বোশেখ এল (পূনঃ প্রচার করা হল৷)

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৫ এপ্রিল, ২০১৩, ০২:৩৯:০৬ রাত

বোশেখ এল

চৈত্র গেল বোশেখ এল, নতুন বছর সাথে,

দোকানদারে লিখবে হিসাব নতুন খাতার পাতে।

মণ্ডামিঠাই বিলিয়ে তারা তুলবে বাকী ঘরে,

উৎসবেরই আমেজ রবে সারাটি দিন ধরে।

সাজবে দোকান ফুল পাতাতে, রঙিন কাগজ দিয়ে,

নতুন বছর শুরু নিয়ে উঠবে নেচে হিয়ে।

মিঁয়া দেবেন শিরণী মিলাদ, দাদা গনেশ পূঁজা,

সবার ঘরে সবার দাওয়াত, হিসাব বড়ই সোজা।

গ্রাম গঞ্জে বসবে মেলা, জমবে বেচা কেনা’

ঈশান কোনে কালো মেঘের হবে আনা গোনা।

উতাল হবে মাতাল হাওয়া, ধুলোর মিছিল পিছে,

সারাদিনের সব আয়োজন এক নিমেষেই মিছে।

গাছ গাছালী পাখ পাখালী, কাঁপবে থরথর,

ঘাড় মটকে দেবে কারও, ভাঙবে কারও ঘর।

টিনের চালা খড়ের পালা, হারিয়ে যাবে কত,

এক নিমেষে ঘটবে এসব ভেল্কি বাজীরর মত।

আম বাগানে কাঁচা আমের গড়াগড়ি খেলা,

হঠাৎ করেই আঁধার হবে, ফুরিয়ে যাবে বেলা।

১৭/০৪/২০১২,

বিষয়: সাহিত্য

১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File