এমন যদি হয়!

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৬ মার্চ, ২০১৪, ০৬:৪৬:১৩ সকাল



এমন যদি হয়-

রাস্তাঘাটে চলতে কারও থাকবে না আর ভয়৷

ছিনতাই আর রাহাজানী উধাও হয়ে যাবে,

কোট কাছারী গিয়ে সবে ন্যায্য বিচার পাবে৷

দূর্নীতি আর ঘূষ রবেনা, মিথ্যা হবে শেষ,

পিছন হাঁটা বন্ধ হবে, সামনে যাবে দেশ৷

অফিসেতে ফাইল গুলো সচল হয়ে যাবে,

এ ঘর হতে ও ঘর যেতে বাধা নাহি পাবে৷

পুলিশ সবার বন্ধু হবে, হয়রানী না রবে,

মিথ্যা কেসের অজুহাতে রিমাণ্ডে না নেবে৷

বিদ্যাপীঠে বিদ্যা নিয়ে চর্চা শুধুই হবে,

ইভটিজিং আর অস্ত্রবাজী কোথাও নাহি রবে৷

এমন যদি হত-

ছোট্ট মোদের আবাস খানি স্বর্গ হয়ে যেত৷

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192841
১৬ মার্চ ২০১৪ সকাল ০৭:৩৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এমন যদি হত-
ছোট্ট মোদের আবাস খানি স্বর্গ হয়ে যেত৷

Thumbs Up Thumbs Up Rose Rose Good Luck Good Luck
১৬ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৬
143594
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অশেষ ধন্যবাদGood Luck Good Luck Good Luck
192848
১৬ মার্চ ২০১৪ সকাল ০৮:৪৮
হতভাগা লিখেছেন : এমন হবে তবে

শেখের নাতির হাতে যখন ক্ষমতাটা যাবে
১৬ মার্চ ২০১৪ সকাল ০৯:০১
143597
শেখের পোলা লিখেছেন : সামান্য যা গোঁফ আছে তায়
মালিশ করুন তেল,
নয়ত আঠা জড়িয়ে যাবে,
জমবে ভীষণ খেল৷
পাপের চেয়ে মেয়ে সরেস,
মেয়ের চেয়ে নাতি,
ঘটবে তখন যখন যাবে
সূঁইয়ের ফুটায় হাতী৷
192863
১৬ মার্চ ২০১৪ সকাল ১০:২২
প্রবাসী মজুমদার লিখেছেন : ওভাই। এটা কি লিখলেন। সত্যিই চমতকার। অসাধারণ। কবিতার ভাষায় আপনার তুলে আনা কল্পনাগুলো যেন একেবারেই বাস্তব। এ যেন সবার মনের কথাগুলো শব্দের তুলিতে কবিতায় একেছেন।

ধন্যবাদ।

কবিতায় পারে ঘুমন্ত জাগাতে
কবিতাতে হয় বিদ্রোহ
দুঃসময়ে নজরুল কাটিয়েছিল
ঘুমন্তদের মোহ।

কবিতা পারে ক্ষ্যাপাতে জাতিকে
কবিতায় জ্বলে আগুন
কবির তা্ই বড় প্রয়োজন আজি
..........মিলাতে পারিনা।

১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১১
143788
শেখের পোলা লিখেছেন : কবিতায় পারে ক্ষ্যাপাতে জাতিকে,
কবিতায় জ্বলে আগুন,
কবিতায় আনে বৈশাখী ঝড়,
কবিতায় আনে ফাগুন৷
মিলাবার চেষ্টা করলাম, পছন্দ হবে কিনা জানিনা৷ আপনার অনুভুতিকে স্বাগত জানাই, ধন্যবাদ৷
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
143793
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। মিলেছে।
192867
১৬ মার্চ ২০১৪ সকাল ১০:৪৬
আব্দুল গাফফার লিখেছেন :

