বাপের বেটা সাদ্দাম - সাহসের ইতিবৃত্ত
লিখেছেন লিখেছেন রক্তলাল ২৯ জুলাই, ২০১৫, ০৮:২৯:৩০ সকাল
সাহস প্রদর্শনের কত রকম ভেলকিবাজী -
ইনু, হাসিনা, লতিফের সাহস পুলিশের জাংগির নীচে ঢুকে -
চাপাতিলীগের সাহস হাসিনার মত লেডী হিটলার ক্ষমতায় থাকলে -
রাজন রে যে মেরেছে তার সাহস নিরীহ গরিব শিশুদের সাথে -
বি এস এফ এর সাহস ফেলানীর মত অসহায়কে কাঁটাতারে ঝুলিয়ে -
সাহেবদের স্ত্রীর সাহস ঘরের ছোট্ট কাজের মেয়ের সাথে -
কিছু অথর্বের সাহস মজলুমের উপরে খড়গ তুলে -
কিছু বলদের সাহস উপরের সবকটি কারনে - যেমন ফখরুল পাগলা।
হতচ্ছাড়ার এমন বাহাদুরী জামাতের ব্যাপারে কারণ তার মুনিব ছাত্রলীগের চেলা চামুন্ডারা তার পিঠের ছাল তুলে ফেলবে।
চাপাতিবাজ কুত্তালীগকে তেল দিতেই জামাতের ব্যাপারে তার যত বিস্টা দস্তা দস্তা।
মানুষের রুহ, আত্মা আর ঈমান থাকলে সে সবার ভালমন্দ নিয়ে লিখত এতই যদি শখ।
তার কাছে একমাত্র সাহস হচ্ছে জামাতকে গালি দেওয়া।
অন্য অন্যায়কারীদের অন্যায়ের প্রতিবাদ করলে হয়ত তাকে বলদ বানিয়ে দিবে (শারীরিক ভাবে)। সেই ভয়ে অন্য অন্যায়ের ব্যাপারে মুখ খোলেনা।
সে দাবী করে কারো চোখ রাঙ্গানি ভয় পায়না। আরে বেটা, চাপাতিলীগের গুন্ডা পান্ডাদের ভয়ে তোর পেন্ট ভিজে আছে আর তুই নাকি ছোখরাঙ্গানী ভয় পাসনা। বেটা কি পাগল এবং মাতাল? মানে পাগতাল?
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফখরুল বনাম রক্তলাল
তবে আমি ঝালমুড়ি লাইক করি। তয় আগে পিছে আদার এক্টিভিটিস ইনভলভড।
মন্তব্য করতে লগইন করুন