কবিতা

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৫৭:২৯ সকাল



কবিতা তোমায় জানাই বিদায়,

তবুতো যাওনা ছেড়ে,

পিছে ফিরে চাই, দেখিতে যে পাই,

আবার এসেছো তেড়ে৷

ধৈর্য্য আমার, সয়নাতো আর,

তোমার পিছনে ছুটি,

যত বলি সরো, সোজা পথ ধরো,

এখন তাহলে উঠি৷

কি যে জাদু জানো, টান দিয়ে আনো

আবার আসিয়া বসি,

কলমটি ধরি, খোঁচা খুঁচি করি,

ক্ষয় হয় শুধু মসী৷

আঁকিতে তোমায়,পারিনাতো হায়,

বৃথা যায় মোর চেষ্টা,

সত্যি জানাই, ঘটে কিছু নাই,

বুঝে নিও মোর কেসটা৷

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176121
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৪১
আইমান হামিদ লিখেছেন : ওহে কবি গুরু
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৪
129320
শেখের পোলা লিখেছেন : কবিতো নইগো আমি, লিখি খেয়ালের বশে,
কবিরা ভরে দেয় লেখা, রূপ রঙ্গ রসে৷
176125
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৫৭
শিকারিমন লিখেছেন : কবি হে সিরাম হৈছে !!
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৪
129321
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ লইতে ভুল করবেন না৷
176133
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৪
ফাতিমা মারিয়াম লিখেছেন :



বিদায় দিলেই কাব্য কি আর
যায়গো ছেড়ে হৃদয় হতে!? Smug
একটু গিয়েই ফিরে এসে
জানায়,'আমি আছি সাথে।' Big Hug


তাইতো বলি ছাড়ার চিন্তা
বাদ দিয়ে দেন চিরতরে, Bee
যতন করে রেখে দেন
একেবারে আপন করে। Loser Rose Rose Rose

১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৩
129368
শেখের পোলা লিখেছেন : আপন করে রেখে দিলেই
আপন হবার নয়,
দুঃখ দিয়ে যায় যদি সে,
তাইতো লাগে ভয়৷
176139
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৯
আওণ রাহ'বার লিখেছেন : কবিগো কবি
ওগো কবি
কবিতার কেনো
বিদায় হবি।
কবি গুরু পোলাভাই
ধন্যবাদ জানাই।
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৬
129369
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদের অর্ঘ মোরে
করেদিল ধন্য,
শুভেচ্ছা যা সব টুকই
রইল তোমার জন্য৷
176172
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১১
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকে নোবেল পুরুস্কার দেওয়া উচিত, ধন্যবাদ
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৯
129370
শেখের পোলা লিখেছেন : নোবেল দিয়ে কি হবে ভাই,
গায়ে মাখে না খায়?
নোবেল যাদের পাওয়ার আশা,
তারাই যেন পায়৷
176312
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৭
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৬
129655
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ৷
176366
১২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৬
129656
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ আবার আসবেন৷
177021
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৯
প্যারিস থেকে আমি লিখেছেন : বিদায় জানাবেন না।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:০২
130320
শেখের পোলা লিখেছেন : আপনি যখন বলছেন, কি আর করা৷ ধন্যবাদ৷
177231
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৭
বিন হারুন লিখেছেন : Rose Rose Rose খুব সুন্দর কবিতা Rose Rose Rose
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
130537
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷ আবার আসবেন৷
১০
179268
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৪৬
বৃত্তের বাইরে লিখেছেন : কবিতাকে বিদায় নয় বরং নিয়মিত লিখবেন। বর্ষপূর্তিতে আপনাকেও অভিনন্দন Good Luck Rose

১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৩২
132234
শেখের পোলা লিখেছেন : ইনশাআল্লাহ চেষ্টা করব৷ ধন্যবাদ৷ আবার আসবেন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File