"আয়াতুল কুরসী'

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৮ মার্চ, ২০১৪, ০৭:৫০:৫১ সকাল



আয়াতুল কূরসী

(কাব্যানুবাদ)

তিনিই হলেন আল্লাহ যাহার, তূল্য পূজ্য নাইতো আর,

চিরঞ্জীব আর সদা প্রভু, ঘুম তন্দ্রা পায়না তার।

দ্যুলোক-ভূলোক যেথায় যাহা সৃষ্টি তা তার নিজের গড়া,

তার সমীপে ওকালতী করবে কে তার হুকুম ছাড়া!

ভূত-ভবিষ্য সব জানা তার, নাই সীমানা জ্ঞান গরিমার।

সাধ্য কি তার নাগাল কে পায়! শুধু যে টুক মর্জ্জি তাহার৷

বেগ জানেনা শাসন তাহার, ক্লান্ত তিনি হননা কভু,

বিশ্ব ব্যাপী কূরসী যাহার, সর্ব শ্রেষ্ঠ মহান প্রভু।

-----------------+-----------------

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188712
০৮ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:৪৮
139998
শেখের পোলা লিখেছেন : অআলাইকুমুস সালাম অয়া রহমাতুল্লাহ৷ আপনাকে ধন্যবাদ৷৷
188717
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:০৫
সজল আহমেদ লিখেছেন : যাযাকাল্লাহু খাইরান।
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:৪৮
139999
শেখের পোলা লিখেছেন : আমিন৷ ধন্যবাদ রইল৷
188761
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:৪৮
দ্য স্লেভ লিখেছেন : যাযাকাল্লাহু খাইরান। আপনি কবিতার ভাষায় দারুন অনুবাদ করলেন Happy
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:৫০
140001
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷ আবার আসবেন৷
188806
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:৪১
সজল আহমেদ লিখেছেন : আয়াতুল কুরসি আরবীতে ও বাংলাতে।
_________________________
বিসমিল্লাহির রহমানির রহিম
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚلَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚلَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗمَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚيَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖوَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚوَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖوَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚوَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ‎ ‎[٢:٢٥٥]
আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।[২:২৫৫]
০৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
140192
শেখের পোলা লিখেছেন : আমার কবিতাও তাই বলে৷ আপনাকে ধন্যবাদ৷
188807
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:৪২
আমি মুসাফির লিখেছেন :
০৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
140193
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আপনার জন্যও দোওয়া রইল৷ধন্যবাদ৷
188828
০৮ মার্চ ২০১৪ দুপুর ১২:২৯
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
০৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
140194
শেখের পোলা লিখেছেন : পড়তে আসার জন্য ধন্যবাদ৷ আবার আসবেন৷
188854
০৮ মার্চ ২০১৪ দুপুর ০১:১৪
সিটিজি৪বিডি লিখেছেন : আামাদের কে প্রতিদিন কোরআনও হাদিস পড়া উচিত। ভালো লাগলো
০৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
140196
শেখের পোলা লিখেছেন : ভাল লাগায় ধন্য হলাম৷ আবার আসবেন৷
188952
০৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
আবু সাইফ লিখেছেন : জাযাকাল্লাহ..



পূজ্য=মা'বুদ হলে বুঝি ভালো হয়!!
০৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
140199
শেখের পোলা লিখেছেন : কবিতার চরণ মেলাতে পূজ্য ব্যবহার করেছি যার মানে উপাস্য৷ পূঁজার গন্ধ পাচ্ছেন বুঝি? সরি৷ এটি বাংলা শব্দ৷ ধন্যবাদ৷ আবার আসবেন৷
০৮ মার্চ ২০১৪ রাত ১১:১২
140315
আবু সাইফ লিখেছেন : সেটাই শুধু নয়-

বরং ছন্দ-মাত্রা মেলাতেও ওখানে মাবুদ বেশী উপযোগী


ইসলামী শব্দের প্রতি আমার দুর্বলতা থাকলেও বাংলা শব্দ ব্যবহারে এলার্জী নেই, জাতীয় কবি নজরুল ইসলাম যেমন লিখেছেন "সজীব করিব মহাশ্মশান"!

কিন্তু যেখানে ইসলামী শব্দ বেশী উপযোগী সেখানেও সেটিকে এড়িয়ে যাওয়াটা কেমন যেন মনে হয়!!
[এটাকে "হীনমন্যতা" বলাও ঠিক মনে করিনা- অন্য কিছু হয়তো!]
189044
০৮ মার্চ ২০১৪ রাত ০৮:৫৮
০৯ মার্চ ২০১৪ রাত ০৮:১৮
140619
শেখের পোলা লিখেছেন : প্যারিসী ফুলে গন্ধ আছে কিনা জানা নাই, তবুও ধন্যবাদ৷
০৯ মার্চ ২০১৪ রাত ১১:৩৮
140735
প্যারিস থেকে আমি লিখেছেন : কেন কেন কেন ?
১০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০১
141065
শেখের পোলা লিখেছেন : কানাডায় কোন ফুলে গন্ধ পাইনা, নাই৷ তাই জানতে চাই৷
১০
189433
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার কাব্যিক অনুবাদ Happy Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up
০৯ মার্চ ২০১৪ রাত ০৮:১৮
140620
শেখের পোলা লিখেছেন : অনেক ধন্যবাদ৷
১১
190512
১১ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৬
ভিশু লিখেছেন : জাযাকাল্লাহ!
Praying Happy Good Luck
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
141665
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আবার আসবেন৷ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File