"দুঃশ্চিন্তা"
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:২৫:৪৭ সন্ধ্যা
বঙ্গাকাশে ঝড় উঠেছে,
ঢেউ উঠেছে ফুলে,
বুবু দেখেন নৌকাখানি
ডুববে এবার দুলে৷
বুবু বলেন, ওরে সূরো,
উপায় হবে কি?
বলদ একটা পোলা আমি
পেটে ধরেছি,
কথায় কথায় চমক দেখায়,
আস্ত ষাঁড়ের লাদি,
নৌকা যদি ডোবেরে ভাই,
কূল পাবনা কাঁদি৷
ইনু বলে ও হাসু বু,
চিন্তা কর মিছে৷
নাইকো তোমার কোন ভয়
দাদা আছে পিছে৷
চিন্তা কর মোদের কথা
উপায় কর বার,
পচা ডিম আর ছেঁড়া জুতা
কত খাব আর!
গুম্ফো মিজান উঠে বলে,
মিছাই কর ভয়,
ডিম জুতা বা ধোলাই খেলে,
কিইবা ক্ষতি হয়!
এইতো সেদিন বিদেশেতে
এল যারা তেড়ে,
যাই বা করুক, নিয়েছে কি
ইজ্জত আমার কেড়ে!
মাল মুহীতে বলে রাবিশ!
চুলকে টেকো মাথা,
কোথায় গেল র্যাব পুলিশ আর,
মখা গেল কোথা!
লাগে টাকা দেব আমি,
ফাইল করো কেস,
আইন করে ফাইন কর,
সবই হবে শেষ৷৷
বিষয়: বিবিধ
১৯৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন