আগামি রবিবার মুন্সিগঞ্জে সিবিএফ এর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ০৯ আগস্ট, ২০১৩, ০৮:৪২:৪২ রাত
চিন্তার ক্ষেত্রে বন্ধ্যত্ব পরিহার করে মুন্সিগঞ্জে ‘মুক্ত পথ মুক্ত মত’
স্লোগান নিয়ে কমিউনিটি ব্লগারস ফোরাম, মুন্সিগঞ্জ জেলা শাখার
উদ্দ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান সংগঠিত হতে যাচ্ছে আগামি রবিবার ১১
তারিখ সকাল ৯.৩০ মিনিটে। আপনি আসছেনতো??? উক্ত সম্মেলনে প্রত্যেক
সদস্যকে আসতেই হবে। না আসলে অনেক কিছুই মিস করবেন। কারণ ঐদিন
মুন্সিগঞ্জের সমস্ত সদস্যরা আসবে তাদের সাথে পরিচয় হওয়ার সুযোগ
থাকছে। তার সাথে নিজে মত প্রকাশ করার সুযোগও। মুন্সিগঞ্জ
জেলা কমিটি, ৬ উপজেলা কমিটির কর্মকর্তা সহ নতুন যারা সদস্য হয়েছেন
তারাও থাকছেন তাহলে আপনি কেন মিস করবেন। চলে আসুন আমাদের
সম্মেলনে। এছাড়া যারা আগ্রহী তারাও আসতে পারবেন। আগ্রহীরা দ্রুত
যোগাযোগ করুন।
যোগাযোগের জন্য বিস্তারিত জানতে- ০১৯২৬০৪৫৫২৫ (জেলা কমিটির
প্রচার বিভাগের নাম্বার)
বিষয়: বিবিধ
১৪০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন