হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে বলছি

লিখেছেন লিখেছেন হোসাইন আহমাদ ১৮ জানুয়ারি, ২০১৫, ১২:১৮:০৮ দুপুর

আমি হেফাজতে ইসলামের একজন সমর্থক ও এই সংগঠনটি বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থায়ীভাবে আসন করে নিক-এই কামনা করি। হেফাজতে ইসলামের ৫ মের পরের কর্মকান্ড দেখে আমি আশাহত। হেফাজতের নেতৃবৃন্দকে অনুরোধ করবো, এই সংগঠনটিকে সুদৃঢ় করার লক্ষে নিম্নের পদক্ষেপগুলো গ্রহণ করুনঃ

১। দেশের প্রতিটি ইউনিয়নে হেফাজতের কমিটি গঠন করুন।

২। মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খাদিম, কওমী-আলিয়া মাদরাসার শিক্ষক-ছাত্র, স্কুল-কলেজ এর ছাত্র-শিক্ষকগণকে এই সংগঠনের ছায়াতলে একত্রিত করার চেষ্টা করুন।

৩। প্রাথমিকভাবে একটি অরাজিনৈতিক সংগঠন হিসেবে ধর্মীয় মূল্যবোধ, ইসলামিক সংস্কৃতির প্রবর্তন, ইসলামী সমাজ ব্যবস্থার প্রবর্তন, মোট কথা তৃণমূল পর্যায়ে মানুষের আকিদা-বিশ্বাস পরিবর্তনের মাধ্যমে সামাজিক বিপ্লব সৃষ্টির চেষ্টা করুন।

৩। কেন্দ্রীয় কমিটি-বিভাগীয় কমিটি-জেলা কমিটি-থানা কমিটি-ইউনিয়ন কমিটি-ওয়ার্ড কমিটি এভাবে কমিটি গঠন করে একটি সাংগঠনিক অবকাঠামো তৈরী করুন। মনে রাখতে হবে যে কোন সংগঠনের মূল হলো ওয়ার্ড ও ইউনিয়ন। যে সংগঠন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে শাখা-প্রশাখা বিস্তার করতে পেরেছে তাদের সাংগঠনিক ভিত্তি অনেক মজবুত।

৪। ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির জন্য সাপ্তাহিক মিটিং, থানা কমিটির জন্য মাসিক মিটিং, জেলা ও বিভাগীয় কমিটির জন্য ত্রৈমাসিক মিটিং এবং কেন্দ্রীয় কমিটির একটি করে ষাম্মাসিক সমাবেশ এর ব্যবস্থা করুন।

৫। ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির অধীনে ইসলামিক পাঠাগার, বয়স্কদের নূরানী শিক্ষা, বালক-বালিকাদের জন্য নূরানী মাদ্রাসা, জামাতের সাথে নামাজের জন্য দৈনিক চার্ট ও হাজিরা ইত্যাদি কর্মসূচীর ব্যবস্থা করুন। এবং সকল কর্মসূচীর তদারকী কেন্দ্রীয়ভাবে করে তার সংরক্ষণের চেষ্টা করুন। এতে ইনশা আল্লাহ সফলতা আসবে বলে আশা করি। নচেৎ ভবিষ্যতে ভয়াবহ পরিনতির জন্য অপেক্ষা করুন



বিষয়: বিবিধ

৩৮৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300638
১৮ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২৮
হতভাগা লিখেছেন : হেফাজতে ইসলামের নেতারা ভীরু । ৫ই মে এর পর ওরা অনেকটা গুটিয়ে নিয়েছে।

বাবু নাগরীর সেই কাতর চেহারা হেফাজতের লোকদের আরও বেশী ভড়কে দিয়েছে ।

হেফাজত অন্তত আওয়ামী লীগের সাথে পাঙ্গা নিতে যাবে না এটা মোটামুটি বলাই যায়।
300641
১৮ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২০
অনেক পথ বাকি লিখেছেন : পরামর্শগুলো ভালো লাগলো।
300647
১৮ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২৬
মোতাহারুল ইসলাম লিখেছেন : হেফাজতের আশা হেফাজত করে লাভ নেই। আওয়ামি লীগ তাদের মাদ্রাসায় সাহায্য করে এতেই তারা খুশী।
300713
১৮ জানুয়ারি ২০১৫ রাত ১১:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
এই কর্মসুচি গুলি নিজস্ব উদ্যোগেও করতে পারেন।
300879
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৫৬
sarkar লিখেছেন : হেফাজত আসলে হেফাজতে নেই।সেটা হেয়ানত হয়ে গেছে হাসিনার কাছে।
301328
২২ জানুয়ারি ২০১৫ রাত ১০:৫০
অবুঝমন লিখেছেন : হেফাযত কোন ব্যক্তির স্বার্থে কাজ করে না।ইসলামের উপর আঘাত করে দেখুক না, হেফাযত আছে না নাই বুঝা যাবে।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File