মেয়েদের পোস্ট না হলে টুডে ব্লগে কোন পোস্ট স্টিকি হবেনা বুঝতেসি ।
লিখেছেন লিখেছেন মুজতাহিদ বাপ্পী ০৩ জুন, ২০১৪, ০১:১০:৪৬ দুপুর
আমার খায়েশ নাই কোন স্টিকি স্টিকি পোস্ট লেখার । তবে ব্লগে ঢুকার পর একটা স্টিকি পোস্ট নজরে আসে সবার আগে । গত কয়েকদিনে মনে হইতেসে ব্লগের মডু সব নারী হয়ে গেসে না হয় নারীবাদের দীক্ষা গ্রহণ করসে । তারা নারী ব্যতীত কোন ব্লগারের পোস্ট আর স্টিকি করবেনা । আর তাও যা স্টিকি হয় সেগুলো কোন ইনটেলিজেন্সীর ক্যাটাগরিতে পড়ে সেটা গবেষণা করে দেখতে হবে । বিয়ের গল্প, পরিবারের মেলামেশা, রান্নাবান্না কিচেনের গল্প, ফালতু অভিজ্ঞতার ঝুলি নিয়ে বসে থাকা খাজুরে আলাপ হলো স্টিকি পোস্টগুলোর মূল প্রতিপাদ্য । এবার হয়তো আমাকে ব্যান করা হবে সত্য কথা বলে দেয়ার জন্য ।
বিষয়: বিবিধ
১২১১ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনের কথাটাই বলেছেন..
=D
একদম হক্ব কথা! একমত পোষন করছি।
মেয়েদের সাথে এত হিংসা করেন ক্যান আপনি?
পোস্টদাতাও অনুরুপ ভাবে তার উত্তর দেন।
তবে এসব পোস্টদাতারা বেমক্কা কমেন্ট হজম করতে পারে না ।
পোস্ট দিয়ে নিজের পোস্ট ডিফেন্ড করার মানসিকতা থাকতে হবে । যেসব পোস্টদাতা শুধু পোস্ট করে স্তুতিমূলক মন্তব্য পাওয়ার আশা করে , ডিফেন্ড করার ব্যাপার আসলে এড়িয়ে যায় - তাদের পোস্ট স্টিকি করার ব্যাপারে মডারেশন বোর্ডকে সতর্ক হতে হবে ।
অন্যান্য বাংলা ব্লগেও পোস্ট স্টিকি হয় । পক্ষে বিপক্ষে প্রচুর মতামত আসে সেখানে । ফলে ব্লগটা জমে উঠে ।
কথার লড়াই জমে উঠলে ব্লগ হয় টি২০ ওয়ার্ল্ড কাপ (ছেলেদের) ,
আর
শুধু '' ভালো লাগলো'' '' ধন্যবাদ'' '' পিলাচ'' '' অনেক ধন্যবাদ'' - মার্কা কথাবার্তা হলে সেটাও হয়ে যায় টি২০ ওয়ারল্ড কাপ , তবে মহিলাদের ।
প্রথমটাতে দর্শকের অভাব হয় না , ২য় টাতে দর্শক যায়ই না ।
টুডে ব্লগের ঝিমিয়ে পড়ার কারন গুলোর মধ্যে এটা প্রথম দুইয়ে আসবে ।
মন্তব্য করতে লগইন করুন