চমৎকার ছড়া
পড়ে মন জুড়ায় Good Luck Rose
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১১
143789
শেখের পোলা লিখেছেন : পড়ার জন্য আপনাকে ধন্যবাদ৷ আবার আসবেন৷
192868
১৬ মার্চ ২০১৪ সকাল ১০:৫৭
নেহায়েৎ লিখেছেন : এমন দেশের স্বপ্ন দেখি আমিও ঘুমের মাঝে,
ঘুম ভেঙ্গে সব স্বপ্নগুলো ব্যাথা হয়ে বাজে!
নিত্য এমন স্বপ্ন দেখে উঠি সকাল বেলা,
চলবে বলেন আর কতোকাল স্বপ্ন দেখার খেলা?
দেশের মানুষ স্বপ্ন দেখে শান্তি এবং সুখের,
সকালবেলা ঘুম ভাঙ্গলে রক্ত ঝরে বুকের!!
খুনিরা সব রাজা হেথায় আছে যাদের অস্ত্র,
শুধুই সুখের স্বপ্ন দেখে পায়না যারা বস্ত্র।
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
143794
শেখের পোলা লিখেছেন : আল্লাহ বলেন, দোষ করলে,
শাস্তি তুমি পাবে৷
আসবে সুদিন যেদিন মোদের,
শাস্তি চলে যাবে৷
বাঙ্গাল ছিলাম মুসলীম হলাম,
করল আমার দাদা,
খোলস বদলে বাঙ্গালী হলাম,
এমনই মোরা গাধা৷
192903
১৬ মার্চ ২০১৪ দুপুর ০১:২৯
সায়েম খান লিখেছেন : অপেক্ষায় থাকুন আপনার নাতি -নাতনীরা ৪০ বছর পর আপনার স্বপ্ন পূরণ করতে পারে।
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
143798
শেখের পোলা লিখেছেন : ইন শা আল্লাহ! তবে ভরষা পাইনা ৪২ বছরতো দেখলাম৷ আর এখন তো হিন্দীর দৌরাত্মে নাতি নাতনীরা, 'তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত' করছে৷
193026
১৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৫
ফাতিমা মারিয়াম লিখেছেন :


এমন হবে কি?
দুর্নীতি আর সন্ত্রাস উপড়ে ফেলেছি!
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
143799
শেখের পোলা লিখেছেন : উপড়ে ফেলতে পারলে তো শান্তি পেতাম৷ পারছি কই? ধন্যবাদ আপু৷
193268
১৭ মার্চ ২০১৪ রাত ১২:২২
বৃত্তের বাইরে লিখেছেন : এমন কল্পনায় হতে পারে,বাস্তবে না। তবে আপনার কবিতাটা চমতকার হয়েছে, ভালো লাগলো Thumbs Up Rose Good Luck
১৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
144275
শেখের পোলা লিখেছেন : একমত হতে পারলামনা দুঃখীত৷ অতীতে এমন ছিল এবং ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ৷ পড়ার জন্য ধন্যবাদ৷
193327
১৭ মার্চ ২০১৪ সকাল ০৫:২২
প্যারিস থেকে আমি লিখেছেন : বাব্বা, একেবারে জাত কবি।
১৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
144276
শেখের পোলা লিখেছেন : কবি টবি নইতো আমি, মনে যা আসে তাই লিখে যাই৷ ধন্যবাদ৷
১০
193965
১৮ মার্চ ২০১৪ দুপুর ১২:২৩
রাইয়ান লিখেছেন : সামান্য যা গোঁফ আছে তায়
মালিশ করুন তেল,
নয়ত আঠা জড়িয়ে যাবে,
জমবে ভীষণ খেল৷
পাপের চেয়ে মেয়ে সরেস,
মেয়ের চেয়ে নাতি,
ঘটবে তখন যখন যাবে
সূঁইয়ের ফুটায় হাতী৷

দারুন !! অসাধারণ আপনার ছন্দ অভিব্যক্তির প্রকাশ ! আমি মুগ্ধ !!! Thumbs Up Thumbs Up Thumbs Up
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
144816
শেখের পোলা লিখেছেন : 'বাপের' লিখতে 'পাপের' হয়ে গেছে৷ যাইহোক আপনাকে আমার অখাদ্য মুগ্ধ করেছে শুনে নিজেও মুগ্ধ হলাম৷ আবার আসবেন৷
১১
194657
১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:২৬
ধ্রুব নীল লিখেছেন : এমন করে ভাবতে গেলে চোখে আসে জল
আমরা বুঝি মানুষ না, মানুষ নামের কল।

ইচ্ছে হলেই পুড়িয়ে মারে
ইচ্ছে হলেই খুন
ইচ্ছে হলেই মাথায় তোলে
ইচ্ছে হলেই গুম।
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২০
145273
শেখের পোলা লিখেছেন : এটাই হল চেতনা যা,
সাঁঝ সকালে শুনি,
ক'জন মানুষ কমলো আজ
রাতে বসে গুনি৷
এই চেতনের কেতন হাতে
গাইবো মোরা গান,
বিশ্ব রেকর্ড গড়বো মোরা
বাড়বে মোদের মান৷
ধন্যবাদ৷
১২
195168
২০ মার্চ ২০১৪ দুপুর ০২:১৮
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো অনেক শুকরিয়া।
এমন হবে কবে
চোখ জুড়াবে তবে।
২০ মার্চ ২০১৪ রাত ০৮:০৬
145657
শেখের পোলা লিখেছেন : আল্লাহর উপর বিশ্বাস রেখে
ধৈর্য ধরতে হবে৷
ধন্যবাদ পড়া ও ছড়ার জন্য৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File