উনি কি মুখ ফসকে আসল কথা বলে ফেলল?

লিখেছেন লিখেছেন রক্তলাল ১৮ জানুয়ারি, ২০১৫, ০১:০৪:৫৩ দুপুর



হাসিনার হাবা পুত্র নির্বাচন নাটকের আগে মুখ ফসকে বলেছিল তার কাছে তথ্য আছে অাওয়ামীরা ক্ষমতায় আসবে (আসলেই জানত - কারণ, 'র' এর হেডকোয়ার্টার থেকে তাকে আগেই ব্লু-প্রিন্ট দেয়া হয়েছিল। সেটা গোপন রাখতে পারেনি)।

তেমনি বেনজির কি বলে দিল হেফাজতের সময় কত মানুষ খুন করেছে?

এটা হচ্ছে বেনজিরের মুখের কথা, নীচে কোট দেয়া হল -

কিন্তু ৭০ অথবা ৭০০ মানুষ জনগণের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ ঘোষণা করেছে। আর কষ্টে আছি আমরা। দেশবাসীকে সঙ্গে নিয়ে এগুলোকে ২০১৩ সালে আমরা একবার রুখে দিয়েছি, এবারও রুখে দেব ইনশাআল্লাহ।


এর মানে এর আগেও সে ৭০০ মানুষ রুখে দিয়েছে বা হত্যা করেছে। তাহলে অনেকের মতে যে বলা হয় হেফাযতের সমাবেশে শত শত লোক হত্যা করা হয়েছে -

বেনজিরের এই উক্তিই কি তার প্রমাণ?

এবং এখনো সেই পরিকল্পনা চলছে?

বেনজিরের হাত এখনি ভেংগে দিতে হবে তার আক্রমণ এবং মানুষ হত্যার আগেই। না হলে তারা আবারও পিলখানা ও শাপলা চত্বরের মত ম্যাসাকার করবে।

বিষয়: বিবিধ

১৩২৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300642
১৮ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৩
অনেক পথ বাকি লিখেছেন : সরকার উনাকে নিয়োগ দিয়েছেন কারণ উনি সরকারের অনুগত বলেই। এ নিয়ে মাতামাতির কি আছে।
১৮ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৯
243265
রক্তলাল লিখেছেন : ঠিক। সবাই মিলে তাকে ক্যাকটাস (এমেরিকার এরিযোনার বড় কাটাওয়ালাগুলো) উপহার দেওয়া উচিত।

সামনের দিকে নয়.. পিছনে..
300643
১৮ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪২
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : তার নামটাই তো "বে-নজির" যার অর্থ যার কোন নজির নাই।
১৮ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৩
243266
রক্তলাল লিখেছেন : হিংস্র কুকুর যার বিষদাত না ভাংগলে অচিরেই খুন ঝরাবে...

300646
১৮ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২৪
মোতাহারুল ইসলাম লিখেছেন : এগুলোতো ওপেন সিক্রেট, এখন এলোমেলো ভাবে প্রচন্ড মানসিক চাপ থেকে নগ্ন সত্য কথা বেরিয়ে এসেছে। সত্য বলার জন্য ধন্যবাদ।
300650
১৮ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৬
হতভাগা লিখেছেন : ভাই একটু রয়ে সয়ে কথা বলেন ।

টুমরো ব্লগ এমনিতেও দৌড়ের উপর আছে , তার মধ্যে আপনাদের মত কিছু মাথানষ্ট ব্লগার ব্লগটাকে চিরদিনের মত বন্ধ করার একটা লেভেল ফিল্ড করে দিচ্ছেন ।
১৮ জানুয়ারি ২০১৫ রাত ১০:০৫
243287
রক্তলাল লিখেছেন : আবার খোলা হবে।
আরো উন্নতভাবে করা হবে।
বাশের কেল্লাওত বন্ধ হয় করা, কিন্তু বন্ধ থাকে? যে যুগে ইনটারনেট টিভি ছিলনা সে যুগেও স্বৈরাচারের পতন ঘটেছে।

এসব বন্ধ করা তাদের নিজেদের বোকামি।

300655
১৮ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৫৭
আমি মুসাফির লিখেছেন : বেনজিরের হাত এখনি ভেংগে দিতে হবে তার আক্রমণ এবং মানুষ হত্যার আগেই। না হলে তারা আবারও পিলখানা ও শাপলা চত্বরের মত ম্যাসাকার করবে।
300712
১৮ জানুয়ারি ২০১৫ রাত ১১:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মুখ ফসকে বলেন নাই। যা বলেছেন নিজের উন্নতির কথা ভেবেই বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File