প্রেম যেন এমনই হয়-২৪

লিখেছেন লিখেছেন প্রগতিশীল ২৩ ডিসেম্বর, ২০১৩, ১১:৪৯:৫২ রাত



‘পৃথিবীর সব কিছুই বড় ফাঁকা ফাঁকা লাগে আর তুমি ছাড়া আমি ভীষণ একা সঞ্চিতা। আজ যখন তুমি পাশে নেই তখন মনে হয় এ ধরণীর সবচেয়ে অসহায় মানুষটি আমিই।’ কথাগুলো একটানা বলে যাচ্ছিল রতন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেখা হল দুজনে। কথা অনেক হল সঞ্চিতার সাথে। সঞ্চিতা আজ নির্বাক ছিল এমনটা নয়। সে বলছে কম শুনছে বেশিই।

একটু একটু করে দুজনেরই কথা শেষ হল। হল ভালবাসার বিনিময়। এবার সঞ্চিতা বলল, ‘ আমি খুবই তাড়াতাড়ি দেশে আসছি এটা জানতো। রতন বলল, ‘ জানি খুবই তাড়াতাড়ি তোমার আর আর আমার ইয়ে।’ হাসল সঞ্চিতা। বলল, ‘অবশেষে আমি তোমাকে বিয়ে করছি !’ মানে কি ! বলল রতন। জবাব রতনের। তুমি কি ভুলে গেছ লাল টুকটুকে একটা মেয়ের বিয়ে আমার মত একটা কম সুন্দর আর যাই হোক বর ছাড়া হয় না!

সঞ্চিতা বলল, ‘জ্বী জনাব। তবে আজ এখন উঠি রেণু আপু আবার রাগ করবে।’ রতন বলল, ‘ কোন ভালবাসাই দেখি ভিলেন মুক্ত থাকতে পারে না। তো তোমার ওই আপু কে ?’ ‘আরে উনার জন্যইতো আমাদের বিয়ে হচ্ছে ঊনিইতো আমার বাবাকে রাজী করিয়েছেন। আর তুমি ঊনাকে ভিলেন বলছ ?’ বলল সঞ্চিতা।

এতসবতো আর কোনদিন বলনি। তাই যে ব্যঘাত ঘটাতে চায় তাকেই ভিলেন মনে হয়। জবাব দিল রতন।

শোন বলি তাহলে, ‘ রেণু আপু আমাদের আনিস চাচার মেয়ে। ঊনি এখানে আসার আগে বাংলাদেশের এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। এখন কিছু করছেন না। দুটো বাচ্চা আছে তাদের মানুষ করছেন। তার মত ভাল মানুষ আমি খুব একটা দেখিনি। ঊনার কাছে আমরা দুজনেই চিরকৃতজ্ঞ থাকব। খুশির খবর ঊনি বিয়েতে যাবেন। বাবা আপুর বাংলাদেশে যাওয়া নিশ্চিত করেছেন।’

খুব সরসও না আবার নিরসও না। একটা আলোচনা পর্বের সমাপ্তি ঘটালো দুজনেই। রতন সঞ্চিতা দুজনেই খুশি। সাথে সাথে একটু উতলা। হবে না আবার সামনে বিয়ে। এক আকাঙ্খিত লজ্জার বিষয়। অবুঝ মনটা চায় আবার লজ্জাও পায়।

লাজুক ভঙ্গিতে শুয়ে শুয়ে ভাবছিল রতন। সামনে বিয়ে, আরও কত কি !

চলবে.......................

বিষয়: সাহিত্য

১৩৪২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299882
০৯ জানুয়ারি ২০১৫ রাত ০২:৫৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো
১০ জানুয়ারি ২০১৫ রাত ১০:১১
242867
প্রগতিশীল লিখেছেন : ধন্যবাদ বোন আমার...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File