শুরু হলো কাতার প্রবাসী ব্লগারদের ঈদ পূণর্মিলনী@আপডেট চলবে

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১০ আগস্ট, ২০১৩, ১২:২১:২৩ রাত



মধ্যপ্রাচ্যের কাতার। প্রবাসী ব্লগার আর অনলাইন এক্টিভিস্টদের নিয়ে আয়োজন “ঈদ পূণর্মিলনী”

ঈদ পূণর্মিলনীর এই আয়োজন নিয়ে আজকের এই পোষ্ট। আপডেট চলবে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। আশা করি সাথে পাবো সবাইকে।

রাত-০৯:৩০

অনুষ্ঠান শুরুর কথা রাত সাড়ে ৯টায়। কিন্তু ঈদের শুভেচ্ছা বিনিময়ে সবাই একটু বেশী সময় নিচ্ছেন। তাই আসতে দেরী হচ্ছে। কিছুক্ষণের মাঝে শুরু হবে মুল অনুষ্ঠান। ইতিমধ্যে অনেকেই পৌছে গেছেন। পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করছেন।

রাত-০৯:৪০

কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলো। কুরআন তেলাওয়াত করছেন ব্লগার আবু তাহের মিয়াজী।

রাত-০৯:৯৫

কুরআন তেলাওয়াতের পর অনুষ্ঠানের উপস্থাপকঃ আইল্যান্ড স্কাই ঘোষনা দিলেন উদ্বোধনী বক্তব্যের। অনুষ্ঠানের সভাপতি ব্লগার বাকপ্রবাস এখন উদ্বোধনী বক্তব্য শুরু করলেন।

সবাইকে বলে রাখি যে, ব্লগার স্ফুলিঙ্গের ক্যামেরা বারবার আলো বিচ্ছুরণ করছে। পৃথক পোষ্টের মাধ্যমে আমরা সে সব ছবি শেয়ার করবো।

উদ্বোধনী বক্তব্যে ব্লগার বাক প্রবাস উল্লেখ করছেন যে,

-আমি লিখার মাধ্যমে বিশ্বের অনেককে চিনি। কিন্তু কাতারের ব্লাগরদের চিনিনা। সবার মাঝে পারস্পরিক যোগাযোগ সৃষ্টির উদ্দেশ্যেই আজকের আয়োজন।

-আমাদের আগামীর প্রজন্ম যারা অনলাইন ভিত্তিক অগ্রসর হবে। তাদেরকে সঠিক পথ নির্দেশ দিতে হবে। যাতে ওরা খারাপ পথে না যায়।

-ব্লগারদেরকে রাজনীতি নিয়েও ভাবতে হবে।

রাত-০৯:৫৬

শুরু হলো পাস্পরিক পরিচিতি।

রাত-০৯:২০

পরিচিতির পর ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে স্কাইপি মাধ্যমে সমবেত ব্লগারদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রভাবশালী ব্লগার প্যারিস থেকে আমি।

এর পর কমিউনিটি ব্লগার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি জনাব এম এম ওবায়দুর রাহমান বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখলেন তাঁর গ্রামে বাড়ী থেকে।

রাত-০৯:২২

সংগীত পরিবেশন করছেন: ব্লগার ইকবাল হোসেন।

রাত-০৯:২৫

ব্লগ নিয়ে ভাবনাঃ


ব্লগ নিয়ে ভাবনা বিষয়ে এখন শুরু হলো ব্লগারদের বক্তব্য। বক্তব্য রাখছেন ধারাবাহিক ভাবে-

১. এমদাদ উল্লাহ।

২. হুমায়ুন রশীদ।

৩. এম মাহমুদ।

ইতিমধ্যে প্রভাবশালী ব্লগার জনাব আবু জারীর মক্কা থেকে টেলিফোনে অংশ নিলেন এবং ব্লগারদের উদ্দেশ্যে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখলেন।

ব্লগ নিয়ে ভাবনাঃ

এ বিষয়ে বক্তব্য চলছে। বক্তব্য রাখছেনঃ

৪. আবু শাহাদাত চৌধুরী।

৫. জাকির হোসাঈন আযামী।

৬. আহাম্মেদ খালিদ।

৭. ইকবাল আহমদ সিদ্দিকী।

৮. আধা শিক্ষিত মানুষ।

সভাপতির বক্তব্যঃ

ব্লগার বাকপ্রবাস অনুষ্ঠানের শেষে দাড়িয়েছেন সভাপতির বক্তব্য দিতে।

বিষয়: বিবিধ

৩০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File