অদ্ভুত সব মহাজাগতিক যুক্তি -

লিখেছেন লিখেছেন রক্তলাল ১৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:১২:০৩ সন্ধ্যা



হাছিনা আর তার রকেট সাইন্টিস্ট ভোদাইদের কি অসাধারণ সব যুক্তি -

[] যেহেতু খালেদা অভুক্ত নয় তাই তার বাড়ির সামনে থেকে খাবার ডাকাতি করে নিয়ে যাও।

[] যেহেতু বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের পেছনে বাঁশ দিয়েছে সেহেতু এখন জনগণের পেছনে ওয়াসার পাইপ ঢুকিয়ে দিলেও প্রতিবাদ করা যাবে না।

[] বিএনপির মিত্র হলে যুদ্ধোপরাধী, আওয়ামীর হলে পায়ে ধরে আশির্বাদ নিতে রাজি।

[] মদ, গাজা, চাদাবাজি, টেন্ডারবাজি করেনা তারপরও শিবির জঙ্গি, কিন্তু খুনিদের অভয়ারণ্য ছাত্রলীগ এর এরা সোনার ছেলে।

[] আল্লাহ রাসুল(সাঃ) নিয়ে বিচ্ছিরি খুবিস্তামি লিখলে মত প্রকাশের স্বাধীনতা। মুজিব, হাসিনা খুনির বিরুদ্ধে বললে জেল, মামলা, হয়রানি, গ্রেফতার।

[] মেজরিটি আসনে নির্বাচন ছাড়াই নির্বাচিত হয়ে যায়। বিএনপি জামাতের জনপ্রিয়তা ৬০% এর উপরে হলেও এরা তালেবান, আই.এস.।

এই পর্যায়ের ডাকাতদের শুধু মুগুরের বাড়ি!

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304796
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৪২
মোতাহারুল ইসলাম লিখেছেন : তারা আওয়ামী লীগ এ জন্যই তারা ক্ষমতায় থাকবে, সেটা যে ভাবেই হোক, এটাই তাদের যুক্তি।
304817
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৩
সাদাচোখে লিখেছেন : গুন্ডাপান্ডা, ধর্ষক, খুনি, উন্মাদ ও জাত অপরাধীর কাছে আপনি যুক্তিজ্ঞান প্রত্যাশা করেন - এটা আপনার সীমাবদ্ধতা বই অন্য কিছু বলে আমার মনে হচ্ছে না।

হত্যা নির্যাতন ও হয়রানী দেখে কিংবা পড়ে আপনি আমি বোরড ফিল করি কিনা, কিংবা কে জানে মন খারাপ করি কিনা - এটা ভেবে - ওনারা কষ্ট করে উপরোক্ত বক্তব্য সমূহ রাখেন (যুক্তিবোধ ওনাদের ডিকশনারীতে নেই) - যাতে আপনি, আমি সহ বিশ্ববাসীরা একটু বিনোদিত হতে পারি, একটু হাসতে পারি।

সো দয়া করে বিনোদিত হোন, প্রান খুলে হাসুন।
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪৫
246598
রক্তলাল লিখেছেন : মুগুরের বাড়ি এরকম মানসিক ব্যাধির ওষুধ তাও লিখেছি।
হাসতাম যদি এসব যাত্রাপালায় করত।
দেশের মানুষ মেরে, বারোটা বাজিয়ে করতেছে - তাই মুগুর রেডি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File