"মনে রেখো আসমান ও জমীনে যা কিছু আছে তা সবই আল্লাহর, মনে রেখো আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তবে অনেকেই তা জানে না৷"

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৯ জানুয়ারি, ২০১৪, ০৫:৫৬:৫৯ সকাল

(উর্দূ বয়ানুল কোরআন এর সংক্ষীপ্ত বাংলা ধারা বাহিক অনুবাদ) পূর্ব প্রকাশিতের পর৷

ইউনুস রুকু;-৬ আয়াত;-৫৪-৬০

আজাব প্রত্যক্ষ করার পর মানুষের মানষীক অবস্থার কিছু বর্ণনা নিয়ে আসছে আলোচ্য রুকুর প্রথম আয়াতটি;

৫৪/وَلَوْ أَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِي الأَرْضِ لاَفْتَدَتْ بِهِ وَأَسَرُّواْ النَّدَامَةَ لَمَّا رَأَوُاْ الْعَذَابَ وَقُضِيَ بَيْنَهُم بِالْقِسْطِ وَهُمْ لاَ يُظْلَمُونَ

অর্থ;-যদি পৃথিবীর সমুদয় বস্তু জালীমদের থাকত, তা সে নিজের মুক্তির বিনিময়ে দিয়ে দিত৷ এবং যখন তারা আজাব দেখবে তখন অনুতাপ গোপন করবে৷ বস্তুতঃ তাদের মিমাংসা ন্যায়ের সাথে হবে আর তাদের প্রতি জুলুম করা হবে না৷

# আজাব প্রত্যক্ষ করে অপরাধীরা নিজেদের অপরাধ গোপন করার চেষ্টা করবে, আর মনে মনে কল্পনা করবে যদি সমস্ত দুনিয়ার সব জিনিষের মালিক আমি হতাম তবে আজ সমস্ত কিছুর বিনিময়ে হলেও রেহাই পাবার চেষ্টা করতাম৷ কিন্তু তেমন সুযোগ কারও জন্যই থাকবে না৷ তবে কারও প্রতি অন্যায় বিচার করা হবেনা৷ আল্লাহর এ ভবিষ্যত বাণী এজন্যই যে, বিনিময়ের পথ বন্ধ হওয়ার আগে দুনিয়ায় থাকতেই সাবধান হও৷

৫৫/أَلا إِنَّ لِلّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ أَلاَ إِنَّ وَعْدَ اللّهِ حَقٌّ وَلَـكِنَّ أَكْثَرَهُمْ لاَ يَعْلَمُونَ

অর্থ;-মনে রেখো, আসমান ও জমীনে যাকিছু আছে সবই আল্লাহর৷ মনে রেখো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তবে অনেকেই তা জানেনা৷

# কেয়ামতের দিন মালের বিনিময়ে মুক্তির কথা ভাববার কথা আগের আয়াতে বলা হয়েছে, এ আয়াতে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, কার মাল কারে দিতে চাচ্ছে৷ সব মালইতো আল্লাহর৷ পার্থিব জীবনেই শুধু ব্যবহারের জন্য তোমাদের তা থেকে কিছু দেওয়া হয়েছিল৷

৫৬/هُوَ يُحْيِي وَيُمِيتُ وَإِلَيْهِ تُرْجَعُونَ

অর্থ;-তিনিই জীবিত রাখেন, তিনিই মৃত্যু দেন৷ এবং তাঁরই কাছে ফিরে যেতে হবে৷

৫৭/يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاء لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

অর্থ;-হে মানুষ, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ বাণী এসে গেছে; এবং অন্তরে যা আছে তার নিরাময়, আর হেদায়েত ও মুমিনদের জন্য রহমত৷

# পবিত্র কোরআনের গুরুত্ব ও মহাত্ম বর্ণনায় এ আয়াত টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ এখানে ধারাবাহিক ভাবে চারটি বিষয়ের কথা বলা হয়েছে৷ যথা-নসিহত, নিরাময়, হেদায়েত ও রহমত৷ আচট বা শক্ত মাটিতে, যে মাটি পানি শোষন করেনা, নরম হয়না, তাতে যেমন ফষল হয়না, তেমনই যে অন্তরে মলিনতা বা পার্থিব প্রলেপ পড়ে শক্ত হয়ে গেছে সেখানে ভাল কথাও ঠাঁই পায়না৷ কোরআনের নসিহত সে অন্তরকে নরম করে, মলিনতা দূর করে হেদায়েতের প্রবেশ পথ বানিয়ে দেয়৷ আর সেই হেদায়েতের পথেই আসে মুমিনের জন্য আল্লাহর রহমত৷

হজরত ওমর এর ইসলাম গ্রহনের পটভূমীকা আমরা অনেকেই জানি৷ এ আয়াতেরই প্রমান৷

আমরা সুরা আলে ইমরাণের ১৪ নং আয়াতে পড়ে এসেছি, সুন্দরী নারী, সন্তানাদী, অর্থ সম্পদকে মনোরম, আকর্ষনীয় করে রাখা হয়েছে, যা মানুষের অন্তরে প্রলেপ দিয়ে অন্তর কে কঠীন করে দেয়৷ কোরআন সে কাঠিন্য দূর করেই অন্তর কে নরম করে দেয়৷ কোরআনই হোক আমাদের একমাত্র পাথেয়৷ আমিন৷

