মডারেটর সাহেবের দৃষ্টি আকর্ষন করছি,দেখুন "খেলাঘর বাধতে এসেছি এখানে"নিকটি কিভাবে ধর্মানুভূতিতে আঘাত করে!
লিখেছেন লিখেছেন সজল আহমেদ ০৩ জুন, ২০১৪, ০১:১৩:৫৭ দুপুর
মানীয় মডারেটর সাহেব ব্লগের নীতিমালায় আছেঃ—
৬। বাংলাদেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব , ইতিহাস , ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে , বিরুদ্ধাচারণ করে , অসম্মান করে তাহলে পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
১০। কোন হত্যাকান্ডকে সমর্থন করা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা, নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের পক্ষে-বিপক্ষে প্রচারনা চালানো হলে পোষ্ট কোন নোটিশ ছাড়াই মুছে দেয়া হবে এবং সংশ্লিষ্ট ব্লগারের ব্লগীং সুবিধা বাতিল করা হবে।
খেলাঘর বাধতে এসেছি এখানে সহ ব্লগারদের সাথে যেই আচরন করে তাতে মনে হয় কোন উগ্রপন্থি পরিবারে তার জন্ম।তার প্রত্যেকটা মন্তব্যই মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত করে।
তিনি এই পোষ্টে একটা মন্তব্য করেছে দেখুন মডারেটর সাহেবঃ
(মন্তব্য নং ৩)
খেলাঘর বাধতে এসেছি এখানে লিখেছেন:তাহলে কি একেরপর এক ৭ বছরের নাবালিকা,দাসী,বাদী,নিজের পুত্রবধু,নারী গনিমত,কড়ায়ত্ব নারীর সাথে আবিরাম যৌনতা ,ধর্ষন,সহবত করে →*মোহাম্মদী খচ্চরের*←আদর্শ গিলতে হবে?আর মুসলিমরা যে প্রতিদিন বোমা ফাঁটিয়ে বেপোড়োয়া মানুষ খুঁনের ঈমানী উন্মাদনায় মেতে উঠেছে তার জন্য →দাঙ্গাবাজ মোহাম্মদ←দায়ি নয়?
→তার ৩নং মন্তব্য দেখুন:এই লেখাটায় Click here←
তার নিজের ব্লগে তার মন্তব্য দেখুনঃ
৩228224৩০ মে ২০১৪ সকাল ০৮:০৬
ইমরান বিন আনোয়ারলিখেছেন : খুব সরল একটা প্রবাদ বলিঃ "যারে দখতে না-রি, তার চলন বাঁকা।" আর একটা অলঙ্ঘনীয় গ্রাম্য প্রবাদ হল, " যার সাথে যার ভাব তার পুটকি দেখলেও লাভ।" তোমাদের মহাজ্ঞানী মাগীর পোলারা হাগা-মুতা করলে সেটা তোমার মত বিলাইর' হাগুদের কাছে বিজ্ঞান মনে হয়। আর আমাদের ইসলাম তার সবটুকু সৌন্দর্য নিয়ে তোমাদের গান্ধা অন্তরকে পবিত্র করতে চাইলেও সেটা হয়ে যায় বর্বরতা, অবিজ্ঞান! ইসলাম আমাকে নির্দেশ দিয়েছে-'কাউকে গালি দিয়োনা।' আমি কোনো মানুষের বাচ্চাকে গালি দিইনা। দিবওনা। তবে তোমার মত রাস্তার কুকুরদের জন্য আমার গালাগালির 'উষ্টা' সবসময় জারি থাকবে। পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই কি তোমাকে পুং মারে?
রিপোর্ট করুন| জবাব দিন
৩১ মে ২০১৪ রাত ০৩:০২175226
খেলাঘর বাধঁতে এসেছিলিখেছেন : নাবালিকা মর্দন, যুদ্ধবন্ধি নারী ধর্ষন,পরনারীর প্রতি কুনজর, মুতাবিয়ে(পতিতা বৃত্তি)'র প্রচলন থেকে শুরু করে এমন হেন কাজ নেই যা আপনার নবী করেন্নি। আর এজন্যই পৃথিবীর সকল প্রান্তে সাধারন মানুষ নবী মোহাম্মদকে নিয়ে হাস্য বিদ্রুপ, তুচ্ছ তাচ্ছিল্য করে। এতে মোহাম্মদপূজারী মুমিনদের নবী-অনুভুতি এখন ক্ষতবিক্ষত। আর আপনি ক্ষতবিক্ষত গোমূর্খ মুমিনদের একজন, যার বহিঃপ্রকাশ আপনার গালিগালাজ। কিন্তু যত গালাগালি করেন্না কেন, আপনার অসৎ নবীকে একটুও ছাড় দেয়া হবে না। ধন্যবাদ।
রিপোর্ট করুন|
→ক্লিক করেন এখানে দেখুন মন্তব্য ৩ নং এর প্রতিমন্তব্যে তিনি কি লিখেছেন:পৃথিবীর সবচেয়ে আধুনিক ও বিজ্ঞানময় সত্য ধর্ম ইসলাম?←
এখন মডারেটর সাহেব কে বলছি উক্ত নিক কি নীতিমালা ভঙ্গ করেনি?
যদি তিনি নীতিমালা ভঙ্গ না করে তাহলে কাল থেকে আমরাও কৃষ্ঞ,বুদ্ধ,আর যিশুকে গালাগালি দেয়া শুরু করি কি বলেন?
মডারেটর সাহেবের আদালতে খেলাঘর নিকের কি বিচার হয় দেখার অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ:টুডে ব্লগ কতৃপক্ষ,সহব্লগার ও পাঠকদের।
বিষয়: বিবিধ
১৪০৯ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি জানি নীতিমালা লঙ্ঘনকারী এমন পোস্ট মডুরা ডিলিট করবেন কিন্তু তাড়া যদি ব্লগে না থাকে, তবে কে করবে সেই কাজ?
পোষন করছি। বাকি ব্লগারদেরও আহবান জানাচ্ছি। সবাই সহমত হলে মডু ব্যান করতে বাধ্য হবে।
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্য।
এত গুলো নিক খেলাঘর বাধতে এসেছি এর,সেই সোনার বাংলা ব্লগ থেকে আজ অবধি ইসলামের বিরুদ্ধে লিখে যাচ্ছে। ওকে ব্যান করা হোক। আমিও সবার সাথে একমত।
কিন্তু ইনিই আবার "গ্রামের পথে পথে" নিক খুলেছেন ।যার ক্ষোভ সর্বদা আমার প্রতি ।
মন্তব্য করতে লগইন করুন