো লাগলো
বিদ্রোহী
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:০৬
147352
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ চেয়াম্যান সাব৷
197443
২৫ মার্চ ২০১৪ সকাল ০৬:৫৮
রাইয়ান লিখেছেন : সুবহান আল্লাহ ! সত্যি , অসাধারণ লেখনি আপনার ভাইয়া ! জাজাকাল্লাহু খায়রান !
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:০৬
147353
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷
197541
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:১২
ফাতিমা মারিয়াম লিখেছেন : নতুন দিনের বিদ্রোহী কবিকে ধন্যবাদ Rose Rose Rose
২৬ মার্চ ২০১৪ রাত ১২:৫৩
147973
শেখের পোলা লিখেছেন : আপনাকও অনেক ধন্যবাদ৷
197809
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
শেখের পোলা লিখেছেন : আপনাকও অনেক ধন্যবাদ৷
২৬ মার্চ ২০১৪ রাত ১২:৫৪
147974
শেখের পোলা লিখেছেন : শুনে আনন্দিত হলাম৷ আবার আসবেন৷
197943
২৫ মার্চ ২০১৪ রাত ০৯:১৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২৬ মার্চ ২০১৪ রাত ১২:৫৫
147975
শেখের পোলা লিখেছেন : শুনে আনন্দিত হলাম৷ আবার আসবেন৷
198060
২৬ মার্চ ২০১৪ রাত ০৩:০৬
ভিশু লিখেছেন : দারুণ!
খুব ভালো লিখেছেন...Happy Good Luck
২৬ মার্চ ২০১৪ সকাল ০৬:৩৪
148057
শেখের পোলা লিখেছেন : কিযে বলেন! চেষ্টার কসুর করিনি তবুও সঠিক হয়েছে কিনা সন্দেহ আছে৷ ধন্যবাদ৷
200247
৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:৪২
egypt12 লিখেছেন : ক্ষ্যান্ত শুধু সেদিন হবে যেদিন, প্রতিষ্ঠা হবে কোরআন

আল্লাহ আপনার ইচ্ছা কবুল করুন।
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
150152
শেখের পোলা লিখেছেন : আমিন!
202036
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৮
বিন হারুন লিখেছেন : অসির জবাব অসিতেই ভাল
মসিতেও মন্দ নয়,
গায়ে পড়ে যুদ্ধ বাঁধানো
মুসলিমের কাজ নয়.
মুসলিম দূর্গে হানা দেয় যদি
কেহ গায়ে পড়ে,
মুসলিমরাও ছাড়েনা তাদের
(উমর, আলী, ওসমানের)
ইতিহাস এটাই মোদের বলে
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৪
151840
শেখের পোলা লিখেছেন : ছন্দ দিয়ে মন্তব্য সুন্দর হয়েছে,ধন্যবাদ৷
204526
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৩
ধ্রুব নীল লিখেছেন : অনন্য...
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৩
153680
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ৷ আপনাকে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File