উনি কি মুখ ফসকে আসল কথা বলে ফেলল?
লিখেছেন লিখেছেন রক্তলাল ১৮ জানুয়ারি, ২০১৫, ০১:০৪:৫৩ দুপুর
হাসিনার হাবা পুত্র নির্বাচন নাটকের আগে মুখ ফসকে বলেছিল তার কাছে তথ্য আছে অাওয়ামীরা ক্ষমতায় আসবে (আসলেই জানত - কারণ, 'র' এর হেডকোয়ার্টার থেকে তাকে আগেই ব্লু-প্রিন্ট দেয়া হয়েছিল। সেটা গোপন রাখতে পারেনি)।
তেমনি বেনজির কি বলে দিল হেফাজতের সময় কত মানুষ খুন করেছে?
এটা হচ্ছে বেনজিরের মুখের কথা, নীচে কোট দেয়া হল -
কিন্তু ৭০ অথবা ৭০০ মানুষ জনগণের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ ঘোষণা করেছে। আর কষ্টে আছি আমরা। দেশবাসীকে সঙ্গে নিয়ে এগুলোকে ২০১৩ সালে আমরা একবার রুখে দিয়েছি, এবারও রুখে দেব ইনশাআল্লাহ।
এর মানে এর আগেও সে ৭০০ মানুষ রুখে দিয়েছে বা হত্যা করেছে। তাহলে অনেকের মতে যে বলা হয় হেফাযতের সমাবেশে শত শত লোক হত্যা করা হয়েছে -
বেনজিরের এই উক্তিই কি তার প্রমাণ?
এবং এখনো সেই পরিকল্পনা চলছে?
বেনজিরের হাত এখনি ভেংগে দিতে হবে তার আক্রমণ এবং মানুষ হত্যার আগেই। না হলে তারা আবারও পিলখানা ও শাপলা চত্বরের মত ম্যাসাকার করবে।
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সামনের দিকে নয়.. পিছনে..
টুমরো ব্লগ এমনিতেও দৌড়ের উপর আছে , তার মধ্যে আপনাদের মত কিছু মাথানষ্ট ব্লগার ব্লগটাকে চিরদিনের মত বন্ধ করার একটা লেভেল ফিল্ড করে দিচ্ছেন ।
আরো উন্নতভাবে করা হবে।
বাশের কেল্লাওত বন্ধ হয় করা, কিন্তু বন্ধ থাকে? যে যুগে ইনটারনেট টিভি ছিলনা সে যুগেও স্বৈরাচারের পতন ঘটেছে।
এসব বন্ধ করা তাদের নিজেদের বোকামি।
মন্তব্য করতে লগইন করুন