::::সফলতার জন্য স্বপ্ন::::

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ২৩ ডিসেম্বর, ২০১৩, ১১:৫১:২৪ রাত

প্রখ্যাত যাদুকর David Copperfield স্বপ্ন সম্পর্কে বলেন, Dreams are not a matter of chance but a matter of choice. স্বপ্ন মানুষের সফলতার ক্ষেত্রে বাধাগুলি দূর করে। সফলতাই মানুষের জীবনে চরম পাওয়া। আর সফলতা হচ্ছে- কার্যকর দৃষ্টিভঙ্গি দিয়ে ধৈর্য্য সহকারে কর্মের প্রতিকূলতাকে অতিক্রম করার নাম। সফলতা আসে আত্মবিশ্বাস থেকে, আত্মবিশ্বাস আসে অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতা আসে অধ্যাবসায় থেকে, অধ্যাবসায় আসে লক্ষ্য থেকে আর লক্ষ্য আসে স্বপ্ন থেকে। বুঝা গেল স্বপ্নই সফলতার কুড়েঘর। আসুন আমরা সফল হওয়ার জন্য স্বপ্ন বড় করতে শিখি। আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সমীক্ষা, গবেষণা ও অনুসন্ধানে স্বপ্ন বড় করার ১১ টি কার্যকরী পদ্ধতি FB ফ্রেন্ডদের কল্যাণে প্রকাশ করলাম। তা হল-

১.স্বপ্ন বড় করার জন্য ইমাজিনেশন ও মেডিটেশন করা।

২.মটিভেশনাল বই পড়া।

৩.মটিভেশনাল ভিসিডি দেখা।

৪.অভিজ্ঞ, জ্ঞানী এবং উচু ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সাথে মিশা।

৫.যারা বড় বড় স্বপ্ন দেখে তাদের সাথে মিশা।

৬.যারা গোছালো, লক্ষ্য-উদ্দেশ্য আছে, পজিটিভ, ক্রিয়েটিভ, ও প্রো-একটিভ তাদের সাথে মিশা।

৭.বড় ও প্রশস্ত রাস্তায় যাওয়া।

৮.সমুদ্রে ও পাহার পর্বতে যাওয়া।

৯.বড় সমাবেশ, মিছিল, মেরাথন ট্রেনিং ও বড় হাট-বাজারে যাওয়া।

১০.সেলিব্রেশন প্রোগ্রামে যাওয়া এবং

১১.বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ ও ফেইসবুকের তথ্য ঘাটা। হীনমন্যতা, ভয়, ঝুঁকি, আলস্য ও অযুহাত করে পদ্ধতিগুলো বাস্তবায়ন করলেই স্বপ্ন বড় হবে অর্থাৎ উচ্চাকাক্সক্ষা জাগবে। ছোট স্বপ্ন মানুষকে ছোটই করে রাখে আর বড় স্পপ্ন মানুষকে সফল করে।

-ইকবাল হোছাইন ইকু

-আহ্বায়ক CBF Munshigonj

-ব্যবস্থাপনা সম্পাদক Masik Bikrampur

আমার দুটি গল্প ( ভূতের রাজ্যেnullআকর্ষণীয় ব্যক্তিত্ব ) এবং ব্যক্তিত্ব নিয়ে ধারাবাহিক ব্যক্তিত্বের বিকাশ প্রথম পর্ব

বিষয়: বিবিধ

২৫৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File