৫৮/قُلْ بِفَضْلِ اللّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُواْ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ

অর্থ;-বলুন, এ কোরআন আল্লাহর অনুগ্রহ ও রহমত হিসেবে, সুতরাং এ নিয়ে উল্লাস করো৷ আর যা কিছু মজুদ কর, তার চেয়ে এটি উত্তম৷

# সেই কোরআনই আমাদের দেওয়া হয়েছে৷ অবশ্যই এটা আল্লাহর অনুগ্রহ৷ আনন্দ উল্লাস যদি করতে হয় তবে এ সম্পদ নিয়েই তা করা উচিৎ৷ আবার যাকিছু মজুদ করা হয় তার চাইতে এর মজুদও উত্তম৷ এ কথায় কেউ না মনে করে ঘরে কোরআন মজুদের কথা বলা হয়েছে, বরং অন্তরে কোরআনের জ্ঞানের মজুদ গড়ে তুলতে বলা হয়েছে৷ হাদীশে আছে, ‘তোমাদের মধ্যে সেই সর্বশ্রেশ্ঠ যিনি কোরআন শিক্ষা করেন ও অন্যকে শেখান৷’

৫৯/قُلْ أَرَأَيْتُم مَّا أَنزَلَ اللّهُ لَكُم مِّن رِّزْقٍ فَجَعَلْتُم مِّنْهُ حَرَامًا وَحَلاَلاً قُلْ آللّهُ أَذِنَ لَكُمْ أَمْ عَلَى اللّهِ تَفْتَرُونَ

অর্থ;-তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের জন্য আল্লাহ যে রিজিক দান করেছেন, তোমরা তার কিছু হালাল করেছ আর কিছু হারাম করেছ! আপনি বলুন, আল্লাহ কি তোমাদের অনুমতি দিয়েছেন, না তোমরা আল্লাহর প্রতি মিথা আরোপ কর৷

৬০/وَمَا ظَنُّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللّهِ الْكَذِبَ يَوْمَ الْقِيَامَةِ إِنَّ اللّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَـكِنَّ أَكْثَرَهُمْ لاَ يَشْكُرُونَ

অর্থ;-কেয়ামত সম্পর্কে যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, তাদের কি ধারণা? আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহই করেন৷ কিন্তু অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করেনা৷



# আল্লাহ তায়ালা মানুষের জন্য অফুরন্ত রিজিক দান করেছেন৷ দিনে দিনে মানুষের সংখ্যা বেড়ে চলেছে তাই বলে পৃথিবীতে খাদ্যের ঘাটতি পড়েনি৷ সাময়িক আমরা যা ভোগ করি তা মনুষ্য বানানো বন্টন রীতি ও সীমানা নির্ধারণের কারণে৷ সেই রিজিকের হালাল হারামও আল্লাহই বলে দিয়েছেন৷ কিন্তু মানুষ বা জাতি নিজ ইচ্ছা মত তার ব্যাতিক্রম করে আল্লাহর উপর দায় চাপায়৷

কেয়ামতের ব্যাপারেও মানুষ মনগড়া কথা বলে, কেউ তাকে উপহাস করে৷ আবার কেউ বলে, আমাদের সব দায় আমাদের নবী নিয়ে গেছেন৷ এ গুলোও মনগড়া৷ আল্লাহ যা ঘোষনা দিয়েছেন, তার বরখেলাপ হবেনা৷ আর কারও উপর অবিচার করাও হবেনা৷ সর্বাবস্থায় বান্দার কৃতজ্ঞ হওয়া উচিৎ৷

বিষয়: বিবিধ

১৮১৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160638
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৩৩
টাংসু ফকীর লিখেছেন : আলহামদুলিল্লাহ, যাযাকাল্লাহ
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৩৬
115011
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷
160640
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৩৫
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷
160642
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৪৮
ধ্রুব নীল লিখেছেন : মনে রেখো, আসমান ও জমীনে যাকিছু আছে সবই আল্লাহর৷ মনে রেখো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তবে অনেকেই তা জানেনা৷
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:০১
115039
শেখের পোলা লিখেছেন : অবশ্যই মনে রাখতে হবে৷ ধন্যবাদ৷
160645
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪১
ফাতিমা মারিয়াম লিখেছেন : যাজাকাল্লাহ Praying
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:০২
115040
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আপনার জন্যও রইল শুভ কামনা৷
161116
১০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অনেক ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ একটা লেখা উপহার দেয়ার জন্য।
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৩
115492
শেখের পোলা লিখেছেন : কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ৷ আবার আসবেন৷
162691
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৫
সাইদ লিখেছেন : অনেক ভালোলাগলো।আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দেন।
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৬
117159
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আবার আসবেন৷ধন্যবাদ৷
164651
২০ জানুয়ারি ২০১৪ রাত ০১:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহই আমাদের রব,আর কোন ইলাহ নাই,তিনি আমাদের একমাত্র রিজিকদাতা।
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৩
119172
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ আপনাকে৷
167104
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:২৬
আলোকিত ভোর লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:২৭
121610
শেখের পোলা লিখেছেন : সাথে থাকার অনুরোধ রইল৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File