" ডাক দিয়ে যাই"
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৯ আগস্ট, ২০১৩, ১০:৩২:১২ রাত
ঘুনে ধরা এ সমাজে
এমন ঐশী জন্ম নিক,
হারাম খাওয়া মা বাবা রে
এমন করেই শিক্ষা দিক৷
হয়তো বা তায় নড়বে টনক
সমাজপতি কর্তাদের,
এ কাল ছেড়ে সে কালেতে,
কান মলে সব ফিরবে ফের৷
মৌলবাদী বলে যাদের
মুখের পরে বলছ ছিঃ,
তাদের ঘরে এমন খবর
কদাচিতও ঘটছে কি?
তোমরা বানো জমির চাচা,
ওদের করো ঐশী লাকী,
আমরা শুধু বিলাপ করি,
এ সমাজে হচ্ছে কি!
শেষ হয়নি সময় আজও
খালেস দীলে তওবা কর,
হারাম খাওয়া সাঙ্গ করে
কোরান হাদীশ আঁকড়ে ধর৷
ক্ষণকালের এ ভূবনে
মনমননে শান্তি পা,
চীরস্থায়ী আখেরাতের
সনদ খানি নিয়ে যা৷
মরহুমেরা তাকিয়ে আছে
ভাগ বসাতে পূণ্যে তোর,
কেমন করে দেখবি তোরা,
দুই চোখে তোর আঁধার ঘোর৷
বুঝবি যখন গত হবি,
এ সব প্যাচাল মিথ্যা না,
আমি অধম ডাক দিয়ে যাই,
সুযোগ তখন থাকবে না৷
১৯/৮/১৩ টরোন্ট৷
বিষয়: বিবিধ
১৬২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন